ETV Bharat / sports

Euro 2020: পারলেন না লেওয়ানডস্কি, গ্রুপ টপ করে শেষ ষোলোয় সুইডেন

যদিও পোল্যান্ডের ফুটবল ভক্তদের কাছে ম্যাচটি ছিল ওয়ান ম্যান শো ৷ যেখানে একা লড়াই করলেন লেওয়ানডস্কি ৷ দেশকে ইউরো 2020-র শেষ ষোলোয় পৌঁছানোর লড়াই করে গেলেন 90 মিনিট ধরে ৷ তবে খেলার শেষে শুধুই হতাশা ৷

রবার্ট লেওয়ানডস্কি
রবার্ট লেওয়ানডস্কি
author img

By

Published : Jun 24, 2021, 3:31 PM IST

সেন্ট পিটার্সবার্গ, 24 জুন : শেষ ষোলোয় যেতে হলে সুইডেনকে হারাতেই হত রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডকে ৷ দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেও দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারলেন না তিনি ৷ প্রথমার্ধে তাঁর অবিশাস্য গোল মিসই কাল হয়ে দাঁড়াল পোল্যান্ডের ৷ সুইডেনের কাছে 3-2 গোলে হেরে ইউরোর গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হল পোল্যান্ডকে ।

যদিও পোল্যান্ডের ফুটবল ভক্তদের কাছে ম্যাচটি ছিল ওয়ান ম্যান শো ৷ যেখানে একা লড়াই করলেন লেওয়ানডস্কি ৷ দেশকে ইউরো 2020-র শেষ ষোলোয় পৌঁছানোর লড়াই করে গেলেন 90 মিনিট ধরে ৷ তবে খেলার শেষে শুধুই হতাশা ৷

ম্যাচের 84 মিনিটে তাঁর দ্বিতীয় গোলে সমতায় ফেরে পোল্যান্ড । শেষ ষোলোয় যেতে দরকার ছিল বাকি 6 মিনিটে একটি গোল ৷ তবে একের পর এক আক্রমণেও সুইডেন ডিফেন্স ভাঙতে পারেনি লেওয়ানডস্কিরা ৷ উল্টে গোল হজম করতে হয় পোল্যান্ডকে ৷ ফলে শেষ হয় যাবতীয় জারিজুরি ৷

অন্যদিকে সুইডেনের আগেই নিশ্চিত ছিল শেষ ষোলোর স্থান ৷ সুইডেনের কাছে লড়াইটা ছিল মূলত গ্রুপ সেরা হওয়া ৷ গ্রুপ ই-র অন্য ম্যাচে তখন স্লোভাকিয়াকে গোলের মালা পরাচ্ছে স্পেন, তাই চাপ বাড়ছিল সুইডেনের ৷ একই সঙ্গে জয়ের ধারা বজায় রেখেই গ্রুপের টপে শেষ করল সুইডেন ৷

ম্যাচের মাত্র 82 সেকেন্ডেই দূর্দান্ত গোল এমিল ফর্সবার্গের ৷ তখনই বোধহয় ভাগ্যলেখা হয়ে গিয়েছিল ৷ ইউরোর ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম গোল ।

বিরতির পর ফের গোল ফর্সবার্গের ৷ ম্যাচের 59 মিনিটে গোল করেন তিনি ৷ সুইডেন এগিয়ে যায় 2-0 গোলে ৷ এই সময় পোল্যান্ডের অবস্থা 'হয় মারো নয় মরো’-র মতো ৷

আরও পড়ুন : Copa America : ব্রাজিলের গোল ঘিরে বিতর্ক, পিছিয়ে পড়েও কলম্বিয়াকে হারাল নেইমাররা

দুই মিনিট পরই বাঁ প্রান্ত থেকে বিশ্বমানের এক ফিনিশিংয়ে পোল্যান্ডের হয়ে ব্যবধান কমায় লেওয়ানডস্কি ৷ দুই ডিফেন্ডারের মাঝ থেকে মাপা কোনাকুনি শটে সুইডেনের জালে বল জড়ান বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার ৷ 84 মিনিটে ফের গোল করেন লেওয়ানডস্কি ৷ সমতায় ফেরে পোল্যান্ড ৷ তবে এই সময় মরিয়া হয়ে ওঠা পোলিশদের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে সুইডেনের হয়ে তৃতীয় গোল করেন ভেক্টর ক্লাসেসন ৷ গ্রুপ স্টেজেই লড়াই শেষ হয় পোল্যান্ডের ৷

