ETV Bharat / sports

ISL আমরাও খেলব, হাত গুটিয়ে বসে নেই, বলছে ইস্টবেঙ্গল

পড়শি ক্লাব ISL খেলতে গাঁটছড়া বাঁধল বলে ইস্টবেঙ্গল বসে রয়েছে, এমন ভাবার কারণ নেই বলেই জানিয়েছে লাল হলুদ শিবির । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, যিনি ময়দানে নীতুদা নামেই বেশি পরিচিত, আজ বলেন, "ইস্টবেঙ্গল হাত গুটিয়ে বসে নেই । যদি মোহনবাগান ISL খেলে তাহলে ইস্টবেঙ্গলও খেলবে । তার জন্য অন্য ক্লাবের সঙ্গে হাত মেলাতে হবে না । "

Eastbengal
ফাইল ছবি
author img

By

Published : Jan 16, 2020, 11:50 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : আগামী মরশুমেই ISL-এ খেলতে নামছে মোহনবাগান শিবির ৷ ATK-র সঙ্গে সেইমতো গাঁটছড়াও বেঁধে ফেলেছে মোহনবাগান । এবার সেই নিয়ে মুখ খুলল বাগান শিবিরের চির-প্রতিদ্বন্দ্বী লাল হলুদ ব্রিগেড ।

পড়শি ক্লাব ISL খেলতে গাঁটছড়া বাঁধল বলে ইস্টবেঙ্গল বসে রয়েছে, এমন ভাবার কারণ নেই বলেই জানিয়েছে লাল হলুদ শিবির । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, যিনি ময়দানে নীতুদা নামেই বেশি পরিচিত, আজ বলেন, "ইস্টবেঙ্গল হাত গুটিয়ে বসে নেই । যদি মোহনবাগান ISL খেলে তাহলে ইস্টবেঙ্গলও খেলবে । তার জন্য অন্য ক্লাবের সঙ্গে হাত মেলাতে হবে না । "

দেবব্রত সরকারকে ইস্টবেঙ্গলের ISL ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই উত্তর সময় দেবে । কোনও স্পনসর এবং বিনিয়োগকারী না থাকলেও কুছ পরোয়া নেহি । সদস্য ও সমর্থকদের অর্থে ইস্টবেঙ্গল ISL খেলবে ।"

পাশাপাশি ক্লাবের সদস্য ও সমর্থকদের ডার্বির আগে দলের পাশে দাড়ানোর আর্জিও জানিয়েছেন নীতুদা । একইসঙ্গে আই লিগে দলের বাকি ম্যাচে নতুন ফুটবলার নেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেছেন তিনি ।

কলকাতা, 16 জানুয়ারি : আগামী মরশুমেই ISL-এ খেলতে নামছে মোহনবাগান শিবির ৷ ATK-র সঙ্গে সেইমতো গাঁটছড়াও বেঁধে ফেলেছে মোহনবাগান । এবার সেই নিয়ে মুখ খুলল বাগান শিবিরের চির-প্রতিদ্বন্দ্বী লাল হলুদ ব্রিগেড ।

পড়শি ক্লাব ISL খেলতে গাঁটছড়া বাঁধল বলে ইস্টবেঙ্গল বসে রয়েছে, এমন ভাবার কারণ নেই বলেই জানিয়েছে লাল হলুদ শিবির । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, যিনি ময়দানে নীতুদা নামেই বেশি পরিচিত, আজ বলেন, "ইস্টবেঙ্গল হাত গুটিয়ে বসে নেই । যদি মোহনবাগান ISL খেলে তাহলে ইস্টবেঙ্গলও খেলবে । তার জন্য অন্য ক্লাবের সঙ্গে হাত মেলাতে হবে না । "

দেবব্রত সরকারকে ইস্টবেঙ্গলের ISL ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই উত্তর সময় দেবে । কোনও স্পনসর এবং বিনিয়োগকারী না থাকলেও কুছ পরোয়া নেহি । সদস্য ও সমর্থকদের অর্থে ইস্টবেঙ্গল ISL খেলবে ।"

পাশাপাশি ক্লাবের সদস্য ও সমর্থকদের ডার্বির আগে দলের পাশে দাড়ানোর আর্জিও জানিয়েছেন নীতুদা । একইসঙ্গে আই লিগে দলের বাকি ম্যাচে নতুন ফুটবলার নেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেছেন তিনি ।

Intro:পড়শি ক্লাব আইএসএল খেলতে গাটছড়া বাধল বলে ইস্টবেঙ্গল বসে রয়েছে, এমন ভাবার কারন নেই।এভাবেই মোহনবাগান এটিকে সংযুক্তিকরন নিয়ে প্রতিক্রিয়া দেবব্রত সরকারের।ময়দানে নীতু দা নামে পরিচিত লাল হলুদ শীর্ষকর্তা বলছেন তারাও হাত গুটিয়ে বসে নেই।যদি একটি ক্লাব আইএসএল খেলে তাহলে ইস্টবেঙ্গল খেলবে।অন্য ক্লাবের নতুন ভাবে সংযুক্ত হতে হচ্ছে।ইস্টবেঙ্গলের অনেক আগেই সেই পরিকল্পনা বাস্তবায়ন করে রেখেছে।বর্তমান বিনিয়োগ কারীর সঙ্গে বিচ্ছেদ সময়ের অপেক্ষা বলা হচ্ছে।দেবব্রত সরকার বলছেন এই উত্তর সময় দেবে।কোনও স্পনসর এবং বিনিয়োগ কারী না থাকলেও কুছ পরোয়া নেহী। সদস্য সমর্থকদের অর্থে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে।
কল্যানী স্টেডিয়ামে কোয়েস সিইও সমর্থকদের হাতে নিগৃহীত।যা লাল হলুদের শীর্ষকর্তা সমর্থন করেন না।তবে এই রোষ দলের খারাপ পারফরম্যান্স থেকে জন্ম নিয়েছে বলে মনে করেন।ডার্বির আগে দলকে সমর্থনের আর্জি জানিয়েছেন।
আই লিগে দলের বাকি ম্যাচে নতুন ফুটবলার নেওয়ার পক্ষে জোরালো সওয়াল লাল হলুদ কর্তার।ডার্বির পরে কোয়েস কর্তাদের সঙ্গে বসে নতুন ফুটবলারের খোঁজ করা হবে বলে জানানো হয়েছে।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.