ETV Bharat / sports

East Bengal in ISL : সিডোয়েলের চোট, কেরালা ম্যাচের আগেই ব্যাকফুটে লাল-হলুদ - কেরালা ম্যাচের আগেই ব্যাকফুটে লাল হলুদ

রবিবার গোয়ার কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Kerala Blasters) ৷ প্রথম পাঁচ ম্যাচে তথৈবচ পারফরম্যান্স লাল-হলুদের (East Bengal in ISL) ৷ 14 গোল হজম করে লিগ টেবিলের তলানিতে রয়েছে পদ্মাপাড়ের ক্লাব ৷

SC EAST BENGAL
কেরালা ম্যাচের আগেই ব্যাকফুটে লাল-হলুদ
author img

By

Published : Dec 11, 2021, 8:31 AM IST

পানাজি, 11 ডিসেম্বর : একের পর এক ম্যাচ হেরে, ড্র করে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে দিয়াজের দল (East Bengal in ISL) । টুর্নামেন্টের শুরু থেকেই বিনিয়োগকারী সংস্থা ও ক্লাব কর্তাদের টানাপোড়েন প্রভাব ফেলেছে দলের খেলায় । দলে ভালমানের স্বদেশী খেলোয়াড়ের অভাব, প্রথম পাঁচ ম্যাচে নজর কাড়তে ব্যর্থ দিয়াজের রিক্রুটরাও ৷ এই অবস্থায় রবিবার গোয়ার তিলক ময়দানে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে পদ্মাপাড়ের ক্লাব (SC East Bengal vs Kerala Blasters) ৷

এই ম্যাচেই আইএসএলে জয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ বাহিনী ৷ প্র্যাকটিসের আগে ফুটবলারদের নিয়ে মিটিং করেন মানোলো দিয়াজ । বোর্ডে গত ম্যাচগুলির ভুল ধরিয়ে দেন ফুটবলারদের । পাশাপাশি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দলের স্ট্র্যাটেজি কী হতে চলেছে তারও ইঙ্গিত দেন লাল-হলুদের হেডস্যার । 5 ম্যাচে 14 গোল হজমের ধাক্কায় লাল-হলুদ শিবির কার্যত অগোছালো । হীরা মণ্ডল-মহম্মদ রফিক ছাড়া কেউই সেভাবে দাগ কাটতে পারছেন না । বিদেশিদের মধ্যে পেরোসেভিচ ছাড়া বাকিরা লাল-হলুদ জার্সি পরার যোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা । চুড়ান্ত ফ্লপ গোলগেটার চিমাও ৷ এই অবস্থায় দলকে কোন পথে লড়াইয়ের জায়গায় নিয়ে আসা যাবে তা নিয়েও ভাবনা শুরু হয়েছে দলের অন্দরে ।

আরও পড়ুন : পাঁচ ম্যাচে তথৈবচ পারফরম্যান্স লাল-হলুদের, বাকি টুর্নামেন্টে ভবিষ্যৎ কী ?

শুক্রবার অনুশীলনে সেটপিসে জোর দেওয়া হয় । একইসঙ্গে রক্ষণের বোঝাপড়া বাড়াতেও তৎপর দিয়াজ ৷ বিশেষ করে মাঝমাঠ এবং রক্ষণের মধ্যে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার ব্যাপারে জোর দিচ্ছেন কোচ । কিন্তু তাঁর পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় কাঁটা সিডোয়েলের চোট । এখনও খেলার মত জায়গায় পৌঁছতে পারেননি দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় । ফলে তাঁকে বাইরে রেখেই একাদশ সাজাচ্ছেন রিয়াল মাদ্রিদ ফেরত দিয়াজ ।

পানাজি, 11 ডিসেম্বর : একের পর এক ম্যাচ হেরে, ড্র করে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে দিয়াজের দল (East Bengal in ISL) । টুর্নামেন্টের শুরু থেকেই বিনিয়োগকারী সংস্থা ও ক্লাব কর্তাদের টানাপোড়েন প্রভাব ফেলেছে দলের খেলায় । দলে ভালমানের স্বদেশী খেলোয়াড়ের অভাব, প্রথম পাঁচ ম্যাচে নজর কাড়তে ব্যর্থ দিয়াজের রিক্রুটরাও ৷ এই অবস্থায় রবিবার গোয়ার তিলক ময়দানে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে পদ্মাপাড়ের ক্লাব (SC East Bengal vs Kerala Blasters) ৷

এই ম্যাচেই আইএসএলে জয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ বাহিনী ৷ প্র্যাকটিসের আগে ফুটবলারদের নিয়ে মিটিং করেন মানোলো দিয়াজ । বোর্ডে গত ম্যাচগুলির ভুল ধরিয়ে দেন ফুটবলারদের । পাশাপাশি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দলের স্ট্র্যাটেজি কী হতে চলেছে তারও ইঙ্গিত দেন লাল-হলুদের হেডস্যার । 5 ম্যাচে 14 গোল হজমের ধাক্কায় লাল-হলুদ শিবির কার্যত অগোছালো । হীরা মণ্ডল-মহম্মদ রফিক ছাড়া কেউই সেভাবে দাগ কাটতে পারছেন না । বিদেশিদের মধ্যে পেরোসেভিচ ছাড়া বাকিরা লাল-হলুদ জার্সি পরার যোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা । চুড়ান্ত ফ্লপ গোলগেটার চিমাও ৷ এই অবস্থায় দলকে কোন পথে লড়াইয়ের জায়গায় নিয়ে আসা যাবে তা নিয়েও ভাবনা শুরু হয়েছে দলের অন্দরে ।

আরও পড়ুন : পাঁচ ম্যাচে তথৈবচ পারফরম্যান্স লাল-হলুদের, বাকি টুর্নামেন্টে ভবিষ্যৎ কী ?

শুক্রবার অনুশীলনে সেটপিসে জোর দেওয়া হয় । একইসঙ্গে রক্ষণের বোঝাপড়া বাড়াতেও তৎপর দিয়াজ ৷ বিশেষ করে মাঝমাঠ এবং রক্ষণের মধ্যে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার ব্যাপারে জোর দিচ্ছেন কোচ । কিন্তু তাঁর পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় কাঁটা সিডোয়েলের চোট । এখনও খেলার মত জায়গায় পৌঁছতে পারেননি দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় । ফলে তাঁকে বাইরে রেখেই একাদশ সাজাচ্ছেন রিয়াল মাদ্রিদ ফেরত দিয়াজ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.