ETV Bharat / sports

জয় দিয়ে শুরু ইস্টবেঙ্গলের শতবর্ষ

জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করল লাল-হলুদ শিবির ৷ ঘরের মাঠে হাইমে কোলাডো ও বিদ্যাসাগর সিংয়ের গোলে আর্মি রেডকে 2-0 গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল ৷

ইস্টবেঙ্গল
author img

By

Published : Aug 3, 2019, 11:37 PM IST

কলকাতা, 3 জুলাই : দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্লাব মাঠে প্রতিযোগিতা মূলক ম্যাচে দল নামালেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে চলতি মরসুম শুরু করল ইস্টবেঙ্গল । প্রথম ম্যাচেই ঘরের মাঠে হাইমে কোলাডো আর বিদ্যাসাগর সিংয়ের গোলে আর্মি রেডের বিরুদ্ধে 2-0 গোলে স্বস্তির জয় পেল লাল-হলুদ শিবির । দলের খেলায় খুশি হলেও মাঠ নিয়ে বিরক্ত লাল হলুদ কোচ । কোচের বিরক্তি ক্লাবের মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের যে চাপ বাড়াবে তা বলাই বাহুল্য ।

দুপুর থেকে লেসলি ক্লডিয়াস সরণি ছিল লাল-হলুদ জনতার দখলে । মরসুমে ক্লাবের প্রথম ম্যাচ দেখতে আগ্রহ ছিল তুঙ্গে । ডুরান্ড কমিটি ম্যাচ টিকিট মাঠ থেকে বিক্রির ব্যবস্থা করেনি । ফলে আতান্তরে পড়ে লাল হলুদ সমর্থকরা । পরে অবশ্য লাল-হলুদ কর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন ৷

আর্মি রেড দলটি নিতান্তই আনকোরা । ফলে অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে দল নামাতে গিয়ে তারুণ্য ও অভিজ্ঞতাকে মিশিয়ে ছিলেন লাল-হলুদ কোচ ৷ বোরহা, কোলাডো, লালরিনডিকা রালতে , সামাদ আলি মল্লিক যেমন ছিলেন তেমনই অভিজিৎ সরকারের যুব ফুটবলারকেও একাদশে রেখে ছিলেন । প্রথম ম্যাচের পর বলা যায় একজন ভালো মানের বিদেশি স্ট্রাইকার চলে আসলে অনেক প্রশ্নের উত্তর মিলবে ।

আলেয়ান্দ্রোর দ্বিতীয় বছরে অনেক বেশি পাস নিজেদের মধ্যে খেলছে ইস্টবেঙ্গলের মাঝমাঠ ও ডিফেন্ডাররা । কিন্তু আক্রমণভাগে ফিনিশারের অভাবে গোল পাওয়ার জন্যে 79 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ৷ বিরতির আগে দু'বার পোস্ট ও একবার প্রতিপক্ষ ডিফেন্ডারের পা বাধা না হয়ে দাঁড়ালে ইস্টবেঙ্গল এগিয়ে যেতেই পারত ।

দ্বিতীয়ার্ধে অনেক বেশি গোছানো আলেয়ান্দ্রো দল । আশি মিনিটে আর্মি রেডের গোলরক্ষক বক্সের বাইরে বিদ্যাসাগর সিংকে ফাউল করলে রেফারি তাঁকে লাল কার্ড দেখান । ফ্রিকিক থেকে গোল করে এগিয়ে দেন কোলাডো । ম্যাচের শেষ মুহুর্তে দলের দ্বিতীয় গোল বিদ্যাসাগর সিংয়ের ।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আলেয়ান্দ্রো মাঠ নিয়ে অভিযোগ তোলেন ৷ তবে দলের প্রথম দিনের পারফরম্যান্স দেখে খুশি লাল-হলুদ কোচ । তিনি জানিয়েছেন ডুরান্ড তার কাছে প্রস্তুতি টুর্নামেন্ট । তার পাখির চোখ আই লিগেই ।

কলকাতা, 3 জুলাই : দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্লাব মাঠে প্রতিযোগিতা মূলক ম্যাচে দল নামালেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে চলতি মরসুম শুরু করল ইস্টবেঙ্গল । প্রথম ম্যাচেই ঘরের মাঠে হাইমে কোলাডো আর বিদ্যাসাগর সিংয়ের গোলে আর্মি রেডের বিরুদ্ধে 2-0 গোলে স্বস্তির জয় পেল লাল-হলুদ শিবির । দলের খেলায় খুশি হলেও মাঠ নিয়ে বিরক্ত লাল হলুদ কোচ । কোচের বিরক্তি ক্লাবের মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের যে চাপ বাড়াবে তা বলাই বাহুল্য ।

দুপুর থেকে লেসলি ক্লডিয়াস সরণি ছিল লাল-হলুদ জনতার দখলে । মরসুমে ক্লাবের প্রথম ম্যাচ দেখতে আগ্রহ ছিল তুঙ্গে । ডুরান্ড কমিটি ম্যাচ টিকিট মাঠ থেকে বিক্রির ব্যবস্থা করেনি । ফলে আতান্তরে পড়ে লাল হলুদ সমর্থকরা । পরে অবশ্য লাল-হলুদ কর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন ৷

