ETV Bharat / sports

জামশেদপুরকে 6 গোলে হারাল ইস্টবেঙ্গল - East Bengal win

ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসিকে 6 গোলে হারাল ইস্টবেঙ্গল ৷ প্রথম একাদশে 9 পরিবর্তন হলেও তেজ কমেনি মশাল শিবিরের ৷

ইস্টবেঙ্গল
author img

By

Published : Aug 6, 2019, 10:11 PM IST

কলকাতা, 6 অগাস্ট : স্পর্ধার শতবর্ষে আশা জাগাচ্ছে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ইস্টবেঙ্গল । ডুরান্ড কাপে আর্মি রেডকে দু'গোলে হারানোর পরে জামশেদপুর সিটি FC-কে ছয় গোলে উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড । হাফ ডজন গোলের ম্যাচে সেরা পিন্টু মাহাত । জোড়া গোল হাইমে কোলাডো, বিদ্যাসাগর সিংয়ের । একটি করে গোল পিন্টু মাহাত ও হাওকিপের ।

আর্মি রেডের বিরুদ্ধে খেলা একাদশে নয়টি বদল করেছিলেন লাল হলুদ কোচ । রক্ষণে স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপোর সঙ্গে অভিষেক হল আরেক ডিফেন্ডার আশের আখতারের । ক্রেসপোকে 47মিনিটে আলেয়ান্দ্রো তুলে নিলেও বেঙ্গালুরু FC থেকে আসা আশের আখতারকে পুরো 90 মিনিট খেলালেন । তরুণ ডিফেন্ডার দেখালেন স্প্যানিশ ডিফেন্ডারদের ছায়াতে থাকতে নয়, তিনি লাল হলুদ রক্ষণে নির্ভরতা দিতেই এসেছেন ।

লাল হলুদ কোচ বলেছেন, তিনি ডুরান্ড কাপকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখতে চান । তাই এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে রোটেশন পদ্ধতি প্রয়োগ করবেন । আর্মি রেড ম্যাচের একাদশে নয়টি বদল সেই কথার বাস্তবায়ন । তবে একাদশে ব্যাপক পরিবর্তনেও ইস্টবেঙ্গলের খেলার স্টাইলে পরিবর্তন হয়নি । বরং আরও ঝকঝকে হয়েছে ।

প্রথম দশ মিনিটে হাইমে কোলাডোর জোড়া গোলে ম্যাচের রাশ ইস্টবেঙ্গল নিজেদের পায়ে তুলে নিয়েছিল । স্প্যানিশ স্ট্রাইকার দুই ম্যাচে তিন গোল করলেও চোট পাওয়ায় অল্প সময়ের মধ্যে বাইরে যেতে বাধ্য হন । কিন্তু কোলাডো চলে গেলেও সমস্যায় পড়েনি লাল-হলুদ শিবির । বিরতির আগে পিন্টু মাহাতর গোল প্রতিপক্ষ জামশেদপুর সিটি FC-কে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় । যা তাদের পরবর্তী সময়ে ফিরতে দেয়নি ।

ছয় গোলের ম্যাচে বাকি তিন গোল দ্বিতীয়ার্ধে । পুরো সময় খেললেন পিন্টু মাহাত । সবুজ মেরুন জার্সি ছেড়ে চলতি মরসুমে লাল হলুদে এসেছেন জঙ্গলমহলের উইঙ্গার । জার্সি বদলালেও পিন্টুর খেলার ঝাঁঝ বদলায়নি । পুরো সময় খেললেন, গোল করে ও করিয়ে হলেন ম্যাচের সেরাও ।

এই মরশুমে ইস্টবেঙ্গল ফুটবল দলের গড় বয়স অনেক কম । তাই সাহস ও গতি অনেকটাই বেশি । ইস্টবেঙ্গলের তরুণ তুর্কিদের গতি ও পাসের সফল যুগলবন্দীর জবাব জামশেদপুর সিটি FC-র কাছে ছিল না । প্রথম ম্যাচে গোল করার পরে দ্বিতীয় ম্যাচেও জোড়া গোল করলেন বিদ্যাসাগর সিং । ছয় গোলের ম্যাচে শেষ গোল হাওকিপের , যা টিম ইস্টবেঙ্গলের বাড়তি পাওনা ৷ দুই ম্যাচে ছয় পয়েন্ট । সঙ্গে আট গোল । ডুরান্ডের শেষ চার প্রায় পাকা আলেয়ান্দ্রোর লাল হলুদ ব্রিগেডের ।

