ETV Bharat / sports

সদস্য সমর্থকদের কান্নায় শহর ছাড়লেন আলেয়ান্দ্রো - east bengal ex-coach alejandro leaves kolkata

সাতসকালে বিমানবন্দরে ভিড় ৷ বাড়ি ফিরছেন ইস্টবেঙ্গলের বিদায়ী কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ৷ তাই বিমানবন্দরে কোচকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়লেন লাল-হলুদ সমর্থকরা ৷

image
আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া
author img

By

Published : Jan 23, 2020, 11:59 AM IST

Updated : Jan 23, 2020, 1:11 PM IST

কলকাতা, 23 জানুয়ারি : কলকাতা অতীত, ইস্টবেঙ্গল ছেড়ে স্পেনের পথে পাড়ি দিলেন লাল-হলুদের বিদায়ী কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ৷ আর কোচকে বিদায় জানাতে সাতসকালে কলকাতা বিমান বন্দরে সদস্য সমর্থকরা ভিড় ৷ বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়লেন তাঁরা ।

ডার্বিসহ পরপর তিন ম্যাচে হারের ধাক্কায় ইস্টবেঙ্গলের কোচের পদ খেকে ইস্তফা দিয়েছিলেন গার্সিয়া । দেড় মরসুম লাল-হলুদ ডাগ আউটে বসে ট্রফি জিততে পারেননি । কিন্তু ভালো ফুটবলে সমর্থকদের হৃদয় জিতেছিলেন । চারটি ডার্বি ম্যাচের মধ্যে একটিতে পরাজিত । তারপরই আচমকা পদত্যাগ । কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথা জানিয়েছেন । বলেছেন ডার্বির আগেই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন । কিন্তু, পরিস্থিতি বিচার করে ও দলের অসুবিধার কথা চিন্তা করে দায়িত্ব ছাড়েননি । কিন্তু ডার্বির পরে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন ।

সাতসকালে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়াকে বিদায় জানাতে এসে সদস্য সমর্থকরা যেভাবে কান্নায় ভেঙে পড়েন তাতে আবেগতাড়িত হয়ে পড়েন আলেয়ান্দ্রো নিজেও । চোখের জল কষ্ট করে চেপে রেখেছিলেন । বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে এসেছিলেন ইস্টবেঙ্গলের বর্তমান দলের ফিজ়িও কার্লোস নোদার ।

সমর্থকদের ভালোবাসায় আবেগতাড়িত হয়ে শহর ছাড়লেন আলেয়ান্দ্রো

এদিকে আলেয়ান্দ্রোর পরিবর্তের খোঁজ চলছে । করিম বেনশারিফা, অ্যাশলে ওয়েস্টউড আগ্রহী থাকলেও সম্ভবত দায়িত্ব পাচ্ছেন মারিও রিবেরা । গতবছর আলেয়ান্দ্রোর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । বর্তমান দলকে জানেন । বিদায়ী কোচের খেলার স্টাইলের সঙ্গে পরিচিত । দলের স্প্যানিশ ব্রিগেডের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কারণেই সম্ভবত দায়িত্ব পেতে চলেছেন মারিও রিবেরা ।

কলকাতা, 23 জানুয়ারি : কলকাতা অতীত, ইস্টবেঙ্গল ছেড়ে স্পেনের পথে পাড়ি দিলেন লাল-হলুদের বিদায়ী কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ৷ আর কোচকে বিদায় জানাতে সাতসকালে কলকাতা বিমান বন্দরে সদস্য সমর্থকরা ভিড় ৷ বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়লেন তাঁরা ।

ডার্বিসহ পরপর তিন ম্যাচে হারের ধাক্কায় ইস্টবেঙ্গলের কোচের পদ খেকে ইস্তফা দিয়েছিলেন গার্সিয়া । দেড় মরসুম লাল-হলুদ ডাগ আউটে বসে ট্রফি জিততে পারেননি । কিন্তু ভালো ফুটবলে সমর্থকদের হৃদয় জিতেছিলেন । চারটি ডার্বি ম্যাচের মধ্যে একটিতে পরাজিত । তারপরই আচমকা পদত্যাগ । কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথা জানিয়েছেন । বলেছেন ডার্বির আগেই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন । কিন্তু, পরিস্থিতি বিচার করে ও দলের অসুবিধার কথা চিন্তা করে দায়িত্ব ছাড়েননি । কিন্তু ডার্বির পরে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন ।

