কলকাতা , 2 ডিসেম্বর : 30 নভেম্বর আই লিগের বল গড়ালেও ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে 4 ডিসেম্বর বুধবার । প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর । দুটো ডার্বি ছাড়া আই লিগের সব ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে খেলবে লালরিনডিকা, পিন্টু মাহাতরা । প্রতিপক্ষ রিয়াল কাশ্মীরকে শক্তিশালী বলে সমীহ করছেন লাল-হলুদ কোচ ।
একবছর আগের অভিজ্ঞতা থেকে লাল-হলুদের স্প্যানিশ হেডস্যার জানেন স্কটিশ কোচের অধীনে উপত্যকার দলটি কঠিন লড়াই ছুড়ে দিতে ভালোবাসে । নিজের দলের শক্তি নিয়ে ইতিবাচক কথা বলার পাশাপাশি রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে কাশিম আইদারার হাতে নেতৃত্বের ব্যাটন থাকবে জানিয়ে দিলেন।
কলকাতা লিগ ও ডুরান্ডে ব্যর্থতা সরিয়ে আই লিগে নতুন ভাবে ঘুরে দাড়াতে চাইছে ইস্টবেঙ্গল । প্রথমবার আলেয়ান্দ্রো পাঁচ বিদেশি খেলানোর সুযোগ পাচ্ছেন । বুধবারের ম্যাচের জন্য দল তৈরি । কিন্তু চার বিদেশি না পাঁচ বিদেশিকে রেখে একাদশ সাজাবেন তা ভাঙতে চাননি তিনি । তবে সমর্থকদের জন্যে ক্লাবের শতবর্ষের কথা মাথায় রেখেই দল ঝাঁপাবে, সেই কথা বারবার মনে করিয়ে দিয়েছেন আলেয়ান্দ্রো মেনেন্ডেজ় গার্সিয়া ।