কলকাতা, 31 অক্টোবর : আইলিগের প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না ইস্টবেঙ্গল ৷ এবার গত বারের ISL চ্যাম্পিয়ন বেঙ্গালুরু FC-র সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে লাল-হলুদ ব্রিগেড ৷ বুধবার কোয়েসের তরফ থেকে জানানো হয়েছে 6 নভেম্বর বেঙ্গালুরুতে হবে ম্যাচটি ৷
এই মুহূর্তে আইলিগের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল ৷ আর মরশুমের শুরু থেকেই প্রস্তুতিতে কোনও প্রকার খামতি রাখতে চাইছেন না লাল-হলুদের স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রোর মেনেনদেস গার্সিয়া ৷ গতবছর আইলিগের প্রস্তুতি সেরেছিলেন বিদেশে ৷ এইবারও তিনি স্পেনের মাটিতে প্রস্তুতি সারতে চেয়েছিলেন ৷ কিন্তু সবুজ সংকেত মেলেনি ক্লাবের তরফ থেকে ৷ তাই অসন্তুষ্ট হলেও হাল ছাড়েননি স্প্যানিশ কোচ ৷ প্রস্তুতির অঙ্গ হিসেবে বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলার কথাও বলেছিলেন তিনি ৷ সেই মত প্রথম ম্যাচ নিজেদের দলকে দুই ভাগে ভাগ করে খেলানোর পর দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু FC-র মুখোমুখি হবে সদ্য শতবর্ষে পা দেওয়া ইস্টবেঙ্গল ৷
যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রথম দলকে খেলাবেনা বেঙ্গালুরু এফসি ৷ বর্তমানে ISL খেলতে ব্যস্ত সুনীলরা ৷ তাই নিজেদের রিজার্ভ টিমকেই খেলাবে বেঙ্গালুরু ৷ যদিও প্রস্তুতি ম্যাচ হিসাবে 6 নভেম্বরের ম্যাচটির গুরুত্ব অপরিসীম ৷