ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের নজরে স্প্যানিশ স্ট্রাইকার - i league

নতুন মরসুমে নিজের হাতে দল গড়ছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । ইতিমধ্যেই কোয়েস ইস্টবেঙ্গলের অফিসিয়ালদের হাতে পছন্দের তালিকা তুলে দিয়েছেন । ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের তালিকায় থাকা ফুটবলারদের সঙ্গে কথা বলছেন কর্তারা ।

eb
author img

By

Published : May 4, 2019, 1:50 AM IST

কলকাতা, 4 মে : স্পেনের দ্বিতীয় ডিভিশনের গ্রুপ ওয়ানের ক্লাব UD সানসের ফুটবলার ক্রিশ্চিয়ান পেরালেসকে দলে নিতে চায় ইস্টবেঙ্গল । সূত্রের খবর, এই স্ট্রাইকারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে কর্তাদের ।

নতুন মরসুমে নিজের হাতে দল গড়ছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । ইতিমধ্যেই কোয়েস ইস্টবেঙ্গলের অফিসিয়ালদের হাতে পছন্দের তালিকা তুলে দিয়েছেন । ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের তালিকায় থাকা ফুটবলারদের সঙ্গে কথা বলছেন কর্তারা । কোচ নিজে নতুন মরসুমে বিদেশি ফুটবলার বাছবেন । ইতিমধ্যে স্পেনে ফিরে গিয়েছেন । সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্পেনের দ্বিতীয় ডিভিশনের বিভিন্ন ক্লাবের ফুটবলারদের সঙ্গে কথা বলছেন । দুই সহকারী মারিও এবং নোদার বিদেশি ফুটবলার বেছে নেওয়ার কাজে আলেয়ান্দ্রোকে সাহায্য করছেন ।

সেখান থেকেই ক্রিশ্চিয়ান পেরালেসকে পছন্দ হয়েছে আলেয়ান্দ্রোর। 29 বছর বয়সি স্ট্রাইকার ছয় ফুট লম্বা । গোল করার ক্ষেত্রেও পারদর্শী । দুই পায়ে জোরালো শট মারতে পারেন । হেড করতেও দক্ষ । এই স্ট্রাইকারের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে বলে খবর । এর পাশাপাশি বেঙ্গালুরু FC-র আলবার্ট সেরানের সঙ্গেও কথা হয়েছে লাল হলুদ রিক্রুটারদের । শক্তিশালী দল গড়ার ক্ষেত্রে কোনও কার্পণ্য করতে চায় না কোয়েস কর্তারা । গত মরসুমের বেশিরভাগ ফুটবলারকে দলে রাখাই উদ্দেশ্য । নতুন মরসুমে স্পেনে প্রস্তুতি শিবির করার পরিকল্পনা রয়েছে । তবে সেব্যাপারে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এখনও কোনও শিডিউল দেননি । তবে নতুনভাবে ইস্টবেঙ্গলকে গড়ে তোলাই যে লক্ষ্য তা জানানো হয়েছে ।

কলকাতা, 4 মে : স্পেনের দ্বিতীয় ডিভিশনের গ্রুপ ওয়ানের ক্লাব UD সানসের ফুটবলার ক্রিশ্চিয়ান পেরালেসকে দলে নিতে চায় ইস্টবেঙ্গল । সূত্রের খবর, এই স্ট্রাইকারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে কর্তাদের ।

নতুন মরসুমে নিজের হাতে দল গড়ছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । ইতিমধ্যেই কোয়েস ইস্টবেঙ্গলের অফিসিয়ালদের হাতে পছন্দের তালিকা তুলে দিয়েছেন । ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের তালিকায় থাকা ফুটবলারদের সঙ্গে কথা বলছেন কর্তারা । কোচ নিজে নতুন মরসুমে বিদেশি ফুটবলার বাছবেন । ইতিমধ্যে স্পেনে ফিরে গিয়েছেন । সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্পেনের দ্বিতীয় ডিভিশনের বিভিন্ন ক্লাবের ফুটবলারদের সঙ্গে কথা বলছেন । দুই সহকারী মারিও এবং নোদার বিদেশি ফুটবলার বেছে নেওয়ার কাজে আলেয়ান্দ্রোকে সাহায্য করছেন ।

সেখান থেকেই ক্রিশ্চিয়ান পেরালেসকে পছন্দ হয়েছে আলেয়ান্দ্রোর। 29 বছর বয়সি স্ট্রাইকার ছয় ফুট লম্বা । গোল করার ক্ষেত্রেও পারদর্শী । দুই পায়ে জোরালো শট মারতে পারেন । হেড করতেও দক্ষ । এই স্ট্রাইকারের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে বলে খবর । এর পাশাপাশি বেঙ্গালুরু FC-র আলবার্ট সেরানের সঙ্গেও কথা হয়েছে লাল হলুদ রিক্রুটারদের । শক্তিশালী দল গড়ার ক্ষেত্রে কোনও কার্পণ্য করতে চায় না কোয়েস কর্তারা । গত মরসুমের বেশিরভাগ ফুটবলারকে দলে রাখাই উদ্দেশ্য । নতুন মরসুমে স্পেনে প্রস্তুতি শিবির করার পরিকল্পনা রয়েছে । তবে সেব্যাপারে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এখনও কোনও শিডিউল দেননি । তবে নতুনভাবে ইস্টবেঙ্গলকে গড়ে তোলাই যে লক্ষ্য তা জানানো হয়েছে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.