ETV Bharat / sports

লালথুয়ামাওয়াইয়া রালতেকে দলে নিল ইস্টবেঙ্গল - goal keeper

প্রতিবছর ইস্টবেঙ্গলকে চিন্তায় রাখে গোলরক্ষা । এবার তাই আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ।

a
author img

By

Published : Jun 14, 2019, 11:43 PM IST

কলকাতা, 14 জুন : সহকারি কোচ নিয়োগের 24 ঘণ্টার মধ্যে গোলরক্ষক লালথুয়ামাওয়াইয়া রালতেকে দলে নিল ইস্টবেঙ্গল । 26 বছর বয়সী গোলরক্ষক বেঙ্গালুরু FC-র হয়ে 2015 সালে AFC কাপ ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে । 2016 সালে বেঙ্গালুরুর হয়ে আইলিগ জয়েরও অন্যতম সদস্য ছিলেন তিনি । তাঁকে একবছরের লোনে FC গোয়া থেকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ।

ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া BFC-র এই তরুণ গোলরক্ষককে দলে নেওয়ার ব্যাপারে প্রথম থেকে আগ্রহী ছিলেন । নতুন মরসুমে দল গড়ার সময় রিক্রুটারদের নির্দেশ দিয়েছিলেন রালতেকে দলে নিতে ।


লাল হলুদের পক্ষে সই করার পরে মিজোরামের তরুণ গোলরক্ষক বলেছেন ছোটবেলা থেকে ইস্টবেঙ্গলের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন । মিজ়োরামে প্রতিটি বাড়িতে ইস্টবেঙ্গল নামটি পরিচিত । মিজোরাম থেকে টুলুঙ্গা সহ একাধিক ফুটবলার কলকাতায় খেলেছেন । বেঙ্গালুরু থেকে কলকাতায় প্রথমবার খেলতে আসার আগে তরুণ মিজ়ো গোলরক্ষক বলেছেন লাল হলুদ সমর্থকদের স্বপ্নপূরণ করাই একমাত্র লক্ষ্য ।

গত মরসুমে উবেইদ, মিরশাদের মত গোলরক্ষক দলে থাকলেও ইস্টবেঙ্গলের অন্যতম চিন্তা ছিল গোলরক্ষা । নতুন মরসুমে তাই প্রথম থেকে ভালো গোলরক্ষক নিতে ঝাঁপিয়েছিলেন লাল হলুদ কর্তারা । লালথুয়ামাওয়াইয়া রালতেকে দলে নেওয়া সেই ভাবনারই বাস্তবায়ন ।

  • QEBFC is pleased to announce the signing of Lalthuammawia Ralte from FC Goa on a one year loan. The 26 year old Mizo goalkeeper has played in The AFC cup final for JSW Bengaluru FC in 2015 and also was part of the I league winning team of JSW Bengaluru FC in 2016#QEBFC pic.twitter.com/5TpWbspEHF

    — Quess East Bengal FC (@eastbengalfc) June 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 14 জুন : সহকারি কোচ নিয়োগের 24 ঘণ্টার মধ্যে গোলরক্ষক লালথুয়ামাওয়াইয়া রালতেকে দলে নিল ইস্টবেঙ্গল । 26 বছর বয়সী গোলরক্ষক বেঙ্গালুরু FC-র হয়ে 2015 সালে AFC কাপ ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে । 2016 সালে বেঙ্গালুরুর হয়ে আইলিগ জয়েরও অন্যতম সদস্য ছিলেন তিনি । তাঁকে একবছরের লোনে FC গোয়া থেকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ।

ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া BFC-র এই তরুণ গোলরক্ষককে দলে নেওয়ার ব্যাপারে প্রথম থেকে আগ্রহী ছিলেন । নতুন মরসুমে দল গড়ার সময় রিক্রুটারদের নির্দেশ দিয়েছিলেন রালতেকে দলে নিতে ।


