কলকাতা, 1 অগাস্ট : পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, কেক কাটার মধ্যে দিয়ে পালিত হল ইস্টবেঙ্গলের 101 তম জন্মদিন । উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাষ্কর গাঙ্গুলি, আলভিটো ডি'কুনহা , ও তরুণ দে । ছিলেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী । ইস্টবেঙ্গল দিবসে প্রকাশিত হল লাল হলুদ অ্যালম্যানাক।
লকডাউনের লক্ষণরেখা,করোনা ভাইরাসের প্রকোপ উপেক্ষা করেও লাল-হলুদ সমর্থকরা ক্লাব তাবুতে ভিড় করেছিলেন। তবে তার তুলনা এক বছর আগের শতবর্ষ উৎসবের মিছিলের সঙ্গে তুলনীয় নয়। তবুও যারা এসেছিলেন তাদের আবেগ আন্তরিকতাকে কুর্ণিশ করতেই হয়।
সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত-র গলায় উঠে এল প্রতিকূলতা ছাপিয়ে এগিয়ে যাওয়ার শপথ। সচিব কল্যাণ মজুমদারের কথায় ইতিহাস ও বর্তমানের গল্প। লড়াই করে এগিয়ে চলার কথা। দূরদর্শিতা এবং লড়াই করে ছিন্নমূল মানুষের স্বপ্ন হয়ে ওঠার কথা। যা আগামী দিনেও বজায় থাকবে বলে জানান করলেন তিনি। সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী লাল-হলুদ জনতার সামাজিক উপেক্ষাকে পিছনে সরিয়ে প্রতিষ্ঠা পাওয়ার গল্প শোনালেন ।
লাল-হলুদ তাঁবুতে কেক কাটলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মোহনবাগানের পদাধিকারী হয়েও ক্রীড়ামন্ত্রী বলেন লাল-হলুদের লড়াই তাঁকে মুগ্ধ করেছে । বৃষ্টিতে অনুষ্ঠানের সময় কিছুটা পিছিয়ে যায় । তাতেও সমর্থকদের আবেগ কমেনি । কোরোনা শতবর্ষ পালনে ধাক্কা দিয়েছে ।