ETV Bharat / sports

আলেয়ান্দ্রোকে ছাড়াই অনুশীলন শুরু ইস্টবেঙ্গলের

এখনও আসেননি কোচ ৷ তাঁকে ছাড়াই অনুশীলন শুরু ইস্টবেঙ্গলের ৷

ইস্টবেঙ্গল
author img

By

Published : Oct 16, 2019, 7:47 PM IST

কলকাতা, 16 অক্টোবর : :ডুরান্ড ও কলকাতা লিগ জিততে না পারার ব্যর্থতা ভুলে আই লিগকে পাখির চোখ করতে চায় ইস্টবেঙ্গল । পুজোর ছুটি শেষ করে আজ থেকে অনুশীলনে নামল লাল-হলুদ ব্রিগেড । তবে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া এখনও আসেননি । শোনা যাচ্ছে, তিনি আগামীকাল অনুশীলনে যোগ দেবেন ।

আজ অনুশীলনে মোটের উপর ফিটনেস ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হয় । কার্লোস নোদার ফুটবলারদের ফিটনেস নিয়ে ব্যস্ত ছিলেন । বোরহা ফার্নান্দেজ় ছাড়া বাকি সব বিদেশি প্রথম দিনের অনুশীলনে ছিলেন । একমাস পরে আই লিগ । মাঝের সময়ে দলকে তৈরি করতে প্রাক-অনুশীলন পর্ব এবার কলকাতায় করছে ইস্টবেঙ্গল । যদিও আগে বলা হয়েছিল, গত বছরের মতো এবারও লাল-হলুদ ব্রিগেড বিদেশে প্রি-সিজ়ন করবে । এই নিয়ে কোচ আলেয়ান্দ্রোর মনক্ষুণ্ণ হয়েছেন বলে জল্পনা । গত মরশুমে আই লিগের ঠিক আগে দায়িত্ব নিয়েছিলেন ৷ দলকে রানার্সও করেছিলেন । এ বছর প্রত্যাশার চাপ বেশি । ফলে আই লিগ খেতাব লাল-হলুদ তাঁবুতে না ঢুকলে সমর্থকদের রোষ আছড়ে পড়বে বলেই ময়দানের গুঞ্জন ।

মরশুমের শুরুতে ডুরান্ড ও কলকাতা লিগকে প্রস্তুতি টুর্নামেন্ট বলে গুরুত্ব না দেওয়ার বিষয়টিকে ভালোভাবে নেননি সমর্থকরা । তার উপর লিগের শেষ ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে খেলতে না নামায় সমালোচনার ঝড় উঠেছিল । এই অবস্থায় আই লিগে অদৃশ্য চাপ দলের উপর রয়েছেই । দলের উঠতি তারকা পিন্টু মাহাত বলছেন, "মরশুমের শুরুতে দুটো টুর্নামেন্টের ব্যর্থতা আমাদের কাছে অতীত । এখন খোলা মনে আই লিগের জন্যে তৈরি হতে চাই ।" ভালোভাবে তৈরি হওয়ার জন্য, মাঝের এক মাসে অনু্শীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন পিন্টু । তাঁর মতে, "এতে প্রস্তুতি সঠিক হবে ।" তবে বিষয়টি কোচের উপরেই ছাড়তে চান তিনি ।

গত বছর বিদেশে প্রাক-অনুশীলন পর্বের সময় ইস্টবেঙ্গল তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ।

কলকাতা, 16 অক্টোবর : :ডুরান্ড ও কলকাতা লিগ জিততে না পারার ব্যর্থতা ভুলে আই লিগকে পাখির চোখ করতে চায় ইস্টবেঙ্গল । পুজোর ছুটি শেষ করে আজ থেকে অনুশীলনে নামল লাল-হলুদ ব্রিগেড । তবে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া এখনও আসেননি । শোনা যাচ্ছে, তিনি আগামীকাল অনুশীলনে যোগ দেবেন ।

আজ অনুশীলনে মোটের উপর ফিটনেস ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হয় । কার্লোস নোদার ফুটবলারদের ফিটনেস নিয়ে ব্যস্ত ছিলেন । বোরহা ফার্নান্দেজ় ছাড়া বাকি সব বিদেশি প্রথম দিনের অনুশীলনে ছিলেন । একমাস পরে আই লিগ । মাঝের সময়ে দলকে তৈরি করতে প্রাক-অনুশীলন পর্ব এবার কলকাতায় করছে ইস্টবেঙ্গল । যদিও আগে বলা হয়েছিল, গত বছরের মতো এবারও লাল-হলুদ ব্রিগেড বিদেশে প্রি-সিজ়ন করবে । এই নিয়ে কোচ আলেয়ান্দ্রোর মনক্ষুণ্ণ হয়েছেন বলে জল্পনা । গত মরশুমে আই লিগের ঠিক আগে দায়িত্ব নিয়েছিলেন ৷ দলকে রানার্সও করেছিলেন । এ বছর প্রত্যাশার চাপ বেশি । ফলে আই লিগ খেতাব লাল-হলুদ তাঁবুতে না ঢুকলে সমর্থকদের রোষ আছড়ে পড়বে বলেই ময়দানের গুঞ্জন ।

