কলকাতা, 12 অক্টোবর : কাসিম আইদারা ও জেমস কোলাডো ছাড়া দলের বাকি চার বিদেশি ফুটবলারকে আই লিগের আগে ছেড়ে দেওয়ার জোরালো সুপারিশ করলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা । আজ বিকেলে ক্লাবের বিনিয়োগকারী সংস্থা কোয়েসের সঙ্গে আলোচনায় বসেছিলেন লাল হলুদ কর্তারা । কোয়েসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন অন্যতম শীর্ষকর্তা সুব্রত নাগ । ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে প্রতিনিধিত্ব করেন শীর্ষকর্তা দেবব্রত সরকার ও কার্যকরী কমিটির সদস্য সৈকত গঙ্গোপাধ্যায় । এ দিনের বৈঠকে চলতি মরশুমের শুরুতে ডুরান্ড কাপ ও কলকাতা লিগের ব্যর্থতা নিয়ে আলোচনা হয় । বিশেষ করে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার এই দু'টো টুর্নামেন্ট ঘিরে গুরুত্ব না দিতে চাওয়ার মানসিকতার কড়া সমালোচনা করা হয় । ক্লাব এ বছর শতবর্ষ পালন করছে । সেখানে দল গঠনের ত্রুটি নিয়ে সরব হন শীর্ষকর্তা দেবব্রত সরকার । কোচের উপর অনাস্থা প্রকাশও করেন তারা ।
পরিস্থিতি সামাল দিতে ক্লাবের তরফে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে । এক, কোলাডো ও কাশিম আইদারাকে রেখে বোরহা ফার্নান্দেজ, মার্তি ক্রিসপি, জোয়ান মেরে গঞ্জালেস ও মার্কোসকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন । চলতি মরসুমের ছয় বিদেশি ফুটবলারই কোচের পছন্দে সই করেছেন । দুই, ভারতীয় ফুটবলারদের যোগ্যতা নিয়ে সন্দিহান কর্তারা । আই লিগের জন্য যুদ্ধকালীন তৎপরতায় ভারতীয় ফুটবলার নেওয়ার কথা বলেছেন কর্তারা । সেই ফুটবলারদের ব্যয়ভার বিনিয়োগ সংস্থা নয় ক্লাব বহন করবে বলে কর্তারা জানিয়েছেন । এবং তিন, কর্তারা বলেছেন সদস্য সমর্থকরা আই লিগ এই দল জিততে পারবে কি না সে ব্যাপারে সংশয়ে । তাদের আশঙ্কা ইস্টবেঙ্গল আসন্ন আই লিগে খেতাবের দৌড়ে নয়, অবনমন বাঁচানোর চেষ্টায় থাকবে । তাই দলের দ্রুত সংস্কার প্রয়োজন ।
আজকের বৈঠকে কোয়েস ও ইস্টবেঙ্গলের সম্পর্কের মেয়াদ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে । দু'পক্ষই সম্মানজনক পথে বিচ্ছেদের রাস্তায় হাঁটতে আইনি পরামর্শ নিতে চলেছে । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন কোয়েস তাদের আর্থিক অবনতির কথা প্রকারন্তরে মেনে নিয়েছে । বিদেশি ফুটবলার পরিবর্তনের জোরালো দাবি, কোচের প্রতি অনাস্থা প্রকাশ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া কতটা ভালোভাবে নেবেন তা নিয়ে সংশয় রয়েছে । তিনি যাবতীয় কথা শুধুমাত্র কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাকের সঙ্গে বলেন । তার অনুরোধে ভারতে কোচিং করতে এসেছিলেন । ক্লাবে কোয়েসের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলে তাঁকে আর না দেখা যেতে পারে বলে ময়দানের আশঙ্কা । এমনকি এই বৈঠকের খবর স্পেনে তার কাছে পৌছে গিয়েছে বলেও খবর । সেক্ষেত্রে তিনি যদি ভারতে ফেরার বিমান আর না ধরেন সেটাও আশ্চর্যের হবে না ।