ETV Bharat / sports

বার্সেলোনার সঙ্গে গাটছড়া বাঁধার চেষ্টায় ইস্টবেঙ্গল - india

বেঙ্গালুরুতে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার অফিসে বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসেছিলেন কোয়েস কর্তারা। স্প্যানিশ ক্লাবের সঙ্গে গাটছড়া বাঁধার প্রাথমিক প্রক্রিয়া শুরু ইস্টবেঙ্গলের।

বার্সেলোনার সঙ্গে গাটছড়া বাঁধার চেষ্টায় ইস্টবেঙ্গল
author img

By

Published : Apr 25, 2019, 11:53 AM IST

কলকাতা, 25 এপ্রিল : স্প্যানিশ ক্লাবের সঙ্গে এবার গাটছড়া বাঁধার প্রাথমিক প্রক্রিয়া শুরু করল ইস্টবেঙ্গল। গতকাল লিওনেল মেসির ক্লাব বার্সেলোনা FC-র সিনিয়র অফিসিয়ালরা কোয়েস কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। বেঙ্গালুরুতে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই ক্লাবের সিনিয়র অফিসিয়ালরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

এই আলোচনার আয়োজন করেছিল বার্সেলোনার আর্থিক পৃষ্ঠপোষক সংস্থা। এই সংস্থাটি বার্সেলোনার গ্লোবাল ইনোভেশন পার্টনার। কীভাবে ক্লাবের ইমেজ বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে তা নিয়ে বার্সেলোনার পৃষ্ঠপোষক সংস্থা পরামর্শ দেন। বার্সেলোনার মত বিশ্ববিখ্যাত স্প্যানিশ ক্লাবের কাছ থেকে পরামর্শ পেয়ে খুশি ইস্টবেঙ্গল ক্লাবের চেয়ারম্যান অজিত আইজ়্যাক। তবে সেই গাটছড়া সম্পন্ন হলে কীভাবে ইস্টবেঙ্গলের সঙ্গে স্প্যানিশ ক্লাবটি কাজ করবে তা জানানো হয়নি।

গতবছর ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগকারী সংস্থা হিসেবে যোগ দেওয়ার পর থেকেই স্প্যানিশ ফুটবলের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে তারা। আই লিগে দলের কোচিংয়ের দায়িত্ব তুলে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের যুব দলের কোচিং স্টাফের অন্যতম সদস্য আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার হাতে। তিনি আবার মোরিনহোর সহকারি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। দলের বিদেশি ফুটবলারদের সিংহভাগ ছিলেন স্প্যানিশ। ইতিমধ্যে আলেয়ান্দ্রোর সঙ্গে আগামী দুবছরের জন্য চুক্তি করেছে ইস্টবেঙ্গল। নতুন মরসুমে ভালো মানের বিদেশি ফুটবলার নিয়ে আসার চেষ্টায় কোচ আলেয়ান্দ্রো। দলের প্রিসিজ়ন ট্রেনিং হওয়ার কথা স্পেনে। কোচ ইতিমধ্যেই ক্লাবকে নিয়ে বড় পরিকল্পনা তৈরির কথা বলেছেন। এরই মাঝে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টার শুরু। ইস্টবেঙ্গগলে এখন স্প্যানিশ হাওয়া সয়ের অপেক্ষা।

কলকাতা, 25 এপ্রিল : স্প্যানিশ ক্লাবের সঙ্গে এবার গাটছড়া বাঁধার প্রাথমিক প্রক্রিয়া শুরু করল ইস্টবেঙ্গল। গতকাল লিওনেল মেসির ক্লাব বার্সেলোনা FC-র সিনিয়র অফিসিয়ালরা কোয়েস কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। বেঙ্গালুরুতে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই ক্লাবের সিনিয়র অফিসিয়ালরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

এই আলোচনার আয়োজন করেছিল বার্সেলোনার আর্থিক পৃষ্ঠপোষক সংস্থা। এই সংস্থাটি বার্সেলোনার গ্লোবাল ইনোভেশন পার্টনার। কীভাবে ক্লাবের ইমেজ বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে তা নিয়ে বার্সেলোনার পৃষ্ঠপোষক সংস্থা পরামর্শ দেন। বার্সেলোনার মত বিশ্ববিখ্যাত স্প্যানিশ ক্লাবের কাছ থেকে পরামর্শ পেয়ে খুশি ইস্টবেঙ্গল ক্লাবের চেয়ারম্যান অজিত আইজ়্যাক। তবে সেই গাটছড়া সম্পন্ন হলে কীভাবে ইস্টবেঙ্গলের সঙ্গে স্প্যানিশ ক্লাবটি কাজ করবে তা জানানো হয়নি।

