ETV Bharat / sports

বাতিল প্লাজ়ার গোলে চেন্নাইয়ের পিছনেই থেকে গেল ইস্টবেঙ্গল - Churchill Brothers

চার্চিলের হয়ে প্লাজ়া গোল করেন। ১০ মিনিট তা শোধ করেন লালরিনডিকা রালতে।

ফাইল ফোটো
author img

By

Published : Feb 17, 2019, 10:41 PM IST

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল। আজকের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এর ফলে শীর্ষস্থানে থাকা চেন্নাই সিটির থেকে ২ পয়েন্ট পিছনে রয়ে গেল লাল-হলুদ ব্রিগেড।

আজকের ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। প্লাজ়া ৬৮ মিনিটে গোল করে যান। চলতি আই লিগে আঠারো নম্বর গোল করে ফেললেন প্লাজ়া। ইস্টবেঙ্গলের কড়া পাহারায় কার্যত কিছুই করতে পারেননি। কিন্তু ৬৮ মিনিটে বোরখার সামান্য ভুলকে কাজে লাগিয়ে বাজিমাত করেন। দশ মিনিট পরে ফ্রিকিক থেকে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান লালরিনডিকা রালতে। ম্যাচের সেরা হন লালরানডিকা রালতে।

দুই কোচই আজ ট্যাকটিকাল ফুটবলের ছক আঁকড়ে ছিলেন। কিন্তু, লাল-হলুদ ফুটবলারদের পাসিং ফুটবল না খেলতে দিয়ে আলেয়ান্দ্রোকে টেক্কা দিলেন চার্চিল কোচ। আর তাঁকে সাহায্য করল খালিদ আউচোর দুরন্ত ফুটবল। ইস্টবেঙ্গলের জোবি জাস্টিন টনি ডোভালকে অকেজো করে দেন। তাই এনরিকের একক চেষ্টা কোনও কাজে এল না।

আই লিগে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে রয়েছে চেন্নাই সিটি। সমসংখ্যক ম্যাচ খেলে ৩২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।

undefined

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল। আজকের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এর ফলে শীর্ষস্থানে থাকা চেন্নাই সিটির থেকে ২ পয়েন্ট পিছনে রয়ে গেল লাল-হলুদ ব্রিগেড।

আজকের ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। প্লাজ়া ৬৮ মিনিটে গোল করে যান। চলতি আই লিগে আঠারো নম্বর গোল করে ফেললেন প্লাজ়া। ইস্টবেঙ্গলের কড়া পাহারায় কার্যত কিছুই করতে পারেননি। কিন্তু ৬৮ মিনিটে বোরখার সামান্য ভুলকে কাজে লাগিয়ে বাজিমাত করেন। দশ মিনিট পরে ফ্রিকিক থেকে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান লালরিনডিকা রালতে। ম্যাচের সেরা হন লালরানডিকা রালতে।

দুই কোচই আজ ট্যাকটিকাল ফুটবলের ছক আঁকড়ে ছিলেন। কিন্তু, লাল-হলুদ ফুটবলারদের পাসিং ফুটবল না খেলতে দিয়ে আলেয়ান্দ্রোকে টেক্কা দিলেন চার্চিল কোচ। আর তাঁকে সাহায্য করল খালিদ আউচোর দুরন্ত ফুটবল। ইস্টবেঙ্গলের জোবি জাস্টিন টনি ডোভালকে অকেজো করে দেন। তাই এনরিকের একক চেষ্টা কোনও কাজে এল না।

আই লিগে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে রয়েছে চেন্নাই সিটি। সমসংখ্যক ম্যাচ খেলে ৩২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
    
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Pristina - 17 February 2019
1. Close up of a child with Kosovo flag
2. Mid of the crowd waving flags
3. Various of the Kosovo Security Forces parading
4. SOUNDBITE (Albanian) Hashim Thaci, President of Kosovo:
"You the soldiers of Kosovo Security Force (KFS) are our pride. You are the true testimonial of the success of our state and our development. Only 11 years before we started our path of the consolidation of the independent Kosovo Republic. In front of us today, dear citizens, we have a professional army, multiethnic, which is in service and in protection of the newest state in Europe and world. Ready to contribute to peace in the region and in the world. We wait for the day when our soldiers together with the soldiers of the region with serve for peace in every corner of the world."
5. Wide of crowd listening to speeches
6. SOUNDBITE (Albanian) Jon Ajeti, parade onlooker:
"The anniversary is marked by the creation of our army which is good news for a new state like Kosovo."
7. Various of celebrations
STORYLINE:
Kosovo has celebrated its 11th anniversary of independence with a military a parade, but it is still in tense relations with its former foe Serbia.
Thousands of civilians filled downtown Pristina Sunday decorated with national and US flags, while infantry troops with light weaponry of the Kosovo Security Forces, now transformed into a regular army, paraded.
President Hashim Thaci lauded the new military force as a "professional, multiethnic army serving the youngest country in the world."
Eleven years after it declared independence in 2008 Kosovo has been recognised by 116 countries, but not by the one from which it unilaterally separated, Serbia.
Kosovo leaders hope they will reach a comprehensive deal with Serbia this year.
But the dialogue with Serbia has stalled after its decision to set a 100 percent import tariff on Serb goods.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.