কলকাতা, 6 অগাস্ট : স্পর্ধার শতবর্ষে আশা জাগাচ্ছে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ইস্টবেঙ্গল । ডুরান্ড কাপে আর্মি রেডকে দু'গোলে হারানোর পরে জামশেদপুর সিটি FC-কে ছয় গোলে উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড । হাফ ডজন গোলের ম্যাচে সেরা পিন্টু মাহাত । জোড়া গোল হাইমে কোলাডো, বিদ্যাসাগর সিংয়ের । একটি করে গোল পিন্টু মাহাত ও হাওকিপের ।

আর্মি রেডের বিরুদ্ধে খেলা একাদশে নয়টি বদল করেছিলেন লাল হলুদ কোচ । রক্ষণে স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপোর সঙ্গে অভিষেক হল আরেক ডিফেন্ডার আশের আখতারের । ক্রেসপোকে 47মিনিটে আলেয়ান্দ্রো তুলে নিলেও বেঙ্গালুরু FC থেকে আসা আশের আখতারকে পুরো 90 মিনিট খেলালেন । তরুণ ডিফেন্ডার দেখালেন স্প্যানিশ ডিফেন্ডারদের ছায়াতে থাকতে নয়, তিনি লাল হলুদ রক্ষণে নির্ভরতা দিতেই এসেছেন ।

লাল হলুদ কোচ বলেছেন, তিনি ডুরান্ড কাপকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখতে চান । তাই এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে রোটেশন পদ্ধতি প্রয়োগ করবেন । আর্মি রেড ম্যাচের একাদশে নয়টি বদল সেই কথার বাস্তবায়ন । তবে একাদশে ব্যাপক পরিবর্তনেও ইস্টবেঙ্গলের খেলার স্টাইলে পরিবর্তন হয়নি । বরং আরও ঝকঝকে হয়েছে ।

প্রথম দশ মিনিটে হাইমে কোলাডোর জোড়া গোলে ম্যাচের রাশ ইস্টবেঙ্গল নিজেদের পায়ে তুলে নিয়েছিল । স্প্যানিশ স্ট্রাইকার দুই ম্যাচে তিন গোল করলেও চোট পাওয়ায় অল্প সময়ের মধ্যে বাইরে যেতে বাধ্য হন । কিন্তু কোলাডো চলে গেলেও সমস্যায় পড়েনি লাল-হলুদ শিবির । বিরতির আগে পিন্টু মাহাতর গোল প্রতিপক্ষ জামশেদপুর সিটি FC-কে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় । যা তাদের পরবর্তী সময়ে ফিরতে দেয়নি ।

ছয় গোলের ম্যাচে বাকি তিন গোল দ্বিতীয়ার্ধে । পুরো সময় খেললেন পিন্টু মাহাত । সবুজ মেরুন জার্সি ছেড়ে চলতি মরসুমে লাল হলুদে এসেছেন জঙ্গলমহলের উইঙ্গার । জার্সি বদলালেও পিন্টুর খেলার ঝাঁঝ বদলায়নি । পুরো সময় খেললেন, গোল করে ও করিয়ে হলেন ম্যাচের সেরাও ।

এই মরশুমে ইস্টবেঙ্গল ফুটবল দলের গড় বয়স অনেক কম । তাই সাহস ও গতি অনেকটাই বেশি । ইস্টবেঙ্গলের তরুণ তুর্কিদের গতি ও পাসের সফল যুগলবন্দীর জবাব জামশেদপুর সিটি FC-র কাছে ছিল না । প্রথম ম্যাচে গোল করার পরে দ্বিতীয় ম্যাচেও জোড়া গোল করলেন বিদ্যাসাগর সিং । ছয় গোলের ম্যাচে শেষ গোল হাওকিপের , যা টিম ইস্টবেঙ্গলের বাড়তি পাওনা ৷ দুই ম্যাচে ছয় পয়েন্ট । সঙ্গে আট গোল । ডুরান্ডের শেষ চার প্রায় পাকা আলেয়ান্দ্রোর লাল হলুদ ব্রিগেডের ।

