কলকাতা, 23 জানুয়ারি : কলকাতা অতীত, ইস্টবেঙ্গল ছেড়ে স্পেনের পথে পাড়ি দিলেন লাল-হলুদের বিদায়ী কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ৷ আর কোচকে বিদায় জানাতে সাতসকালে কলকাতা বিমান বন্দরে সদস্য সমর্থকরা ভিড় ৷ বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়লেন তাঁরা ।
ডার্বিসহ পরপর তিন ম্যাচে হারের ধাক্কায় ইস্টবেঙ্গলের কোচের পদ খেকে ইস্তফা দিয়েছিলেন গার্সিয়া । দেড় মরসুম লাল-হলুদ ডাগ আউটে বসে ট্রফি জিততে পারেননি । কিন্তু ভালো ফুটবলে সমর্থকদের হৃদয় জিতেছিলেন । চারটি ডার্বি ম্যাচের মধ্যে একটিতে পরাজিত । তারপরই আচমকা পদত্যাগ । কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথা জানিয়েছেন । বলেছেন ডার্বির আগেই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন । কিন্তু, পরিস্থিতি বিচার করে ও দলের অসুবিধার কথা চিন্তা করে দায়িত্ব ছাড়েননি । কিন্তু ডার্বির পরে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন ।
সাতসকালে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়াকে বিদায় জানাতে এসে সদস্য সমর্থকরা যেভাবে কান্নায় ভেঙে পড়েন তাতে আবেগতাড়িত হয়ে পড়েন আলেয়ান্দ্রো নিজেও । চোখের জল কষ্ট করে চেপে রেখেছিলেন । বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে এসেছিলেন ইস্টবেঙ্গলের বর্তমান দলের ফিজ়িও কার্লোস নোদার ।
এদিকে আলেয়ান্দ্রোর পরিবর্তের খোঁজ চলছে । করিম বেনশারিফা, অ্যাশলে ওয়েস্টউড আগ্রহী থাকলেও সম্ভবত দায়িত্ব পাচ্ছেন মারিও রিবেরা । গতবছর আলেয়ান্দ্রোর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । বর্তমান দলকে জানেন । বিদায়ী কোচের খেলার স্টাইলের সঙ্গে পরিচিত । দলের স্প্যানিশ ব্রিগেডের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কারণেই সম্ভবত দায়িত্ব পেতে চলেছেন মারিও রিবেরা ।