ETV Bharat / sports

সিমেন্ট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া ইস্টবেঙ্গলের ?

31 অগাস্ট ইস্টবেঙ্গলের CEO সৈকত গঙ্গোপাধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান । সেখানেই শেষ পর্যায়ের আলোচনা হয় । সূত্রের খবর, লাল হলুদ ব্রিগেডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে একটি সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা ।

east bengal
ইস্টবেঙ্গল, নিজস্ব ছবি
author img

By

Published : Sep 2, 2020, 8:13 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : নতুন সপ্তাহে বিনিয়োগকারী বা স্পনসর ইশুতে নিজেদের অবস্থান স্পষ্ট করবে ইস্টবেঙ্গল । ক্লাবের তরফে সেই ইঙ্গিতই দেওয়া হয়েছিল দিন দশেক আগে । সেই ইঙ্গিত অনুযায়ী এবার লাল হলুদ ব্রিগেডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে একটি সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা । সম্ভবত 80 শতাংশ শেয়ার তাদের দখলে থাকবে । আজ দুপুরে হয়তো ক্লাবের তরফে একথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

31 অগাস্ট ইস্টবেঙ্গলের CEO সৈকত গঙ্গোপাধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি যান । সেখানেই শেষ পর্যায়ের আলোচনা হয় বলে সূত্রের খবর । তবে লাল হলুদ কর্তারা এই ব্যাপারে এখনও মুখ খোলেননি । বিদায়ী বিনিয়োগকারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর নতুন বিনিয়োগকারীর সন্ধানে ছিলেন লাল হলুদ কর্তারা । ISL খেলাই ক্লাবের প্রথম লক্ষ্য । সদস্য-সমর্থকদের দাবি, যেকোনও মূল্যে ISL খেলতে হবে ।

ইস্টবেঙ্গলের কর্তারাও বলছিলেন, তাঁরা দেশের একনম্বর লিগে খেলার জন্য ঝাঁপাচ্ছেন । শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, তাঁরা সঠিক পথেই এগোচ্ছেন । সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তাঁরা এই ব্যাপারে চূড়ান্ত পরিস্থিতি জানাবেন । যদিও তা নিয়ে সোশাল মিডিয়ায় দাবি ক্রমশই জোরালো হচ্ছিল । নিত্য নতুন ট্রোল করে চলছেন সমর্থকরা । তা নিয়ে ক্লাব কর্তারা অসন্তুষ্ট হলেও পরিস্থিতির চাপে কিছু বলতে পারছিলেন না । তবে সম্মিলিত চাপের কাছে দ্রুত ক্লাবের অবস্থান পরিষ্কার করতে হবে, তা কর্তারা বুঝতে পারছিলেন । সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সম্ভবত নতুন সপ্তাহের মাঝামাঝি সময়ে ক্লাব আই লিগ না ISL-এ খেলবে তা ঘোষণা করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ।

তা সত্ত্বেও এখন প্রশ্ন হল ইস্টবেঙ্গলের ISL খেলার সম্ভাবনা কতটা? আপাত দৃষ্টিতে ISL-এ ইস্টবেঙ্গলের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । কিন্তু ক্ষীণ হলেও ISL-এ ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনা আছে । সেই খড়কুটো ধরেই বাজিমাতের চেষ্টায় লাল হলুদ কর্তারা । সূত্রের খবর, FSDL না কি ইস্টবেঙ্গলকে আশা দিয়েছে । সেক্ষেত্রে তারা কয়েকটি কাগজ চেয়েছে । যা জোগাড় করতে পারলে হয়তো ইস্টবেঙ্গলের জন্য ISL-এর দরজা খুলে যাবে । একই সঙ্গে জুটবে ইনভেস্টর । সিমেন্ট প্রস্তুকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া তারই ইঙ্গিত ।

সামনের সপ্তাহে লাল-হলুদের আর্থিক সমস্যা মেটার ইঙ্গিত

লাল হলুদ কর্তারা বলছেন, যতক্ষণ সামান্য হলেও আশা আছে তাঁরা হাল ছাড়তে রাজি নন । তা করতে তাঁরা এখন মরিয়া চেষ্টা চালাচ্ছেন । নতুন সপ্তাহের মাঝামাঝি সময় ক্লাবের প্রকৃত অবস্থান সামনে নিয়ে আসা হবে । তাই ISL ইশু বা ইনভেস্টর বিতর্ক, দু'টি বিষয় নিয়ে কথা তুললেই লাল হলুদ কর্তারা বলছিলেন,"আশায় বাঁচে চাষা ।" এখন ইস্টবেঙ্গলের আশা বাঁচল কি না তা দেখা সময়ের অপেক্ষা ।

