ETV Bharat / sports

কোলাডো, কাসিম ছাড়া বাকি বিদেশিদের ছাড়ার দাবি ইস্টবেঙ্গলের

কাসিম আইদারা ও জেমস কোলাডো ছাড়া দলের বাকি চার বিদেশি ফুটবলারকে আই লিগের আগে ছেড়ে দেওয়ার জোরালো সুপারিশ করলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 12, 2019, 11:25 PM IST

কলকাতা, 12 অক্টোবর : কাসিম আইদারা ও জেমস কোলাডো ছাড়া দলের বাকি চার বিদেশি ফুটবলারকে আই লিগের আগে ছেড়ে দেওয়ার জোরালো সুপারিশ করলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা । আজ বিকেলে ক্লাবের বিনিয়োগকারী সংস্থা কোয়েসের সঙ্গে আলোচনায় বসেছিলেন লাল হলুদ কর্তারা । কোয়েসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন অন্যতম শীর্ষকর্তা সুব্রত নাগ । ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে প্রতিনিধিত্ব করেন শীর্ষকর্তা দেবব্রত সরকার ও কার্যকরী কমিটির সদস্য সৈকত গঙ্গোপাধ্যায় । এ দিনের বৈঠকে চলতি মরশুমের শুরুতে ডুরান্ড কাপ ও কলকাতা লিগের ব্যর্থতা নিয়ে আলোচনা হয় । বিশেষ করে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার এই দু'টো টুর্নামেন্ট ঘিরে গুরুত্ব না দিতে চাওয়ার মানসিকতার কড়া সমালোচনা করা হয় । ক্লাব এ বছর শতবর্ষ পালন করছে । সেখানে দল গঠনের ত্রুটি নিয়ে সরব হন শীর্ষকর্তা দেবব্রত সরকার । কোচের উপর অনাস্থা প্রকাশও করেন তারা ।

পরিস্থিতি সামাল দিতে ক্লাবের তরফে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে । এক, কোলাডো ও কাশিম আইদারাকে রেখে বোরহা ফার্নান্দেজ, মার্তি ক্রিসপি, জোয়ান মেরে গঞ্জালেস ও মার্কোসকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন । চলতি মরসুমের ছয় বিদেশি ফুটবলারই কোচের পছন্দে সই করেছেন । দুই, ভারতীয় ফুটবলারদের যোগ্যতা নিয়ে সন্দিহান কর্তারা । আই লিগের জন্য যুদ্ধকালীন তৎপরতায় ভারতীয় ফুটবলার নেওয়ার কথা বলেছেন কর্তারা । সেই ফুটবলারদের ব্যয়ভার বিনিয়োগ সংস্থা নয় ক্লাব বহন করবে বলে কর্তারা জানিয়েছেন । এবং তিন, কর্তারা বলেছেন সদস্য সমর্থকরা আই লিগ এই দল জিততে পারবে কি না সে ব্যাপারে সংশয়ে । তাদের আশঙ্কা ইস্টবেঙ্গল আসন্ন আই লিগে খেতাবের দৌড়ে নয়, অবনমন বাঁচানোর চেষ্টায় থাকবে । তাই দলের দ্রুত সংস্কার প্রয়োজন ।

আজকের বৈঠকে কোয়েস ও ইস্টবেঙ্গলের সম্পর্কের মেয়াদ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে । দু'পক্ষই সম্মানজনক পথে বিচ্ছেদের রাস্তায় হাঁটতে আইনি পরামর্শ নিতে চলেছে । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন কোয়েস তাদের আর্থিক অবনতির কথা প্রকারন্তরে মেনে নিয়েছে । বিদেশি ফুটবলার পরিবর্তনের জোরালো দাবি, কোচের প্রতি অনাস্থা প্রকাশ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া কতটা ভালোভাবে নেবেন তা নিয়ে সংশয় রয়েছে । তিনি যাবতীয় কথা শুধুমাত্র কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাকের সঙ্গে বলেন । তার অনুরোধে ভারতে কোচিং করতে এসেছিলেন । ক্লাবে কোয়েসের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলে তাঁকে আর না দেখা যেতে পারে বলে ময়দানের আশঙ্কা । এমনকি এই বৈঠকের খবর স্পেনে তার কাছে পৌছে গিয়েছে বলেও খবর । সেক্ষেত্রে তিনি যদি ভারতে ফেরার বিমান আর না ধরেন সেটাও আশ্চর্যের হবে না ।

