ETV Bharat / sports

বেঙ্গালুরুর পর নর্থ-ইস্টের বিরুদ্ধেও ড্র ইস্টবেঙ্গলের, দলের খেলায় খুশি আলেয়ান্দ্রো - draw against north-east united

নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল ৷ খেলার ফলাফল 0-0 ৷ আই লিগের প্রস্তুতি হিসেবে ISL- এর দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলছে লাল-হলুদ ৷ কিন্তু বেঙ্গালুরুর পর নর্থ-ইস্টের বিরুদ্ধেও ড্র করল ইস্টবেঙ্গল ৷

ইস্টবেঙ্গল বনাম নর্থ-ইস্ট
author img

By

Published : Nov 16, 2019, 11:28 PM IST

গুয়াহাটি, 16 নভম্বর :বেঙ্গালুরু FC -র পর নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল । আজ গুয়াহাটিতে ISL-এর ফ্র্যাঞ্চাইজ়ি দলের বিরুদ্ধে ম্যাচের ফল 0-0।
আই লিগের প্রস্তুতি হিসেবে ISL- এর দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলছে ইস্টবেঙ্গল । এর আগে আলেয়ান্দ্রোর ছেলেরা বেঙ্গালুরু FC-র বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলেছিল । সেই ম্যাচেও লাল হলুদ ব্রিগেড 1-1 গোলে ড্র করে । আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে যারা খেলেননি গুয়াহাটিতে তাঁদেরই মূলত প্রথম একাদশে রেখেছিলেন লাল হলুদের স্প্যানিশ কোচ ।

east bengal
টিম ইস্ট-বেঙ্গল

আক্রমণ প্রতি-আক্রমণে ম্যাচের প্রথম মিনিট থেকে দ্রুত লয়ে খেলা যথেষ্ট উপভোগ্য হয়ে ওঠে । ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের কোচ আলেয়ান্দ্রো বলেন, প্রতিপক্ষ হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড যথেষ্ট শক্তিশালী । বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল । কিন্তু ডিফেন্স ভালো খেলায় প্রতিপক্ষ গোল করতে পারেনি । তিনি লাল-হলুদ ডিফেন্ডারদেরও পারফরম্যান্সের প্রশংসা করেন । শুধু ডিফেন্ডাররা নন, দলের বাকি ফুটবলাররা নির্দিষ্ট ছকে খেলায় খুশি আলেয়ান্দ্রো ।

northeast
টিম নর্থ-ইস্ট

30 নভেম্বর থেকে আই লিগের ঢাকে কাঠি পড়ছে । ঘরের মাঠে লাল-হলুদ ব্রিগেডের প্রথম প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর । কল্যাণী স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল । দলের ভালো খেলার ব্যাপারে আশাবাদী লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রো ।

গুয়াহাটি, 16 নভম্বর :বেঙ্গালুরু FC -র পর নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল । আজ গুয়াহাটিতে ISL-এর ফ্র্যাঞ্চাইজ়ি দলের বিরুদ্ধে ম্যাচের ফল 0-0।
আই লিগের প্রস্তুতি হিসেবে ISL- এর দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলছে ইস্টবেঙ্গল । এর আগে আলেয়ান্দ্রোর ছেলেরা বেঙ্গালুরু FC-র বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলেছিল । সেই ম্যাচেও লাল হলুদ ব্রিগেড 1-1 গোলে ড্র করে । আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে যারা খেলেননি গুয়াহাটিতে তাঁদেরই মূলত প্রথম একাদশে রেখেছিলেন লাল হলুদের স্প্যানিশ কোচ ।

east bengal
টিম ইস্ট-বেঙ্গল

আক্রমণ প্রতি-আক্রমণে ম্যাচের প্রথম মিনিট থেকে দ্রুত লয়ে খেলা যথেষ্ট উপভোগ্য হয়ে ওঠে । ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের কোচ আলেয়ান্দ্রো বলেন, প্রতিপক্ষ হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড যথেষ্ট শক্তিশালী । বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল । কিন্তু ডিফেন্স ভালো খেলায় প্রতিপক্ষ গোল করতে পারেনি । তিনি লাল-হলুদ ডিফেন্ডারদেরও পারফরম্যান্সের প্রশংসা করেন । শুধু ডিফেন্ডাররা নন, দলের বাকি ফুটবলাররা নির্দিষ্ট ছকে খেলায় খুশি আলেয়ান্দ্রো ।

northeast
টিম নর্থ-ইস্ট

30 নভেম্বর থেকে আই লিগের ঢাকে কাঠি পড়ছে । ঘরের মাঠে লাল-হলুদ ব্রিগেডের প্রথম প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর । কল্যাণী স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল । দলের ভালো খেলার ব্যাপারে আশাবাদী লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রো ।

Intro:নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে ড্র করল ইস্টবেঙ্গল। শনিবার গুয়াহাটিতে আইএসএল এর ফ্র্যাঞ্চাইজি দলের বিরুদ্ধে ম্যাচের ফল 0-0। আই লিগের প্রস্তুতি হিসেবে আইএসএল এর দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলছে ইস্টবেঙ্গল। এর আগে আলেয়ান্দ্রো র ছেলেরা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলেছিল।সেই ম্যাচেও লাল হলুদ ব্রিগেড 1-1করে ড্র করেছিল। গুয়াহাটিতে শনিবার বেঙ্গালুরু বিরুদ্ধে যারা খেলেননি তাদেরই মূলত প্রথম একাদশে রেখে ছিলেন লাল হলুদ কোচ। আক্রমণ প্রতিআক্রমনে ম্যাচের প্রথম মিনিট থেকে দ্রুত লয়ে খেলা যথেষ্ট উপভোগ্য হয়ে ওঠে। ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের কোচ আলেয়ান্দ্রো বলেছেন প্রতিপক্ষ হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড যথেষ্ট শক্তিশালী। বেশ কয়েকবার গোল করার মত পরিস্থিতি তৈরি করেছিল।কিন্তু ডিফেন্স ভালো খেলায় প্রতিপক্ষ গোল পায়নি। তিনি লাল হলুদ ডিফেন্ডার দের পারফরম্যান্সে র প্রশংসা করেন। শুধু ডিফেন্ডার রা নন দলের বাকি ফুটবলাররা নির্দিষ্ট ছকে খেলায় খুশি আলেয়ান্দ্রো। 30নভেম্বর থেকে আই লিগের ঢাকে কাঠি পড়ছে। ঘরের মাঠে লাল হলুদ ব্রিগেডের প্রথম প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর। কল্যানী স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল।আলেয়ান্দ্রো দলের ভালো খেলার ব্যাপারে আশাবাদী।


Body:ইস্টবেঙ্গলের


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.