কলকাতা, 2 সেপ্টেম্বর : নতুন সপ্তাহে বিনিয়োগকারী বা স্পনসর ইশুতে নিজেদের অবস্থান স্পষ্ট করবে ইস্টবেঙ্গল । ক্লাবের তরফে সেই ইঙ্গিতই দেওয়া হয়েছিল দিন দশেক আগে । সেই ইঙ্গিত অনুযায়ী এবার লাল হলুদ ব্রিগেডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে একটি সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা । সম্ভবত 80 শতাংশ শেয়ার তাদের দখলে থাকবে । আজ দুপুরে হয়তো ক্লাবের তরফে একথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

31 অগাস্ট ইস্টবেঙ্গলের CEO সৈকত গঙ্গোপাধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি যান । সেখানেই শেষ পর্যায়ের আলোচনা হয় বলে সূত্রের খবর । তবে লাল হলুদ কর্তারা এই ব্যাপারে এখনও মুখ খোলেননি । বিদায়ী বিনিয়োগকারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর নতুন বিনিয়োগকারীর সন্ধানে ছিলেন লাল হলুদ কর্তারা । ISL খেলাই ক্লাবের প্রথম লক্ষ্য । সদস্য-সমর্থকদের দাবি, যেকোনও মূল্যে ISL খেলতে হবে ।

ইস্টবেঙ্গলের কর্তারাও বলছিলেন, তাঁরা দেশের একনম্বর লিগে খেলার জন্য ঝাঁপাচ্ছেন । শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, তাঁরা সঠিক পথেই এগোচ্ছেন । সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তাঁরা এই ব্যাপারে চূড়ান্ত পরিস্থিতি জানাবেন । যদিও তা নিয়ে সোশাল মিডিয়ায় দাবি ক্রমশই জোরালো হচ্ছিল । নিত্য নতুন ট্রোল করে চলছেন সমর্থকরা । তা নিয়ে ক্লাব কর্তারা অসন্তুষ্ট হলেও পরিস্থিতির চাপে কিছু বলতে পারছিলেন না । তবে সম্মিলিত চাপের কাছে দ্রুত ক্লাবের অবস্থান পরিষ্কার করতে হবে, তা কর্তারা বুঝতে পারছিলেন । সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সম্ভবত নতুন সপ্তাহের মাঝামাঝি সময়ে ক্লাব আই লিগ না ISL-এ খেলবে তা ঘোষণা করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ।

তা সত্ত্বেও এখন প্রশ্ন হল ইস্টবেঙ্গলের ISL খেলার সম্ভাবনা কতটা? আপাত দৃষ্টিতে ISL-এ ইস্টবেঙ্গলের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । কিন্তু ক্ষীণ হলেও ISL-এ ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনা আছে । সেই খড়কুটো ধরেই বাজিমাতের চেষ্টায় লাল হলুদ কর্তারা । সূত্রের খবর, FSDL না কি ইস্টবেঙ্গলকে আশা দিয়েছে । সেক্ষেত্রে তারা কয়েকটি কাগজ চেয়েছে । যা জোগাড় করতে পারলে হয়তো ইস্টবেঙ্গলের জন্য ISL-এর দরজা খুলে যাবে । একই সঙ্গে জুটবে ইনভেস্টর । সিমেন্ট প্রস্তুকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া তারই ইঙ্গিত ।

সামনের সপ্তাহে লাল-হলুদের আর্থিক সমস্যা মেটার ইঙ্গিত

লাল হলুদ কর্তারা বলছেন, যতক্ষণ সামান্য হলেও আশা আছে তাঁরা হাল ছাড়তে রাজি নন । তা করতে তাঁরা এখন মরিয়া চেষ্টা চালাচ্ছেন । নতুন সপ্তাহের মাঝামাঝি সময় ক্লাবের প্রকৃত অবস্থান সামনে নিয়ে আসা হবে । তাই ISL ইশু বা ইনভেস্টর বিতর্ক, দু'টি বিষয় নিয়ে কথা তুললেই লাল হলুদ কর্তারা বলছিলেন,"আশায় বাঁচে চাষা ।" এখন ইস্টবেঙ্গলের আশা বাঁচল কি না তা দেখা সময়ের অপেক্ষা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.