কলকাতা, 13 জুলাই : ইস্টবেঙ্গলের ISL-এ খেলার সম্ভাবনা রয়েছে । ফের জল্পনা উস্কে দিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সচিব কুশল দাস । সোমবার ফের এই বিষয়ে ইঙ্গিত দেন তিনি ৷ যদিও অনেক "যদি কিন্তু" জুড়ে দিয়েছেন তিনি ৷
বণিকসভা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে AIFF সচিব বলেন," ইস্টবেঙ্গলও ISL-এ খেলবে । নিজেদের তৈরি করে নিয়ে খেলবে । এই প্রস্তুতি পর্বের জন্য সময় দরকার । মোহনবাগানের গাঁটছড়া বাঁধতে ছয়মাস সময় লেগেছে ।" প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, "15জুলাই থেকে AFC-র লাইসেন্সিং প্রক্রিয়া শুরু হচ্ছে । ইস্টবেঙ্গল যদি কাগজপত্র তৈরি করতে পারে তাহলে সুযোগ হতে পারে । এই বছর ISL না খেলতে পারলে আকাশ ভেঙে পড়বে না । তাই সময় নিয়ে খেলা ভালো ।"
মোহনবাগান ATK-র সঙ্গে গাঁটছড়া বেঁধে ISL খেলছে ৷ যা ফেডারেশন সচিবের কথায়, ভালো বিজ্ঞাপন । চলতি বছর ISL গোয়াতে হবে । এবং তা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে । ATK মোহনবাগান সমর্থকদের কথা চিন্তা করে কুশল দাস এই কারণে দুঃখপ্রকাশ করেছেন ।
কোরোনা পরবর্তী সময়ে ভারতীয় ফুটবলের ছবি কী হতে চলেছে তা বোঝাতেই এই নানান প্রশ্নের উত্তর দিলেন ফেডারেশন সচিব । অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ভুবনেশ্বরে ভারতীয় দলের শিবির শুরু হওয়ার কথা বলেছেন । এই মর্মে ওড়িশার সরকারের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে । সামনেই সুনীল ছেত্রীদের প্রাক বিশ্বকাপের ম্যাচ । তার জন্য কোচ ইগর স্টিমাচ প্রস্তুতি দ্রুত শুরু করতে চান । এবং আট সপ্তাহের শিবির করতে চান ।
ক্রোয়েশিয়ান কোচ ইউরোপের কোনও শহরে ভারতীয় দলের শিবির করার ইচ্ছে প্রকাশ করলেও তা যে সম্ভব নয় তা কুশল দাসের কথায় পরিষ্কার । নভেম্বরের তৃতীয় সপ্তাহে ISL শুরু হবে । তারপর আই লিগ । ফেডারেশন সচিব বলেছেন দুটো লিগই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্মাটে করা সম্ভব নয় । তাই একটি শহরে আয়োজন করা হবে । সেক্ষেত্রে ISL-এর জন্য গোয়া এবং আই লিগের জন্য কলকাতাকে প্রাথমিকভাবে বাছা হয়েছে । অনুর্ধ 17মেয়েদের বিশ্বকাপ এবার ভারতে । তাদের প্রস্তুতি শিবির গোয়াতে হওয়ার কথা বলেছেন ফেডারেশন সচিব ।