লাল হলুদের পক্ষে সই করার পরে মিজোরামের তরুণ গোলরক্ষক বলেছেন ছোটবেলা থেকে ইস্টবেঙ্গলের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন । মিজ়োরামে প্রতিটি বাড়িতে ইস্টবেঙ্গল নামটি পরিচিত । মিজোরাম থেকে টুলুঙ্গা সহ একাধিক ফুটবলার কলকাতায় খেলেছেন । বেঙ্গালুরু থেকে কলকাতায় প্রথমবার খেলতে আসার আগে তরুণ মিজ়ো গোলরক্ষক বলেছেন লাল হলুদ সমর্থকদের স্বপ্নপূরণ করাই একমাত্র লক্ষ্য ।

গত মরসুমে উবেইদ, মিরশাদের মত গোলরক্ষক দলে থাকলেও ইস্টবেঙ্গলের অন্যতম চিন্তা ছিল গোলরক্ষা । নতুন মরসুমে তাই প্রথম থেকে ভালো গোলরক্ষক নিতে ঝাঁপিয়েছিলেন লাল হলুদ কর্তারা । লালথুয়ামাওয়াইয়া রালতেকে দলে নেওয়া সেই ভাবনারই বাস্তবায়ন ।

  • QEBFC is pleased to announce the signing of Lalthuammawia Ralte from FC Goa on a one year loan. The 26 year old Mizo goalkeeper has played in The AFC cup final for JSW Bengaluru FC in 2015 and also was part of the I league winning team of JSW Bengaluru FC in 2016#QEBFC pic.twitter.com/5TpWbspEHF

    — Quess East Bengal FC (@eastbengalfc) June 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:লালথুয়ামাওয়াইয়া রালতেকে দলে নিল ইস্টবেঙ্গল

কলকাতা,১৪ জুনঃ সহকারী কোচ নিয়োগের ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে গোলরক্ষক লালথুয়ামাওয়াইয়া রালতেকে দলে নিল ইস্টবেঙ্গল। ২৬ বছর বয়সী গোলরক্ষক বেঙ্গালেরু এফসির হয়ে ২০১৫ সালে এএফসি কাপ ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সালে বেঙ্গালেরুর হয়ে আই লিগ জয়েরও অন্যতম সদস্য ছিলেন তিনি। ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া বিএফসির এই তরুন গোলরক্ষককে দলে নেওয়ার ব্যাপারে প্রথম থেকে আগ্রহী ছিলেন। নতুন মরসুমে দল গড়ার সময় রিক্রুটারদের নির্দেশ দিয়েছিলেন রালতেকে দলে নিতে।
লাল হলুদের পক্ষে সই করার পরে মিজোরামের তরুন গোলরক্ষক বলেছেন ছোটবেলা থেকে ইস্টবেঙ্গলের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন। মিজোরামে প্রতিটি বাড়িতে ইস্টবেঙ্গল নামটি পরিচিত। মিজোরাম থেকে টুলুঙ্গা সহ একাধিক ফুটবলার কলকাতায় খেলেছেন। বেঙ্গালেরু থেকে কলকাতায় প্রথমবার খেলতে আসার আগে তরুন মিজো গোলরক্ষক বলেছেন লাল হলুদ সমর্থকদের স্বপ্ন পূরন করাই একমাত্র লক্ষ্য।
গত মরসুমে উবেইদ,মিরশাদের মত গোলরক্ষক দলে থাকলেও ইস্টবেঙ্গলের অন্যতম চিন্তা ছিল গোলরক্ষা। নতুন মরসুমে তাই প্রথম থেকে ভালো গোলরক্ষক নিতে ঝাপিয়ে ছিল লাল হলুদ কর্তারা। লালথুয়ামাওয়াইয়া রালতেকে দলে নেওয়া সেই ভাবনার বাস্তবায়ন।Body:EbConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.