ETV Bharat / sports

লাল হলুদের পরবর্তী কোচ কি বেন শরিফা ? জল্পনা ময়দানে - East Bengal

নতুন কোচের সন্ধান পেতে চাইছে ইস্টবেঙ্গল ৷ প্রাক্তন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীকে লাল-হলুদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে ৷ তবে তিনি তাতে কতটা আমল দিয়েছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ আর একজনের নাম শোনা যাচ্ছে, তিনি হলেন মরক্কোর করিম বেনশরিফা ৷

আলেয়ান্দ্রো মেনেনদেস পদত্যাগ করলেন
আলেয়ান্দ্রো মেনেনদেস
author img

By

Published : Jan 21, 2020, 11:16 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পদত্যাগের পরেই ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ বাছাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ৷ মরোক্কার করিম বেন শরিফার নাম কোচ হিসেবে উঠে আসছে ৷ মঙ্গলবার ক্লাবের বৈঠকের আগে আচমকা ইস্তফা দেন কোচ গার্সিয়া ৷ শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার জন্যই দেশে ফিরতে চান বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ ৷ এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের দায়িত্ব কার হাতে তুলে দেবেন, তা নিয়ে রীতিমতো বিপাকে ক্লাবকর্তারা ৷

পরপর তিন ম্যাচে হার ৷ ডার্বিতে হারের পরে দলে কী কী পরিবর্তন করা যায়, তা নিয়ে মঙ্গলবার দুপুরে আলোচনায় বসেছিলেন কোয়েস গ্রুপের CEO সুব্রত নাগ ৷ আলোচনায় থাকার কথা ছিল কোচ গার্সিয়ারও ৷ কিন্তু সেখানে না থেকে আচমকা পদত্যাগের কথা ঘোষণা করেন স্প্যানিশ কোচ ৷ নিজের ইস্তফাপত্রে পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেন তিনি ৷ ক্লাব সদস্যদের সঙ্গে আলোচনার পর সাংবাদিক সম্মেলনে সুব্রতবাবু বলেন, "ডার্বির আগেই নিজের সমস্যার কথা জানিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন আলেয়ান্দ্রো ৷ সেইসময় তাঁকে আটকানো গেলেও, এবার আর তা সম্ভব হল না ৷"

2018-র অগাস্টে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নেন গার্সিয়া ৷ এই দেড় বছর যে তিনি লাল-হলুদ কোচের দায়িত্ব বেশ উপভোগ করেছেন, তা অবশ্য জানাতে ভোলেননি ৷ এদিকে গার্সিয়ার পদত্যাগের পরেই পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে যথেষ্ট চিন্তিত ইস্টবেঙ্গল কর্তারা ৷ 25 জানুয়ারি চেন্নাই এফসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন সুব্রতবাবু ও ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ৷ আপাতত কোচিং স্টাফরা দায়িত্ব নেবেন ৷ তবে দ্রুত নতুন কোচের সন্ধান পেতে চাইছে ইস্টবেঙ্গল ৷ প্রাক্তন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীকে লাল-হলুদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে ৷ তবে তিনি তাতে কতটা আমল দিয়েছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ আর একজনের নাম শোনা যাচ্ছে, তিনি হলেন মরক্কোর করিম বেনশরিফা ৷ এই মুহূর্তে কলকাতার ক্লাব ফুটবলে সুনামের সঙ্গে কাজ করছেন বেনশরিফা ৷ এদিকে 31 জানুয়ারি নতুন ফুটবলার নেওয়ার শেষদিন ৷ ইস্টবেঙ্গল কর্তারা নতুন কোচের ওপরেই ফুটবলার বাছাইয়ের বিষয়টি ছাড়তে চাইছেন ৷

ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ ইস্টবেঙ্গল কোচের

কলকাতা, 21 জানুয়ারি: আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পদত্যাগের পরেই ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ বাছাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ৷ মরোক্কার করিম বেন শরিফার নাম কোচ হিসেবে উঠে আসছে ৷ মঙ্গলবার ক্লাবের বৈঠকের আগে আচমকা ইস্তফা দেন কোচ গার্সিয়া ৷ শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার জন্যই দেশে ফিরতে চান বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ ৷ এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের দায়িত্ব কার হাতে তুলে দেবেন, তা নিয়ে রীতিমতো বিপাকে ক্লাবকর্তারা ৷

পরপর তিন ম্যাচে হার ৷ ডার্বিতে হারের পরে দলে কী কী পরিবর্তন করা যায়, তা নিয়ে মঙ্গলবার দুপুরে আলোচনায় বসেছিলেন কোয়েস গ্রুপের CEO সুব্রত নাগ ৷ আলোচনায় থাকার কথা ছিল কোচ গার্সিয়ারও ৷ কিন্তু সেখানে না থেকে আচমকা পদত্যাগের কথা ঘোষণা করেন স্প্যানিশ কোচ ৷ নিজের ইস্তফাপত্রে পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেন তিনি ৷ ক্লাব সদস্যদের সঙ্গে আলোচনার পর সাংবাদিক সম্মেলনে সুব্রতবাবু বলেন, "ডার্বির আগেই নিজের সমস্যার কথা জানিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন আলেয়ান্দ্রো ৷ সেইসময় তাঁকে আটকানো গেলেও, এবার আর তা সম্ভব হল না ৷"

