ETV Bharat / sports

চোখ খেতাবে, নকআউট খেলার নির্দেশ কিবুর - Kibu Vickuna on championship

বাকি ম্যাচগুলোতে পয়েন্ট হারালে খেতাবি দৌড় থেকে ছিটকে যেতে হবে । তাই ফুটবলারদের লিগের বাকি ম্যাচগুলো নকআউট ভেবে খেলার নির্দেশ দিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । জায়ান্ট কিলার হিসেবে পুরোনো সুনাম ফিরে পেতে মরিয়া জর্জ টেলিগ্রাফ যে মোহনবাগানের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি করে রাখবে ধরে নিয়েছেন কিবু ভিকুনা ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 8, 2019, 1:54 AM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : বাকি ম্যাচগুলোতে পয়েন্ট হারালে খেতাবি দৌড় থেকে ছিটকে যেতে হবে । তাই ফুটবলারদের লিগের বাকি ম্যাচগুলো নকআউট ভেবে খেলার নির্দেশ দিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । আজ সবুজ মেরুনের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ । নয় পয়েন্ট ঝুলিতে নিয়ে রঞ্জন ভট্টাচার্যের দল প্রথম পাঁচে । মোহনবাগান সেদিক থেকে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে ছয় নম্বরে । চলতি কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে হারিয়েছে জর্জ টেলিগ্রাফ । তবে মহমেডানের কাছে পরাজিত । জায়ান্ট কিলার হিসেবে পুরোনো সুনাম ফিরে পেতে মরিয়া জর্জ টেলিগ্রাফ যে মোহনবাগানের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি করে রাখবে ধরে নিয়েছেন কিবু ভিকুনা ।

মোহনবাগান কোচ ইতিমধ্যে ফুটবলারদের সঙ্গে ম্যাচের গুরুত্ব, প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা নিয়ে আলোচনা করেছেন । যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করার পরে কিবু ভিকুনা বলেছেন, দল হিসেবে জর্জ টেলিগ্রাফ শক্তিশালী । দলে ভালোমানের দেশি-বিদেশি ফুটবলার রয়েছেন । যারা যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন । একই সঙ্গে জানিয়েছেন, তাঁদের কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ । তিন পয়েন্ট ছাড়া অন্য ভাবনা সাজঘরে নেই । তাই খেতাব ধরে রাখার আশা বজায় রাখতে নক আউটের মেজাজে খেলার কথা মোহনবাগানের ।

কার্ড সমস্যায় এই ম্যাচে রোমারিও জেসুরাজকে পাবে না মোহনবাগান । তাঁর বদলে রাইট উইংয়ে শুরু করতে পারেন আজহারউদ্দিন বা সুরাবুদ্দিন মল্লিক। চোট সারিয়ে ফিট সুহের ভিপি । সালভো চামারোর বদলে তিনি বা দীপ সাহার মধ্যে যেকোনও একজন শুরু করতে পারেন ।

কল্যাণী স্টেডিয়াম নয় ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে । যা একেবারে পছন্দ নয় সবুজ মেরুন হেডস্যারের । বৃষ্টি ভেজা কাদা মাঠ যে ভালো খেলার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তা পরোক্ষে বারবার বুঝিয়েছেন । এখনও পর্যন্ত লিগের দুটো জয় এসেছে কল্যাণী স্টেডিয়ামে । তাই রবিবার নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফকে সামলানো বড় চ্যালেঞ্জ । কল্যাণী স্টেডিয়ামের মাঠ এতটাই মোহনবাগান কোচের পছন্দ যে আই লিগে ঘরের মাঠ হিসেবে কর্তাদের কল্যাণী স্টেডিয়ামকে নিতে বলেছেন । তবে, আপাতত তিনি জর্জ টেলিগ্রাফ ম্যাচ নিয়ে মনসংযোগ করতে চান ।

কলকাতা, 8 সেপ্টেম্বর : বাকি ম্যাচগুলোতে পয়েন্ট হারালে খেতাবি দৌড় থেকে ছিটকে যেতে হবে । তাই ফুটবলারদের লিগের বাকি ম্যাচগুলো নকআউট ভেবে খেলার নির্দেশ দিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । আজ সবুজ মেরুনের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ । নয় পয়েন্ট ঝুলিতে নিয়ে রঞ্জন ভট্টাচার্যের দল প্রথম পাঁচে । মোহনবাগান সেদিক থেকে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে ছয় নম্বরে । চলতি কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে হারিয়েছে জর্জ টেলিগ্রাফ । তবে মহমেডানের কাছে পরাজিত । জায়ান্ট কিলার হিসেবে পুরোনো সুনাম ফিরে পেতে মরিয়া জর্জ টেলিগ্রাফ যে মোহনবাগানের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি করে রাখবে ধরে নিয়েছেন কিবু ভিকুনা ।

