ETV Bharat / sports

ISL চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আইলিগের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল - বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল

আইলিগের প্রস্তুতিতে বড় পদক্ষেপ নিল ইস্টবেঙ্গল ৷ বর্তমান ISL চ্যাম্পিয়ন বেঙ্গালুরু FC-র সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে আলেয়ান্দ্রোর দল ৷ 6 নভেম্বর বেঙ্গালুরুতে হবে এই ম্যাচ৷

আইলিগের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল
author img

By

Published : Oct 31, 2019, 3:25 PM IST

কলকাতা, 31 অক্টোবর : আইলিগের প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না ইস্টবেঙ্গল ৷ এবার গত বারের ISL চ্যাম্পিয়ন বেঙ্গালুরু FC-র সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে লাল-হলুদ ব্রিগেড ৷ বুধবার কোয়েসের তরফ থেকে জানানো হয়েছে 6 নভেম্বর বেঙ্গালুরুতে হবে ম্যাচটি ৷

এই মুহূর্তে আইলিগের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল ৷ আর মরশুমের শুরু থেকেই প্রস্তুতিতে কোনও প্রকার খামতি রাখতে চাইছেন না লাল-হলুদের স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রোর মেনেনদেস গার্সিয়া ৷ গতবছর আইলিগের প্রস্তুতি সেরেছিলেন বিদেশে ৷ এইবারও তিনি স্পেনের মাটিতে প্রস্তুতি সারতে চেয়েছিলেন ৷ কিন্তু সবুজ সংকেত মেলেনি ক্লাবের তরফ থেকে ৷ তাই অসন্তুষ্ট হলেও হাল ছাড়েননি স্প্যানিশ কোচ ৷ প্রস্তুতির অঙ্গ হিসেবে বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলার কথাও বলেছিলেন তিনি ৷ সেই মত প্রথম ম্যাচ নিজেদের দলকে দুই ভাগে ভাগ করে খেলানোর পর দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু FC-র মুখোমুখি হবে সদ্য শতবর্ষে পা দেওয়া ইস্টবেঙ্গল ৷

যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রথম দলকে খেলাবেনা বেঙ্গালুরু এফসি ৷ বর্তমানে ISL খেলতে ব্যস্ত সুনীলরা ৷ তাই নিজেদের রিজার্ভ টিমকেই খেলাবে বেঙ্গালুরু ৷ যদিও প্রস্তুতি ম্যাচ হিসাবে 6 নভেম্বরের ম্যাচটির গুরুত্ব অপরিসীম ৷

কলকাতা, 31 অক্টোবর : আইলিগের প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না ইস্টবেঙ্গল ৷ এবার গত বারের ISL চ্যাম্পিয়ন বেঙ্গালুরু FC-র সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে লাল-হলুদ ব্রিগেড ৷ বুধবার কোয়েসের তরফ থেকে জানানো হয়েছে 6 নভেম্বর বেঙ্গালুরুতে হবে ম্যাচটি ৷

এই মুহূর্তে আইলিগের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল ৷ আর মরশুমের শুরু থেকেই প্রস্তুতিতে কোনও প্রকার খামতি রাখতে চাইছেন না লাল-হলুদের স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রোর মেনেনদেস গার্সিয়া ৷ গতবছর আইলিগের প্রস্তুতি সেরেছিলেন বিদেশে ৷ এইবারও তিনি স্পেনের মাটিতে প্রস্তুতি সারতে চেয়েছিলেন ৷ কিন্তু সবুজ সংকেত মেলেনি ক্লাবের তরফ থেকে ৷ তাই অসন্তুষ্ট হলেও হাল ছাড়েননি স্প্যানিশ কোচ ৷ প্রস্তুতির অঙ্গ হিসেবে বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলার কথাও বলেছিলেন তিনি ৷ সেই মত প্রথম ম্যাচ নিজেদের দলকে দুই ভাগে ভাগ করে খেলানোর পর দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু FC-র মুখোমুখি হবে সদ্য শতবর্ষে পা দেওয়া ইস্টবেঙ্গল ৷

যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রথম দলকে খেলাবেনা বেঙ্গালুরু এফসি ৷ বর্তমানে ISL খেলতে ব্যস্ত সুনীলরা ৷ তাই নিজেদের রিজার্ভ টিমকেই খেলাবে বেঙ্গালুরু ৷ যদিও প্রস্তুতি ম্যাচ হিসাবে 6 নভেম্বরের ম্যাচটির গুরুত্ব অপরিসীম ৷

Intro:আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।ছয় নভেম্বর ম্যাচ টি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। বুধবার কোয়েস ইস্টবেঙ্গলের তরফে এই খবর জানানো হয়েছে। আই লিগের প্রস্তুতিতে ব্যস্ত আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। আই লিগকে পাখির চোখ করে মরসুমের শুরু থেকে দলকে তৈরি করছেন। তিরিশ নভেম্বর চলতি মরসুমের আই লিগের কিক অফ। ফলে প্রস্তুতির টপ গীয়ারে দলকে নিয়ে যেতে চাইছেন লাল হলুদ স্প্যানিশ কোচ। গতবছর আই লিগের প্রস্তুতি বিদেশে করিয়ে ছিলেন তিনি।এই মরসুমে তিনি স্পেনের মাটিতে প্রস্তুতি সারতে চেয়েছিলেন।সেরকমভাবে কথা বলে রেখেছিলেন।কিন্তু শেষপর্যন্ত বিদেশে প্রিসিজন ট্রেনিংয়ের বিষয়ে সবুজ সংকেত না মেলায় অসন্তুষ্ট হলেও হাল না ছাড়ার কথা বলেছিলেন আলেয়ান্দ্রো।একই সঙ্গে বলেছিলেন ভারতের মাটিতে কড়া ট্রেনিং করে দলকে তৈরি করবেন।প্রস্তুতির অঙ্গ হিসেবে বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলার কথাও বলেছিলেন। প্রথম ম্যাচটি নিজের দলকে দুভাগে ভাগ করে খেলানোর পরে দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলার ব্যবস্থা পরিকল্পনার অঙ্গ।তবে বিএফসি তাদের প্রথম দলটি খেলবে না। কারন সুনীল ছেত্রীরা এই মুহুর্তে আইএসএল খেলতে ব্যস্ত। প্র্যাকটিস ম্যাচে কম শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে থাকে সবাই। সেদিক থেকে ছয় নভেম্বরের ম্যাচ টি নিসন্দেহে ভাল পদক্ষেপ।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.