সেন্ট পিটার্সবার্গ, 24 জুন : শেষ ষোলোয় যেতে হলে সুইডেনকে হারাতেই হত রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডকে ৷ দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেও দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারলেন না তিনি ৷ প্রথমার্ধে তাঁর অবিশাস্য গোল মিসই কাল হয়ে দাঁড়াল পোল্যান্ডের ৷ সুইডেনের কাছে 3-2 গোলে হেরে ইউরোর গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হল পোল্যান্ডকে ।

যদিও পোল্যান্ডের ফুটবল ভক্তদের কাছে ম্যাচটি ছিল ওয়ান ম্যান শো ৷ যেখানে একা লড়াই করলেন লেওয়ানডস্কি ৷ দেশকে ইউরো 2020-র শেষ ষোলোয় পৌঁছানোর লড়াই করে গেলেন 90 মিনিট ধরে ৷ তবে খেলার শেষে শুধুই হতাশা ৷

ম্যাচের 84 মিনিটে তাঁর দ্বিতীয় গোলে সমতায় ফেরে পোল্যান্ড । শেষ ষোলোয় যেতে দরকার ছিল বাকি 6 মিনিটে একটি গোল ৷ তবে একের পর এক আক্রমণেও সুইডেন ডিফেন্স ভাঙতে পারেনি লেওয়ানডস্কিরা ৷ উল্টে গোল হজম করতে হয় পোল্যান্ডকে ৷ ফলে শেষ হয় যাবতীয় জারিজুরি ৷

অন্যদিকে সুইডেনের আগেই নিশ্চিত ছিল শেষ ষোলোর স্থান ৷ সুইডেনের কাছে লড়াইটা ছিল মূলত গ্রুপ সেরা হওয়া ৷ গ্রুপ ই-র অন্য ম্যাচে তখন স্লোভাকিয়াকে গোলের মালা পরাচ্ছে স্পেন, তাই চাপ বাড়ছিল সুইডেনের ৷ একই সঙ্গে জয়ের ধারা বজায় রেখেই গ্রুপের টপে শেষ করল সুইডেন ৷

ম্যাচের মাত্র 82 সেকেন্ডেই দূর্দান্ত গোল এমিল ফর্সবার্গের ৷ তখনই বোধহয় ভাগ্যলেখা হয়ে গিয়েছিল ৷ ইউরোর ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম গোল ।

বিরতির পর ফের গোল ফর্সবার্গের ৷ ম্যাচের 59 মিনিটে গোল করেন তিনি ৷ সুইডেন এগিয়ে যায় 2-0 গোলে ৷ এই সময় পোল্যান্ডের অবস্থা 'হয় মারো নয় মরো’-র মতো ৷

আরও পড়ুন : Copa America : ব্রাজিলের গোল ঘিরে বিতর্ক, পিছিয়ে পড়েও কলম্বিয়াকে হারাল নেইমাররা

দুই মিনিট পরই বাঁ প্রান্ত থেকে বিশ্বমানের এক ফিনিশিংয়ে পোল্যান্ডের হয়ে ব্যবধান কমায় লেওয়ানডস্কি ৷ দুই ডিফেন্ডারের মাঝ থেকে মাপা কোনাকুনি শটে সুইডেনের জালে বল জড়ান বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার ৷ 84 মিনিটে ফের গোল করেন লেওয়ানডস্কি ৷ সমতায় ফেরে পোল্যান্ড ৷ তবে এই সময় মরিয়া হয়ে ওঠা পোলিশদের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে সুইডেনের হয়ে তৃতীয় গোল করেন ভেক্টর ক্লাসেসন ৷ গ্রুপ স্টেজেই লড়াই শেষ হয় পোল্যান্ডের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.