কলকাতা, 12 অক্টোবর : কাসিম আইদারা ও জেমস কোলাডো ছাড়া দলের বাকি চার বিদেশি ফুটবলারকে আই লিগের আগে ছেড়ে দেওয়ার জোরালো সুপারিশ করলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা । আজ বিকেলে ক্লাবের বিনিয়োগকারী সংস্থা কোয়েসের সঙ্গে আলোচনায় বসেছিলেন লাল হলুদ কর্তারা । কোয়েসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন অন্যতম শীর্ষকর্তা সুব্রত নাগ । ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে প্রতিনিধিত্ব করেন শীর্ষকর্তা দেবব্রত সরকার ও কার্যকরী কমিটির সদস্য সৈকত গঙ্গোপাধ্যায় । এ দিনের বৈঠকে চলতি মরশুমের শুরুতে ডুরান্ড কাপ ও কলকাতা লিগের ব্যর্থতা নিয়ে আলোচনা হয় । বিশেষ করে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার এই দু'টো টুর্নামেন্ট ঘিরে গুরুত্ব না দিতে চাওয়ার মানসিকতার কড়া সমালোচনা করা হয় । ক্লাব এ বছর শতবর্ষ পালন করছে । সেখানে দল গঠনের ত্রুটি নিয়ে সরব হন শীর্ষকর্তা দেবব্রত সরকার । কোচের উপর অনাস্থা প্রকাশও করেন তারা ।

পরিস্থিতি সামাল দিতে ক্লাবের তরফে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে । এক, কোলাডো ও কাশিম আইদারাকে রেখে বোরহা ফার্নান্দেজ, মার্তি ক্রিসপি, জোয়ান মেরে গঞ্জালেস ও মার্কোসকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন । চলতি মরসুমের ছয় বিদেশি ফুটবলারই কোচের পছন্দে সই করেছেন । দুই, ভারতীয় ফুটবলারদের যোগ্যতা নিয়ে সন্দিহান কর্তারা । আই লিগের জন্য যুদ্ধকালীন তৎপরতায় ভারতীয় ফুটবলার নেওয়ার কথা বলেছেন কর্তারা । সেই ফুটবলারদের ব্যয়ভার বিনিয়োগ সংস্থা নয় ক্লাব বহন করবে বলে কর্তারা জানিয়েছেন । এবং তিন, কর্তারা বলেছেন সদস্য সমর্থকরা আই লিগ এই দল জিততে পারবে কি না সে ব্যাপারে সংশয়ে । তাদের আশঙ্কা ইস্টবেঙ্গল আসন্ন আই লিগে খেতাবের দৌড়ে নয়, অবনমন বাঁচানোর চেষ্টায় থাকবে । তাই দলের দ্রুত সংস্কার প্রয়োজন ।

আজকের বৈঠকে কোয়েস ও ইস্টবেঙ্গলের সম্পর্কের মেয়াদ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে । দু'পক্ষই সম্মানজনক পথে বিচ্ছেদের রাস্তায় হাঁটতে আইনি পরামর্শ নিতে চলেছে । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন কোয়েস তাদের আর্থিক অবনতির কথা প্রকারন্তরে মেনে নিয়েছে । বিদেশি ফুটবলার পরিবর্তনের জোরালো দাবি, কোচের প্রতি অনাস্থা প্রকাশ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া কতটা ভালোভাবে নেবেন তা নিয়ে সংশয় রয়েছে । তিনি যাবতীয় কথা শুধুমাত্র কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাকের সঙ্গে বলেন । তার অনুরোধে ভারতে কোচিং করতে এসেছিলেন । ক্লাবে কোয়েসের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলে তাঁকে আর না দেখা যেতে পারে বলে ময়দানের আশঙ্কা । এমনকি এই বৈঠকের খবর স্পেনে তার কাছে পৌছে গিয়েছে বলেও খবর । সেক্ষেত্রে তিনি যদি ভারতে ফেরার বিমান আর না ধরেন সেটাও আশ্চর্যের হবে না ।