গতবছর ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগকারী সংস্থা হিসেবে যোগ দেওয়ার পর থেকেই স্প্যানিশ ফুটবলের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে তারা। আই লিগে দলের কোচিংয়ের দায়িত্ব তুলে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের যুব দলের কোচিং স্টাফের অন্যতম সদস্য আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার হাতে। তিনি আবার মোরিনহোর সহকারি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। দলের বিদেশি ফুটবলারদের সিংহভাগ ছিলেন স্প্যানিশ। ইতিমধ্যে আলেয়ান্দ্রোর সঙ্গে আগামী দুবছরের জন্য চুক্তি করেছে ইস্টবেঙ্গল। নতুন মরসুমে ভালো মানের বিদেশি ফুটবলার নিয়ে আসার চেষ্টায় কোচ আলেয়ান্দ্রো। দলের প্রিসিজ়ন ট্রেনিং হওয়ার কথা স্পেনে। কোচ ইতিমধ্যেই ক্লাবকে নিয়ে বড় পরিকল্পনা তৈরির কথা বলেছেন। এরই মাঝে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টার শুরু। ইস্টবেঙ্গগলে এখন স্প্যানিশ হাওয়া সয়ের অপেক্ষা।

Intro:ক্যাডি থেকে গল্ফার হওয়ার গল্প এখন নতুন নয়। গলফ সার্কিটে বহু গলফার রয়েছেন যাদের শুরুটা হয়ে ছিল ক্যাডি হিসেবে। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলাদেশের বাদল হোসেনের নাম। খেলাচ্ছলে গলফের সঙ্গে যোগাযোগ।ধীরে ধীরে ভালবাসা। এখন পেশাদার সার্কিটে নজর কাড়তে চান বাংলাদেশের বাদল হোসেন।


Body:শেখ জামশেদ আলি,এস এসপি চৌরাশিয়া, টাইগার উডসের সঙ্গে এক তালিকায় ওপার বাংলার বাদল হোসেন। বাংলাদেশের উঠতি গলফার দের উজ্বল মুখ। কলকাতায় টলি ক্লাবের গলফ কোর্সে এখন চলছে বেঙ
গল ওপেন। দেশের প্রথম সারির গলফাররা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে পাল্লা দিচ্ছেন ওপার বাংলার বাদল। পদ্মাপাড়ের ক্রীড়াঙ্গনে যখন ক্রিকেট ফুটবলের দাপট তখন বাদল হোসেন ভিন্ন ধারার ক্রীড়া ব্যক্তিত্ব। গতবছর থেকে ভারতীয় সার্কিটে খেললেও কলকাতায় প্রথমবার খেলছেন। আপাতত খেতাবের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথাগত গলফের হাতে কলমে শিক্ষা বাদল হোসেনের নেই। শুরু টা করে ছিলেন বলবয় হিসেবে। তারপর পড়াশোনা র জন্য সাময়িক গলফ থেকে দূরে সরে থাকা। ফের প্রত্যাবর্তন। এবার ক্যাডি হিসেবে কাজ শুরু। সঙ্গে গলফ চর্চা। বাংলাদেশের অন্য সকলের মত বাদল হোসেনও ক্রিকেটার হতে চেয়েছিলেন।কিন্তু খরচ চালাতে হিমশিম খেয়ে গলফ খেলাকে আকড়ে ধরা। সেখানেও অর্থ সমস্যা। কোনও স্পনসর নেই বাদল হোসেনের। বাংলাদেশের গলফ সার্কিটে নিয়মিত খেলে পেশাদার গলফে হাত পাকাচ্ছেন। বেঙ্গল ওপেনে খেলতে এসে এস এস পি চৌরাশিয়ার সঙ্গে কথা হয়েছে। তার উত্থানের গল্প লড়াইয়ের কথা শুনে অনুপ্রাণিত হয়েছেন। দেখা হয়েছে আদর্শ টাইগার উডসের সঙ্গে ও। প্রতিকুলতা ছাপিয়ে এগিয়ে চলার শপথ বাদল হোসেনের গলায়। বেঙ্গল ওপেনে গলফ টুর্নামেন্ট খেতাব কার হাতে উঠবে তা আগামী কয়েক দিনের পারফরম্যান্স নির্ধারণ করবে। তবে টালি ক্লাবে ওপার বাংলা র তারকা গলফের নবজন্ম হল বলা যায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.