সাতসকালে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়াকে বিদায় জানাতে এসে সদস্য সমর্থকরা যেভাবে কান্নায় ভেঙে পড়েন তাতে আবেগতাড়িত হয়ে পড়েন আলেয়ান্দ্রো নিজেও । চোখের জল কষ্ট করে চেপে রেখেছিলেন । বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে এসেছিলেন ইস্টবেঙ্গলের বর্তমান দলের ফিজ়িও কার্লোস নোদার ।

সমর্থকদের ভালোবাসায় আবেগতাড়িত হয়ে শহর ছাড়লেন আলেয়ান্দ্রো

এদিকে আলেয়ান্দ্রোর পরিবর্তের খোঁজ চলছে । করিম বেনশারিফা, অ্যাশলে ওয়েস্টউড আগ্রহী থাকলেও সম্ভবত দায়িত্ব পাচ্ছেন মারিও রিবেরা । গতবছর আলেয়ান্দ্রোর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । বর্তমান দলকে জানেন । বিদায়ী কোচের খেলার স্টাইলের সঙ্গে পরিচিত । দলের স্প্যানিশ ব্রিগেডের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কারণেই সম্ভবত দায়িত্ব পেতে চলেছেন মারিও রিবেরা ।

Intro:বিদায়ী কোচকে বিদায় জানাতে সাতসকালে কলকাতা বিমান বন্দরে সদস্য সমর্থকরা ভিড় জমিয়ে ছিলেন।বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়লেন তারা। কলকাতা ছেড়ে স্পেনে ফিরে গেলেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। ডার্বিসহ তিন ম্যাচে হারের ধাক্কায় ইস্টবেঙ্গলের কোচের পদে ইস্তফা দিয়েছিলেন।দেড় মরসুম লাল হলুদ ডাগ আউটে বসে ট্রফি জিততে পারেননি।কিন্তু ভালো ফুটবলে সমর্থকদের হৃদয় জিতেছিলেন।চারটি ডার্বি ম্যাচের মধ্যে একটিতে পরাজিত।তারপরেই আচমকা পদত্যাগ।কারন হিসেবে পারিবারিক সমস্যার কথা জানিয়েছেন।বলেছেন ডার্বির আগেই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন।কিন্তু পরিস্থিতি বিচার করে ও দলের অসুবিধার কথা চিন্তা করে দায়িত্ব ছাড়েননি।কিন্তু ডার্বির পরে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।সাতসকালে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়াকে বিদায়ী জানাতে এসে সদস্য সমর্থকরা যেভাবে কান্নায় ভেঙে পড়েন তাতে আবেগ তাড়িত হয়ে পড়েন আলেয়ান্দ্রো স্বয়ং।চোখের জল কষ্ট করে চেপে রেখেছিলেন। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে এসেছিলেন ইস্টবেঙ্গলের বর্তমান দলের ফিজিও কার্লোস নোদার।
এদিকে আলেয়ান্দ্রোর পরিবর্ত খোঁজ চলছে।করিম বেনশেরিফা, আসলে ওয়েস্টউড আগ্রহী থাকলেও সম্ভবত দায়িত্ব পাচ্ছেন মারিও রিবেরা।গতবছর আলেয়ান্দ্রোর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।বর্তমান দলকে জানেন।বিদায়ী কোচের খেলার স্টাইলে র সঙ্গে পরিচিত।দলের স্প্যানিশ ব্রিগেডের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কারনেই সম্ভবত দায়িত্ব পেতে চলেছেন মারিও রিবেরা।


Body:আলেয়ান্দ্রো


Conclusion:
Last Updated : Jan 23, 2020, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.