কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল। আজকের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এর ফলে শীর্ষস্থানে থাকা চেন্নাই সিটির থেকে ২ পয়েন্ট পিছনে রয়ে গেল লাল-হলুদ ব্রিগেড।
আজকের ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। প্লাজ়া ৬৮ মিনিটে গোল করে যান। চলতি আই লিগে আঠারো নম্বর গোল করে ফেললেন প্লাজ়া। ইস্টবেঙ্গলের কড়া পাহারায় কার্যত কিছুই করতে পারেননি। কিন্তু ৬৮ মিনিটে বোরখার সামান্য ভুলকে কাজে লাগিয়ে বাজিমাত করেন। দশ মিনিট পরে ফ্রিকিক থেকে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান লালরিনডিকা রালতে। ম্যাচের সেরা হন লালরানডিকা রালতে।
দুই কোচই আজ ট্যাকটিকাল ফুটবলের ছক আঁকড়ে ছিলেন। কিন্তু, লাল-হলুদ ফুটবলারদের পাসিং ফুটবল না খেলতে দিয়ে আলেয়ান্দ্রোকে টেক্কা দিলেন চার্চিল কোচ। আর তাঁকে সাহায্য করল খালিদ আউচোর দুরন্ত ফুটবল। ইস্টবেঙ্গলের জোবি জাস্টিন টনি ডোভালকে অকেজো করে দেন। তাই এনরিকের একক চেষ্টা কোনও কাজে এল না।
আই লিগে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে রয়েছে চেন্নাই সিটি। সমসংখ্যক ম্যাচ খেলে ৩২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)