Intro:কাসিম আইদারা ও জেমস কোলাডো ছাড়া দলের বাকি চার বিদেশী ফুটবলারকে আই লিগের আগে ছেড়ে দেওয়ার জোরালো সুপারিশ করলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। শনিবার বিকেলে ক্লাবের বিনিয়োগকারী সংস্থা কোয়েস এর সঙ্গে আলোচনায় বসেছিলেন লাল হলুদ কর্তারা। কোয়েসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন অন্যতম শীর্ষকর্তা সুব্রত নাগ। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে প্রতিনিধিত্ব করেন শীর্ষকর্তা দেবব্রত সরকার ও কার্যকরী কমিটির সদস্য সৈকত গাঙ্গুলী।এদিনের বৈঠকে চলতি মরসুমের শুরুতে ডুরান্ড কাপ ও কলকাতা লিগের ব্যর্থতা নিয়ে আলোচনা হয়।বিশেষ করে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার এই দুটো টুর্নামেন্ট ঘিরে গুরুত্ব না দিতে চাওয়ার মানসিকতার কড়া সমালোচনা করা হয়। ক্লাব এবছর শতবর্ষ পালন করছে। সেখানে দলগঠনের ত্রুটি নিয়ে সরব হন শীর্ষকর্তা দেবব্রত সরকার। প্রকারন্তরে কোচের ওপর অনাস্থা প্রকাশ করেন তারা।
পরিস্থিতি সামাল দিতে ক্লাবের তরফে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে।
1)কোলাডো ও কাশিম আইদারাকে রেখে বোরহা ফার্নান্দেজ, মার্তি ক্রিসপি, জোয়ান মেরে গঞ্জালেস ও মার্কোসকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন।
প্রসঙ্গত চলতি মরসুমের ছয় বিদেশি ফুটবলারই কোচের পছন্দে সই করেছেন।
2) দলের ভারতীয় ফুটবলারদের যোগ্যতা নিয়ে সন্দিহান কর্তারা। আই লিগের জন্য যুদ্ধকালীন তৎপরতায় ভারতীয় ফুটবলার নেওয়ার কথা বলেছেন কর্তারা। সেই ফুটবলারদের ব্যয়ভার বিনিয়োগ সংস্থা নয় ক্লাব বহন করবে বলে কর্তারা জানিয়েছেন।
3) কর্তারা বলেছেন সদস্য সমর্থক রা আই লিগ এই দল জিততে পারবে কি না সেব্যাপারে সংশয়ে। তাদের আশঙ্কা ইস্টবেঙ্গল আসন্ন আই লিগে খেতাবের দৌড়ে নয়,অবনমন বাচানোর চেষ্টায় থাকবে। তাই দলের দ্রুত সংস্কার প্রয়োজন।
শনিবারের বৈঠকে কোয়েস ও ইস্টবেঙ্গলের সম্পর্কের মেয়াদ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে।দুপক্ষই সম্মানজনক পথে বিচ্ছেদের রাস্তায় হাটতে আইনি পরামর্শ নিতে চলেছে। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন কোয়েস তাদের আর্থিক অবনতির কথা প্রকারন্তরে মেনে নিয়েছে।
পরিশেষে, বিদেশি ফুটবলার পরিবর্তনের জোরালো দাবি, কোচের প্রতি অনাস্থা প্রকাশ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া কতটা ভালোভাবে নেবেন তা নিয়ে সংশয় রয়েছে। তিনি যাবতীয় কথা শুধু মাত্র কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাকের সঙ্গে বলেন। তার অনুরোধে ভারতে কোচিং করতে এসেছিলেন।ক্লাবে কোয়েসের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলে তাকে আর না দেখা যেতে পারে বলে ময়দানে আশঙ্কা।এমনকি এই বৈঠকের খবর স্পেনে তার কাছে পৌছে গিয়েছে বলে খবর।সেক্ষেত্রে তিনি যদি ভারতে ফেরার বিমান আর না ধরেন সেটাও আশ্চর্যের হবে না।তাই এই মিটিং আপাত নিরীহ মনে হলেও আদতে তা লাল হলুদ সংসারে দাবানলের ঘূর্নাবর্ত।



Body:কোয়েস


Conclusion:

For All Latest Updates

TAGGED:

EBFootball'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.