ETV Bharat / sports

ডার্বি হারের রেশ কাটিয়ে পয়েন্টের খোঁজে SC ইস্টবেঙ্গল

author img

By

Published : Nov 30, 2020, 10:25 PM IST

দ্বিতীয় ম্যাচে SC ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি FC-র। তবে নতুন প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের মানসিকতা নিয়েই দল মাঠে নামবে বলে ফাওলার জানিয়েছেন । তার মতে,"আমরা জানি কী করতে হবে। প্রতিটি ম্যাচ আলাদা। আমরা সেভাবেই নিজেদের তৈরি রাখছি। প্রতিপক্ষ হিসেবে ATK-র থেকে মুম্বই আলাদা।"

eastbengal_mumbai_city_preview_isl
ডার্বি হারের রেশ সরিয়ে পয়েন্টের খোজে ইস্টবেঙ্গল

কলকাতা, 30 নভেম্বর : ডার্বিতে আশা জাগিয়েও পরাজয় । ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার বিষয়টি হতাশার মানলেও, পরাজয় থেকে অনেক কিছু ইতিবাচক দিক পাওয়ার কথাও বলছেন । সামান্য কয়েকদিনের অনুশীলন সত্ত্বেও দৃষ্টিনন্দন ফুটবলের ঝলক দেখে আশাবাদী হয়ে উঠেছেন তিনি। গতবছরের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে প্রথমে গোল করতে পারলে ছবিটা অন্যরকম হতে পারত বলে মনে করেন লাল হলুদ কোচ। কারণ প্রথম গোল করার পরে ATK মোহনবাগান দলের ডিফেন্সের দরজা বন্ধ করে দিয়েছিল।

দ্বিতীয় ম্যাচে SC ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি FC-র। তবে নতুন প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের মানসিকতা নিয়েই দল মাঠে নামবে বলে ফাওলার জানিয়েছেন । তাঁর মতে,"আমরা জানি কি করতে হবে। প্রতিটি ম্যাচ আলাদা। আমরা সেভাবেই নিজেদের তৈরি রাখছি। প্রতিপক্ষ হিসেবে ATK-র থেকে মুম্বই আলাদা। বল দখলের পরিসংখ্যানে গোলমুখে ব্যর্থতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলেছিল। বিষয়টি মাথায় রেখে লাল হলুদ হেডস্যার বলেছেন," আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে গোল করা। আগের ম্যাচে আমরা অনেকগুলো গোল লক্ষ্য করে শট নিয়েছিলাম। একদিন আপনার পক্ষে যায় । আবার যায় না । প্রথম ম্যাচে গোল না করার ব্যর্থতার রেশ বয়ে বেড়ানোর দরকার নেই । আমরা একাধিক সুযোগ তৈরি করছি এবং তা থেকে গোল করাই লক্ষ্য।" ডার্বির রেজ়াল্টের রেশ থেকে ফুটবলাররা বেরিয়ে আসতে পেরেছেন কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে । ফাওলার বলছেন ব্যর্থতার হতাশা থেকে জয়ের রাস্তায় আসার একটাই রাস্তা, তা হল ভালো রেজ়াল্ট।

SC ইস্টবেঙ্গলের মত নবাগত দলের বিরুদ্ধে নামার আগে সতর্ক মুম্বই সিটি FC । কোচ সের্গেই লোবেরা বলেছেন ইতিমধ্যে তার পুরানো ক্লাব থেকে চেনা ফুটবলার নিয়ে এসেছেন। লাল হলুদ রক্ষণ ভাঙতে পাসিং ফুটবল ভরসা মুম্বইয়ের । অ্যাডাম লে ফন্ড্রে এবং হুগো বোউমাস দলের আক্রমণের ভরসা। প্রতিপক্ষ সম্পর্কে ইতিমধ্যে হোমওয়ার্ক সেরে ফেলেছেন ফাওলার । দলের ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে খুশি তিনি। এবার ধীরে হলেও দৃঢ় পদক্ষেপে সামনে তাকাতে চায় ইস্টবেঙ্গল।

কলকাতা, 30 নভেম্বর : ডার্বিতে আশা জাগিয়েও পরাজয় । ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার বিষয়টি হতাশার মানলেও, পরাজয় থেকে অনেক কিছু ইতিবাচক দিক পাওয়ার কথাও বলছেন । সামান্য কয়েকদিনের অনুশীলন সত্ত্বেও দৃষ্টিনন্দন ফুটবলের ঝলক দেখে আশাবাদী হয়ে উঠেছেন তিনি। গতবছরের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে প্রথমে গোল করতে পারলে ছবিটা অন্যরকম হতে পারত বলে মনে করেন লাল হলুদ কোচ। কারণ প্রথম গোল করার পরে ATK মোহনবাগান দলের ডিফেন্সের দরজা বন্ধ করে দিয়েছিল।

দ্বিতীয় ম্যাচে SC ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি FC-র। তবে নতুন প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের মানসিকতা নিয়েই দল মাঠে নামবে বলে ফাওলার জানিয়েছেন । তাঁর মতে,"আমরা জানি কি করতে হবে। প্রতিটি ম্যাচ আলাদা। আমরা সেভাবেই নিজেদের তৈরি রাখছি। প্রতিপক্ষ হিসেবে ATK-র থেকে মুম্বই আলাদা। বল দখলের পরিসংখ্যানে গোলমুখে ব্যর্থতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলেছিল। বিষয়টি মাথায় রেখে লাল হলুদ হেডস্যার বলেছেন," আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে গোল করা। আগের ম্যাচে আমরা অনেকগুলো গোল লক্ষ্য করে শট নিয়েছিলাম। একদিন আপনার পক্ষে যায় । আবার যায় না । প্রথম ম্যাচে গোল না করার ব্যর্থতার রেশ বয়ে বেড়ানোর দরকার নেই । আমরা একাধিক সুযোগ তৈরি করছি এবং তা থেকে গোল করাই লক্ষ্য।" ডার্বির রেজ়াল্টের রেশ থেকে ফুটবলাররা বেরিয়ে আসতে পেরেছেন কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে । ফাওলার বলছেন ব্যর্থতার হতাশা থেকে জয়ের রাস্তায় আসার একটাই রাস্তা, তা হল ভালো রেজ়াল্ট।

SC ইস্টবেঙ্গলের মত নবাগত দলের বিরুদ্ধে নামার আগে সতর্ক মুম্বই সিটি FC । কোচ সের্গেই লোবেরা বলেছেন ইতিমধ্যে তার পুরানো ক্লাব থেকে চেনা ফুটবলার নিয়ে এসেছেন। লাল হলুদ রক্ষণ ভাঙতে পাসিং ফুটবল ভরসা মুম্বইয়ের । অ্যাডাম লে ফন্ড্রে এবং হুগো বোউমাস দলের আক্রমণের ভরসা। প্রতিপক্ষ সম্পর্কে ইতিমধ্যে হোমওয়ার্ক সেরে ফেলেছেন ফাওলার । দলের ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে খুশি তিনি। এবার ধীরে হলেও দৃঢ় পদক্ষেপে সামনে তাকাতে চায় ইস্টবেঙ্গল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.