আর্মি রেড দলটি নিতান্তই আনকোরা । ফলে অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে দল নামাতে গিয়ে তারুণ্য ও অভিজ্ঞতাকে মিশিয়ে ছিলেন লাল-হলুদ কোচ ৷ বোরহা, কোলাডো, লালরিনডিকা রালতে , সামাদ আলি মল্লিক যেমন ছিলেন তেমনই অভিজিৎ সরকারের যুব ফুটবলারকেও একাদশে রেখে ছিলেন । প্রথম ম্যাচের পর বলা যায় একজন ভালো মানের বিদেশি স্ট্রাইকার চলে আসলে অনেক প্রশ্নের উত্তর মিলবে ।

আলেয়ান্দ্রোর দ্বিতীয় বছরে অনেক বেশি পাস নিজেদের মধ্যে খেলছে ইস্টবেঙ্গলের মাঝমাঠ ও ডিফেন্ডাররা । কিন্তু আক্রমণভাগে ফিনিশারের অভাবে গোল পাওয়ার জন্যে 79 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ৷ বিরতির আগে দু'বার পোস্ট ও একবার প্রতিপক্ষ ডিফেন্ডারের পা বাধা না হয়ে দাঁড়ালে ইস্টবেঙ্গল এগিয়ে যেতেই পারত ।

দ্বিতীয়ার্ধে অনেক বেশি গোছানো আলেয়ান্দ্রো দল । আশি মিনিটে আর্মি রেডের গোলরক্ষক বক্সের বাইরে বিদ্যাসাগর সিংকে ফাউল করলে রেফারি তাঁকে লাল কার্ড দেখান । ফ্রিকিক থেকে গোল করে এগিয়ে দেন কোলাডো । ম্যাচের শেষ মুহুর্তে দলের দ্বিতীয় গোল বিদ্যাসাগর সিংয়ের ।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আলেয়ান্দ্রো মাঠ নিয়ে অভিযোগ তোলেন ৷ তবে দলের প্রথম দিনের পারফরম্যান্স দেখে খুশি লাল-হলুদ কোচ । তিনি জানিয়েছেন ডুরান্ড তার কাছে প্রস্তুতি টুর্নামেন্ট । তার পাখির চোখ আই লিগেই ।

Intro:দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্লাব মাঠে প্রতিযোগিতা মূলক ম্যাচ খেললেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে চলতি মরসুম শুরু করল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ আর্মি রেডের বিরুদ্ধে 2-0 গোলে জয় স্বস্তির। কিন্তু লাল হলুদ কোচ খুশি বিরক্ত। দলের প্রথম দিনের পারফরম্যান্স তাকে আপাত খুশি করলেও ইস্টবেঙ্গল মাঠ নিয়ে তার খচখচানি রয়ে গিয়েছে। কোচের বিরক্তি ক্লাবের মাঠ রক্ষনাবেক্ষন এর দায়িত্বে থাকা ব্যক্তিদের কাজ বাড়াবে।
দুপুর থেকে লেসলি ক্লডিয়াস সরনি লাল হলুদ জনতার দখলে। ক্লাবের প্রথম ম্যাচ দেখতে আগ্রহ ছিল তুঙ্গে। ডুরান্ড কমিটি ম্যাচ টিকিট মাঠ থেকে বিক্রির ব্যবস্থা করেনি। ফলে আতান্তরে লাল হলুদ সমর্থকরা।
আর্মি রেড দলটি নিতান্তই আনকোরা। ফলে অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে দল নামাতে গিয়ে তারুন্য ও অভিঞ্জতা কে মিশিয়ে ছিলেন। বোরহা, কোলাডো লালরিনডিকা রালতে সামাদ আলি মল্লিক যেমন ছিলেন তেমনই অভিজিৎ সরকারের মত অভিষেক কারী ফুটবলারকে একাদশে রেখে ছিলেন। প্রথম ম্যাচের পরে বলা যায় একজন ভালো মানের বিদেশি স্ট্রাইকার চলে আসলে অনেক প্রশ্নের উত্তর মিলবে।
আলেয়ান্দ্রো র দ্বিতীয় বছরে অনেক বেশি পাস নিজেদের মধ্যে খেলছে ইস্টবেঙ্গল মাঝমাঠ ও ডিফেন্ডার রা।কিন্তু আক্রমনভাগের ভেদ শক্তির অভাব গোল পাওয়ার জন্যে দলকে 79 মিনিট অবধি অপেক্ষা করিয়ে রাখল।
রেড আর্মি দলটি ধারে ভারে শক্তিশালী নয়। তাই বিরতির আগে তিনবার নিশ্চিত গোলের সামনে দুইবার পোস্ট ও প্রতিপক্ষ ডিফেন্ডার এর পা বাধা না হয়ে দাড়ালে ইস্টবেঙ্গল এগিয়ে যেতে পারত। দ্বিতীয়ার্ধে অনেক বেশি গোছানো আলেয়ান্দ্রো দল। আশি মিনিটে আর্মি রেডের গোলরক্ষক বক্সের বাইরে বিদ্যাসাগর সিংকে ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফ্রিকিক থেকে গোল করে এগিয়ে দেন কোলাডো। ম্যাচের শেষ মুহুর্তে দলের দ্বিতীয় গোল বিদ্যাসাগর সিংয়ের।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে আলেয়ান্দ্রো মাঠ শক্ত বলে অভিযোগ করেছেন। তবে দলের প্রথম দিনের পারফরম্যান্স দেখে খুশি। ডুরান্ড তার কাছে প্রস্তুতি টুর্নামেন্ট। তার পাখির চোখ আই লিগ।


Body:ইস্ট


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.