মোহনবাগান কোচ ইতিমধ্যে ফুটবলারদের সঙ্গে ম্যাচের গুরুত্ব, প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা নিয়ে আলোচনা করেছেন । যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করার পরে কিবু ভিকুনা বলেছেন, দল হিসেবে জর্জ টেলিগ্রাফ শক্তিশালী । দলে ভালোমানের দেশি-বিদেশি ফুটবলার রয়েছেন । যারা যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন । একই সঙ্গে জানিয়েছেন, তাঁদের কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ । তিন পয়েন্ট ছাড়া অন্য ভাবনা সাজঘরে নেই । তাই খেতাব ধরে রাখার আশা বজায় রাখতে নক আউটের মেজাজে খেলার কথা মোহনবাগানের ।

কার্ড সমস্যায় এই ম্যাচে রোমারিও জেসুরাজকে পাবে না মোহনবাগান । তাঁর বদলে রাইট উইংয়ে শুরু করতে পারেন আজহারউদ্দিন বা সুরাবুদ্দিন মল্লিক। চোট সারিয়ে ফিট সুহের ভিপি । সালভো চামারোর বদলে তিনি বা দীপ সাহার মধ্যে যেকোনও একজন শুরু করতে পারেন ।

কল্যাণী স্টেডিয়াম নয় ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে । যা একেবারে পছন্দ নয় সবুজ মেরুন হেডস্যারের । বৃষ্টি ভেজা কাদা মাঠ যে ভালো খেলার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তা পরোক্ষে বারবার বুঝিয়েছেন । এখনও পর্যন্ত লিগের দুটো জয় এসেছে কল্যাণী স্টেডিয়ামে । তাই রবিবার নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফকে সামলানো বড় চ্যালেঞ্জ । কল্যাণী স্টেডিয়ামের মাঠ এতটাই মোহনবাগান কোচের পছন্দ যে আই লিগে ঘরের মাঠ হিসেবে কর্তাদের কল্যাণী স্টেডিয়ামকে নিতে বলেছেন । তবে, আপাতত তিনি জর্জ টেলিগ্রাফ ম্যাচ নিয়ে মনসংযোগ করতে চান ।

Intro:বাকি ম্যাচ গুলোতে পয়েন্ট হারালে খেতাবি দৌড় থেকে ছিটকে যেতে হবে। তাই ফুটবলারদের লিগের বাকি ম্যাচ গুলো নক আউটে খেলখর নির্দেশ দিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। রবিবার সবুজ মেরুনের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। নয় পয়েন্ট ঝুলিতে নিয়ে রঞ্জন ভট্টাচার্যের দল প্রথম পাচে। মোহনবাগান সেদিক থেকে পাচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে এয় নম্বরে। চলতি কলকাতা লিগে ইস্টবেঙ্গল কে হারিয়েছে জর্জ টেলিগ্রাফ। তবে মহমেডানের কাছে পরাজিত। জায়ান্ট কিলার হিসেবে পুরানো সুনাম ফিরে পেতে মরিয়া জর্জ টেলিগ্রাফ যে মোহনবাগানের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি করে রাখবে ধরে নিয়েছেন কিবু ভিকুনা। মোহনবাগানের কোচ ইতিমধ্যে ফুটবলারদের সঙ্গে ম্যাচের গুরুত্ব, প্রতিপক্ষের শক্তি দূর্বলতা নিয়ে আলোচনা করেছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করার পরে কিবু ভিকুনা বলেছেন দল হিসেবে জর্জ টেলিগ্রাফ শক্তিশালী। দলে ভালো মানের দেশি বিদেশি ফুটবলার রয়েছেন। যারা যেকোনোও সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। একই সঙ্গে জানিয়েছেন তাদের কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। তিন পয়েন্ট ছাড়া অন্য ভাবনা সাজঘরে নেই। তাই খেতাব আশা বজায় রাখতে নক আউটের মেজাজে খেলার কথা মোহনবাগানের।
কার্ড সমস্যায় এই ম্যাচে রোমারিও জেসুরাজ কে পাবে না মোহনবাগান। তার বদলে রাইট উইংয়ে শুরু করতে পারেন আজহার উদ্দিন বা সুরাবুদ্দিন মল্লিক। চোট সারিয়ে ফিট সুয়ের ভিপি। সালভো চামারো বদলে তিনি বা দীপ সাহার মধ্যে যেকোনও একজন শুরু করতে পারেন।
কল্যানী স্টেডিয়াম নয় ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগান কে। যা একেবারে পছন্দ নয় সবুজ মেরুন হেডস্যারের। বৃষ্টি ভেজা কাদা মাঠ যে ভালো খেলার অন্তরায় হয়ে দাড়াচ্ছে তা পরোক্ষে বারবার বুঝিয়েছেন। এখনও পর্যন্ত লিগের দুটো জয় এসেছে কল্যানী স্টেডিয়ামে। তাই রবিবার নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফ কে সামলানো বড় চ্যালেঞ্জ। কল্যানী স্টেডিয়ামে র মাঠ এতটাই মোহনবাগান কোচের পছন্দ যে আই লিগে ঘরের মাঠ হিসেবে কর্তাদের কল্যানী স্টেডিয়াম কে নিতে বলেছেন। আপাতত তিনি জর্জ টেলিগ্রাফ ম্যাচ নিয়ে মনসংযোগ করতে চান।


Body:জয়


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.