ETV Bharat / sports

সুপার কাপ খেলবে ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট ইলেভেন - quess east bengal

ইস্টবেঙ্গলের ফুটবল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার ক্লাব কর্তাদের হাতে নেই। যা স্বীকার করেছেন দেবব্রত সরকার। কিন্তু সুপার কাপের ক্ষেত্রে নিজেদের প্রাসঙ্গিকতা বোঝাতে ক্লাব কর্তারা যেকোনও অজুহাতে তাতে অংশ নিতে চাইছেন।

ইস্টবেঙ্গল
author img

By

Published : Mar 21, 2019, 3:13 AM IST

কলকাতা, 21 মার্চ : কোয়েস ইস্টবেঙ্গল বনাম ক্লাব কর্তাদের দ্বন্দ্বটা আবারও প্রকাশ্যে এল। সুপার কাপ ঘিরে জোটের সমর্থনে AIFF-র বিরুদ্ধে কোয়েস ইস্টবেঙ্গল যখন চিঠি যুদ্ধে ব্যস্ত তখন সুপার কাপ খেলবে বলে বিবৃতি লাল হলুদ ক্লাব কর্তাদের। জানিয়ে দেওয়া হয়, যদি চেয়ারম্যান অজিত আইজ়্যাক না মানেন তাহলে ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট ইলেভেন নামে সুপার কাপে দল নামানো হবে।

সুপার কাপে খেলতে চেয়ে ক্লাবের কর্মসমিতিতে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে কোয়েস ইস্টবেঙ্গল চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির উত্তর 48 ঘণ্টার মধ্যে না আসলে ক্লাব কর্তারা পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। গতকাল সন্ধ্যায় ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, সচিব কল্যাণ মজুমদার ও কর্মসমিতির গুরুত্বপূর্ণ কর্তা অজিত বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসেছিলেন। সেখানে তাঁরা সিদ্ধান্ত নেন ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট ইলেভেন নাম দিয়ে সুপার কাপে অংশগ্রহণ করা হবে। সেই কারণে 23 মার্চ থেকে প্রাক্তন ফুটবলার ও ইস্টবেঙ্গল ফুটবল স্কুলের কোচের দায়িত্বে থাকা চন্দন দাসকে কোচিং করানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল থেকে লিয়েনে অন্য ক্লাবে যাওয়া ফুটবলার, অ্যাকাডেমির ফুটবলার, সন্তোষ ট্রফিতে খেলা ফুটবলারদের নিয়ে দল গঠন করা হবে। এই দলের উদ্দেশ্য হবে যেকোনও মূল্যে সুপার কাপে অংশগ্রহণ। পাশাপাশি লাল হলুদ কর্তারা সুপার কাপে অংশগ্রহণের শর্তাবলী জানতে চেয়ে ফেডারেশনকে চিঠিও দিয়েছে।

আইলিগের শেষ ম্যাচে চেন্নাই সিটি FC ও মিনার্ভা পঞ্জাব ম্যাচে গড়াপেটা হয়েছে কি না তা জানতে চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। 23 মার্চ থেকে কোয়েস ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করছে। কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া প্র্যাকটিস করাবেন। তবে কোয়েস ইস্টবেঙ্গল সুপার কাপের জন্য প্রস্তুতি নিতে অনুশীলন শুরু করবে না অন্য কোনও উদ্দেশ্যে মাঠে নামবে তা নিয়েও ধোঁয়াশা।

ইস্টবেঙ্গলের ফুটবল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার ক্লাব কর্তাদের হাতে নেই। যা স্বীকার করেছেন দেবব্রত সরকার। কোনও টুর্নামেন্টে অংশ নিতে হলে কোয়েসের অনুমতি নিতেই হবে। সিকিম গোল্ডকাপ খেলতে যাওয়ার সময় অনুমতি নিতে হয়েছিল। কিন্তু সুপার কাপের ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন। ফলে নিজেদের প্রাসঙ্গিকতা বোঝাতে ক্লাব কর্তারা যেকোনও অজুহাতে সুপার কাপে অংশ নিতে চাইছেন।

কলকাতা, 21 মার্চ : কোয়েস ইস্টবেঙ্গল বনাম ক্লাব কর্তাদের দ্বন্দ্বটা আবারও প্রকাশ্যে এল। সুপার কাপ ঘিরে জোটের সমর্থনে AIFF-র বিরুদ্ধে কোয়েস ইস্টবেঙ্গল যখন চিঠি যুদ্ধে ব্যস্ত তখন সুপার কাপ খেলবে বলে বিবৃতি লাল হলুদ ক্লাব কর্তাদের। জানিয়ে দেওয়া হয়, যদি চেয়ারম্যান অজিত আইজ়্যাক না মানেন তাহলে ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট ইলেভেন নামে সুপার কাপে দল নামানো হবে।

সুপার কাপে খেলতে চেয়ে ক্লাবের কর্মসমিতিতে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে কোয়েস ইস্টবেঙ্গল চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির উত্তর 48 ঘণ্টার মধ্যে না আসলে ক্লাব কর্তারা পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। গতকাল সন্ধ্যায় ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, সচিব কল্যাণ মজুমদার ও কর্মসমিতির গুরুত্বপূর্ণ কর্তা অজিত বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসেছিলেন। সেখানে তাঁরা সিদ্ধান্ত নেন ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট ইলেভেন নাম দিয়ে সুপার কাপে অংশগ্রহণ করা হবে। সেই কারণে 23 মার্চ থেকে প্রাক্তন ফুটবলার ও ইস্টবেঙ্গল ফুটবল স্কুলের কোচের দায়িত্বে থাকা চন্দন দাসকে কোচিং করানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল থেকে লিয়েনে অন্য ক্লাবে যাওয়া ফুটবলার, অ্যাকাডেমির ফুটবলার, সন্তোষ ট্রফিতে খেলা ফুটবলারদের নিয়ে দল গঠন করা হবে। এই দলের উদ্দেশ্য হবে যেকোনও মূল্যে সুপার কাপে অংশগ্রহণ। পাশাপাশি লাল হলুদ কর্তারা সুপার কাপে অংশগ্রহণের শর্তাবলী জানতে চেয়ে ফেডারেশনকে চিঠিও দিয়েছে।

আইলিগের শেষ ম্যাচে চেন্নাই সিটি FC ও মিনার্ভা পঞ্জাব ম্যাচে গড়াপেটা হয়েছে কি না তা জানতে চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। 23 মার্চ থেকে কোয়েস ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করছে। কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া প্র্যাকটিস করাবেন। তবে কোয়েস ইস্টবেঙ্গল সুপার কাপের জন্য প্রস্তুতি নিতে অনুশীলন শুরু করবে না অন্য কোনও উদ্দেশ্যে মাঠে নামবে তা নিয়েও ধোঁয়াশা।

ইস্টবেঙ্গলের ফুটবল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার ক্লাব কর্তাদের হাতে নেই। যা স্বীকার করেছেন দেবব্রত সরকার। কোনও টুর্নামেন্টে অংশ নিতে হলে কোয়েসের অনুমতি নিতেই হবে। সিকিম গোল্ডকাপ খেলতে যাওয়ার সময় অনুমতি নিতে হয়েছিল। কিন্তু সুপার কাপের ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন। ফলে নিজেদের প্রাসঙ্গিকতা বোঝাতে ক্লাব কর্তারা যেকোনও অজুহাতে সুপার কাপে অংশ নিতে চাইছেন।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.