2018-র অগাস্টে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নেন গার্সিয়া ৷ এই দেড় বছর যে তিনি লাল-হলুদ কোচের দায়িত্ব বেশ উপভোগ করেছেন, তা অবশ্য জানাতে ভোলেননি ৷ এদিকে গার্সিয়ার পদত্যাগের পরেই পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে যথেষ্ট চিন্তিত ইস্টবেঙ্গল কর্তারা ৷ 25 জানুয়ারি চেন্নাই এফসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন সুব্রতবাবু ও ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ৷ আপাতত কোচিং স্টাফরা দায়িত্ব নেবেন ৷ তবে দ্রুত নতুন কোচের সন্ধান পেতে চাইছে ইস্টবেঙ্গল ৷ প্রাক্তন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীকে লাল-হলুদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে ৷ তবে তিনি তাতে কতটা আমল দিয়েছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ আর একজনের নাম শোনা যাচ্ছে, তিনি হলেন মরক্কোর করিম বেনশরিফা ৷ এই মুহূর্তে কলকাতার ক্লাব ফুটবলে সুনামের সঙ্গে কাজ করছেন বেনশরিফা ৷ এদিকে 31 জানুয়ারি নতুন ফুটবলার নেওয়ার শেষদিন ৷ ইস্টবেঙ্গল কর্তারা নতুন কোচের ওপরেই ফুটবলার বাছাইয়ের বিষয়টি ছাড়তে চাইছেন ৷

ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ ইস্টবেঙ্গল কোচের

Intro:আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার বিকল্প কি করিম বেনশেরিফা? লাল হলুদ সদস্য সমর্থকদের জল্পনায় সবচেয়ে জোরালো ভাবে ঘুরছে মরক্কোর এই কোচের নাম।ডার্বি পরবর্তী ম্যাচের তারিখ দ্রুত এগিয়ে আসছে।25জানুয়ারি চেন্নাই এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ।এই অবস্থায় ডাগ আউটে হেডকোচ নেই, এরকম অবস্থা শেষ কবে দেখা গিয়েছে তা ক্রীড়া গবেষকরা মনে করতে পারছেন না।কোয়েস গ্রুপ সিইও সুব্রত নাগ মঙ্গলবার দুপুরে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন।ডার্বি সহ তিন ম্যাচে হারের পর দলে কি পরিমার্জন ও পরিবর্ধন করা যায় সেটাই ছিল আলোচনার বিষয়।উপস্থিত থাকার কথা ছিল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার।কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মত কোচের ইস্তফা এবং আলোচনার বিষয়টি ঘুরে যায়।
ইস্তফা পত্রে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া বলেছেন পারিবারিক কারনে তিনি স্পেনে ফিরতে বাধ্য হচ্ছেন। তবে গত দেড়মরসুম তিনি ইস্টবেঙ্গলের মত ক্লাবের কোচের দায়িত্ব উপভোগ করেছেন। আশা করছেন ইস্টবেঙ্গল সাফল্য পাবে।
মিটিং পরবর্তী সাংবাদিক সম্মেলনে কোয়েস গ্রুপের সিইও সুব্রত নাগ জানিয়েছেন,ডার্বির আগেই শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা জানিয়ে দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন আলেয়ান্দ্রো।সেইসময় নিরস্ত করা গেলেও তা আর ঠেকিয়ে রাখা যায়নি।ফলে ইস্তফা দিয়েছেন কোচ।
অবস্থা সামাল দিতে বর্তমান কোচিং স্টাফ কাজ করবে।তবে দ্রুত নতুন কোচের সন্ধানে নেমে পড়া হয়েছে বলে জানিয়েছেন সুব্রত নাও এবং ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।ইতিমধ্যে বেশ কয়েকটি নাম আলোচনায় উঠেছে। দেশি বিদেশি দুই ধরনের কোচের নাম আলোচনায় এসেছে।ইতিমধ্যে শঙ্করলাল চক্রবর্তীকে বাজিয়ে দেখা হয়েছে বলে শোনা যাচ্ছে।তবে প্রাক্তন মোহনবাগান কোচ প্রস্তাবে আমল দেননি।
এই অবস্থায় কলকাতা ক্লাব ফুটবলে সুনামের সঙ্গে কাজ করে যাওয়া করিম বেনশেরিফা র নাম জোরালো ভাবে শোনা যাচ্ছে।
ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন তারা নতুন ফুটবলার নেওয়ার বিষয়টি নতুন কোচের মতামতের ওপর ছেড়ে রাখছেন।দলবদলের দ্বিতীয় উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার শেষ দিন 31জানুয়ারি।লাল হলুদ কর্তা বলছেন তারা কয়েকজন ফ্রি ফুটবলার বেছে রেখেছেন।নতুন কোচের অনুমতি পেলে তারা উদ্যোগী হবেন।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.