মরশুমের শুরুতে ডুরান্ড ও কলকাতা লিগকে প্রস্তুতি টুর্নামেন্ট বলে গুরুত্ব না দেওয়ার বিষয়টিকে ভালোভাবে নেননি সমর্থকরা । তার উপর লিগের শেষ ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে খেলতে না নামায় সমালোচনার ঝড় উঠেছিল । এই অবস্থায় আই লিগে অদৃশ্য চাপ দলের উপর রয়েছেই । দলের উঠতি তারকা পিন্টু মাহাত বলছেন, "মরশুমের শুরুতে দুটো টুর্নামেন্টের ব্যর্থতা আমাদের কাছে অতীত । এখন খোলা মনে আই লিগের জন্যে তৈরি হতে চাই ।" ভালোভাবে তৈরি হওয়ার জন্য, মাঝের এক মাসে অনু্শীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন পিন্টু । তাঁর মতে, "এতে প্রস্তুতি সঠিক হবে ।" তবে বিষয়টি কোচের উপরেই ছাড়তে চান তিনি ।

গত বছর বিদেশে প্রাক-অনুশীলন পর্বের সময় ইস্টবেঙ্গল তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ।

Intro:ডুরান্ড ও কলকাতা লিগ জিততে না পারার ব্যর্থতা ভুলে আই লিগে চোখ রাখতে চায় ইস্টবেঙ্গল। লিগ ও শেষ হওয়ার পরে পূজোর ছুটি শেষ করে অনুশীলনে নামল লাল হলুদ ব্রিগেড। কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া আসেননি। শোনা যাচ্ছে তিনি বৃহস্পতিবার যোগ দেবেন। বুধবার অনুশীলনে মোটের ওপর ফিটনেস ট্রেনিংয়ের ওপর জোর দেওয়া হয়। কার্লোস নোদার ফুটবলারদের ফিটনেস নিয়ে ব্যস্ত ছিলেন। বোরহা ফার্নান্দেজ ছাড়া বাকি সব বিদেশি প্রথম দিনের অনুশীলনে ছিলেন। একমাস পরে আই লিগ। মাঝের সময়ে দলকে তৈরি করতে প্রিসিজন এবছর কলকাতায় করবে ইস্টবেঙ্গল। যদিও আগে বলা হয়েছিল গতবছরের মত এবারও লাল হলুদ ব্রিগেড বিদেশে প্রিসিজন করবে। এই নিয়ে কোচ আলেয়ান্দ্রো মনক্ষুন্ন বলে জল্পনা রয়েছে। গত মরসুমে আই লিগের আগে দায়িত্ব নিয়ে দলকে রানার্স করেছিলেন তিনি। এবছর প্রত্যাশার চাপ বেশি।ফলে আই লিগে খেতাব না আসলে সমর্থকদের রোষ আছড়ে পড়বে। মরশুমের শুরুতে ডুরান্ড ও কলকাতা লিগকে প্রস্তুতি টুর্নামেন্ট বলে গুরুত্ব না দেওয়া সমর্থকরা ভালো ভাবে নেননি। তার ওপর লিগের শেষ ম্যাচে কাস্টমস কে ওয়াকওভার দেওয়ায় সমালোচনার ঝড় বয়েছে। এই অবস্থায় আই লিগে অদৃশ্য চাপ দলের ওপর থাকবে। পিন্টু মাহাতা বলেছেন মরসুমের শুরুতে দুটো টুর্নামেন্টের ব্যর্থতা তাদের কাছে অতীত। তারা এখন খোলা মনে আই লিগের জন্যে তৈরি হতে চান।মাঝের একমাসে প্র্যাকটিসের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বলেছেন। পিন্টুর মতে তাহলে প্রস্তুতি সঠিক হবে।তবে এবিষয়টি কোচের ওপর ছাড়তে চান। গতবছর বিদেশে প্রিসিজন করার সময় ইস্টবেঙ্গল তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল।


Body:প্র্যাকটিস


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.