কলকাতা, 7 জানুয়ারি : চার্চিলের বিরুদ্ধে হারের পরে কলকাতায় প্রথম অনুশীলন ইস্টবেঙ্গলের । পাঁচ ম্যাচের মধ্যে প্রথম হার । আর তাতেই পয়েন্ট টেবিলের মগডাল থেকে ছিটকে গিয়েছে লাল হলুদ । আই লিগের মত ম্যারাথন লিগে ওঠা পড়া স্বাভাবিক বিষয় । কিন্তু গত পাঁচটি ম্যাচে দলে গোল করার লোকের অভাব চোখে পড়েছে । তাই ত্রুটি সারাতে এবার কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার সঙ্গে আলোচনায় বসে পড়লেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ।
মঙ্গলবার প্র্যাকটিসে উপস্থিত হয়েছিলেন ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার প্রণব দাশগুপ্ত, সহ সচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত, শীর্ষকর্তা দেবব্রত সরকার । কোচের সঙ্গে দলের প্রয়োজন জানতে ক্লাব কর্তাদের কথা বলার প্রস্তাব 24 ঘণ্টা আগে ক্লাবের বিনিয়োগকারীর অফিসে পৌঁছেছিল । দলের প্রয়োজনে নতুন ফুটবলার আনার বিষয়ে সাহায্যের কথাও জানানো হয়েছিল প্রস্তাবে । ফলে কোচের প্রয়োজনটি ঠিক কী,তা জানতে কথা বলেন কর্তারা । আলোচনার পরে কর্তারা আশ্বস্ত ।
ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেছেন, কোচ ভারতীয় পরিবর্ত আনার বিষয়ে সবুজ সংকেত দেওয়ার ইঙ্গিত দিয়েছেন । যা আগামী তিন চারদিনের মধ্যে সামনে আসবে । কোচের প্রয়োজন জানার পরে কর্তারা কোনও ফুটবলার ফাঁকা আছেন তাঁকে নিয়ে আসার চেষ্টা করবেন । শোনা যাচ্ছে বলবন্ত সিংকে দলে নেওয়ার ব্যাপারে ক্লাব কর্তারা উদ্যোগ নিয়েছেন । তবে বিদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারে কোচ এখনই কোনও চিন্তা করছেন না । যদি প্রয়োজন হয় তাহলে কোচ তা জানাবেন বলে কর্তাদের আশস্ত করেছেন । একই সঙ্গে মার্কোসের পরিবর্তনে তিনি যে চিন্তা করছেন না বুঝিয়ে দিয়েছেন । ক্লাবের দল নিয়ে চিন্তাভাবনার মধ্যে স্পেনে ফিরলেন লাল হলুদ ডিফেন্ডার বোরহা গোমেজ । তার ছোটো ছেলে কঠিন অসুখে আক্রান্ত । তাই দলের স্প্যানিশ ডিফেন্ডারের পাশে সহানুভূতির পরশ সকলের । আই লিগে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ 15 জানুয়ারি । মাঝের সময়ে দলকে ছন্দে ফেরানো আলেয়ান্দ্রোর পাখির চোখ ।