Intro:স্পর্ধার শতবর্ষে আশা জাগাচ্ছে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে আর্মি রেডকে দু'গোলে হারানোর পরে জামশেদপুর সিটি এফসিকে ছয় গোলে উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড। ছয় শূন্য গোলের ম্যাচে ম্যাচের সেরা পিন্টু মাহাতা। জোড়া গোল হাইমে কোলাডো, বিদ্যাসাগর সিংয়ের। একটি করে গোল পিন্টু মাহাতা ও হাওকিপের।
আর্মি রেডের বিরুদ্ধে খেলা একাদশে নয়টি বদল করেছিলেন লাল হলুদ কোচ। রক্ষণে স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপোর অভিষেকের দিনে নজর কাড়লেন আরেক অভিষেক কারী ডিফেন্ডার আশের আখতার। ক্রেসপোকে 47মিনিটে আলেয়ান্দ্রো তুলে নিলেও বেঙ্গালেরু এফসি থেকে আসা আশের আখতার কে পুরো নব্বই মিনিট খেলালেন। তরুণ ডিফেন্ডার দেখালেন স্প্যানিশ ডিফেন্ডার দের ছায়াতে থাকতে নয় তিনি লাল হলুদ রক্ষণে নির্ভরতা দিতে এসেছেন।
লাল হলুদ কোচ বলেছেন তিনি ডুরান্ড কাপকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখতে চান। তাই এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে রোটেশন পদ্ধতি প্রয়োগ করবেন। আর্মি রেড ম্যাচের একাদশে নয়টি বদল সেই কথার বাস্তবায়ন। তবে একাদশে ব্যাপক পরিবর্তনেও ইস্টবেঙ্গলের খেলার স্টাইলে পরিবর্তন হয়নি। বরং আরও ঝকঝকে হয়েছে।
প্রথম দশ মিনিটে হাইমে কোলাডোর জোড়া গোলে ম্যাচের রাশ ইস্টবেঙ্গল নিজেদের পায়ে তুলে নিয়েছিল। স্প্যানিশ স্ট্রাইকার দুই ম্যাচে তিন গোল করলেও চোট পাওয়ায় অল্প সময়ের মধ্যে বাইরে যেতে বাধ্য হন। কিন্তু কোলাডো চলে গেলেও সমস্যায় পড়েনি। বিরতির আগে পিন্টু মাহাতার গোল প্রতিপক্ষ জামশেদপুর সিটি এফসি কে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয়। যা তাদের পরবর্তী সময়ে ফিরতে দেয়নি।
ছয় গোলের ম্যাচে বাকি তিন গোল দ্বিতীয়ার্ধে। পুরো সময় খেললেন পিন্টু মাহাতা। সবুজ মেরুন জার্সি ছেড়ে চলতি মরসুমে লাল হলুদে এসেছেন জঙ্গল মহলের উইঙ্গার। জার্সি বদলালেও পিন্টু র খেলার ঝাজ বদলায় নি। পুরো সময় খেললেন, গোল করে ও করিয়ে ম্যাচের সেরা।
এই মরসুমে ইস্টবেঙ্গল ফুটবল দলের গড় বয়স কম। তাই সাহস ও গতি বেশি। গতি ও পাসের সফল যুগলবন্দী র জবাব জামশেদপুর সিটি এফসির কাছে ছিল না। প্রথম ম্যাচে গোল করার পরে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল বিদ্যাসাগর সিং। ছয় গোলের ম্যাচে শেষ গোল হাউকিপের, যা টিম ইস্টবেঙ্গলের অভিঞ্জান।
দুই ম্যাচে ছয় পয়েন্ট। সঙ্গে আট গোল। কার্যত ডুরান্ডের শেষ চারে আলেয়ান্দ্রোর লাল হলুদ ব্রিগেড।



Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.