ETV Bharat / sports

বোরহাকে রেখেই ডার্বির ভাবনা আলেয়ান্দ্রোর

আই লিগের পয়েন্ট টেবিলের মগডালে থাকা ইস্টবেঙ্গলের পরবর্তী চ্যালেঞ্জ ডার্বি জয় । শুরু হয়ে গেছে ডার্বি নিয়ে চিন্তা ভাবনা ৷ তবে চাপ থাকলেও ধাপে ধাপে লক্ষ্য স্থির করতে চাইছেন লাল-হলুদ চাণক্য ।

image
ইস্টবেঙ্গল
author img

By

Published : Dec 15, 2019, 7:29 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : ট্রাও FC -র ম্যাচে জয়, আই লিগের পয়েন্ট টেবিলের মগডালে তুলে দিয়েছে ইস্টবেঙ্গলকে । এবার চ্যালেঞ্জ ডার্বি জয় । রবিবার সকালে ফুটবলারদের রিকভারি সেশন করানোর পরে আপাতত দু’দিন বিশ্রাম ফুটবলারদের । তারপরই ডার্বির পরিকল্পনা শুরু করতে চান আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া ।

ট্রাও FC ম্যাচের প্রথম একাদশের ফুটবলাররা ফিজিও কার্লোস নোদারের অধীনে অনুশীলন করলেন ৷ বাকিদের পরখ করে দেখে নিলেন লাল-হলুদ কোচ স্বয়ং । অনুশীলনে পাসিং ফুটবলের উপর জোর দিলেন ইস্টবেঙ্গলের হেডস্যার ।

কলকাতায় কোচিং করতে এসে এখনও ডার্বিতে তিনি অপরাজিত । যদিও এই বিষয়টিকে লাল হলুদের স্প্যানিশ কোচ পাত্তাই দিচ্ছেন না । কারণ ডার্বির আবেগ, গুরুত্ব তার জানা । একই সঙ্গে আইলিগে শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো রয়েছেই । মোহনবাগানকে তাই যথেষ্ট সমীহ করছেন আলেয়ান্দ্রো ৷

ডার্বির ভাবনা ইস্টবেঙ্গলে

চোট সারিয়ে অনুশীলনে বল পায়ে নেমে পড়েছেন বোরহা গোমেজ । তবে তাঁকে ডার্বিতে নামানো হবে কি না তা কয়েক দিন দেখার পরেই সিদ্ধান্ত নিতে চাইছেন লাল-হলুদ কোচ । এই বিষয়ে ফিজ়িও নোদারের রিপোর্টও বড় ভূমিকা নেবে । শনিবার ছিল ডিফেন্ডার আসির আখতারের জন্মদিন । ম্যাচ থাকায় সেলিব্রেশন হয়নি । তাই রবিবার রিকভারি সেশনের পরে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হল । চাপ থাকলেও ধাপে ধাপে লক্ষ্য স্থির করতে চাইছেন লাল-হলুদ চাণক্য ।

কলকাতা, 15 ডিসেম্বর : ট্রাও FC -র ম্যাচে জয়, আই লিগের পয়েন্ট টেবিলের মগডালে তুলে দিয়েছে ইস্টবেঙ্গলকে । এবার চ্যালেঞ্জ ডার্বি জয় । রবিবার সকালে ফুটবলারদের রিকভারি সেশন করানোর পরে আপাতত দু’দিন বিশ্রাম ফুটবলারদের । তারপরই ডার্বির পরিকল্পনা শুরু করতে চান আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া ।

ট্রাও FC ম্যাচের প্রথম একাদশের ফুটবলাররা ফিজিও কার্লোস নোদারের অধীনে অনুশীলন করলেন ৷ বাকিদের পরখ করে দেখে নিলেন লাল-হলুদ কোচ স্বয়ং । অনুশীলনে পাসিং ফুটবলের উপর জোর দিলেন ইস্টবেঙ্গলের হেডস্যার ।

কলকাতায় কোচিং করতে এসে এখনও ডার্বিতে তিনি অপরাজিত । যদিও এই বিষয়টিকে লাল হলুদের স্প্যানিশ কোচ পাত্তাই দিচ্ছেন না । কারণ ডার্বির আবেগ, গুরুত্ব তার জানা । একই সঙ্গে আইলিগে শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো রয়েছেই । মোহনবাগানকে তাই যথেষ্ট সমীহ করছেন আলেয়ান্দ্রো ৷

ডার্বির ভাবনা ইস্টবেঙ্গলে

চোট সারিয়ে অনুশীলনে বল পায়ে নেমে পড়েছেন বোরহা গোমেজ । তবে তাঁকে ডার্বিতে নামানো হবে কি না তা কয়েক দিন দেখার পরেই সিদ্ধান্ত নিতে চাইছেন লাল-হলুদ কোচ । এই বিষয়ে ফিজ়িও নোদারের রিপোর্টও বড় ভূমিকা নেবে । শনিবার ছিল ডিফেন্ডার আসির আখতারের জন্মদিন । ম্যাচ থাকায় সেলিব্রেশন হয়নি । তাই রবিবার রিকভারি সেশনের পরে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হল । চাপ থাকলেও ধাপে ধাপে লক্ষ্য স্থির করতে চাইছেন লাল-হলুদ চাণক্য ।

Intro:ট্রাও ম্যাচের তিন পয়েন্ট পয়েন্ট টেবিলের মগডালে তুলে দিয়েছে।এবার চ্যালেঞ্জ ডার্বির জয়।রবিবার সকালে ফুটবলারদের রিকভারি সেশন করানোর পরে আপাতত বিশ্রাম। অন্তত দুদিন। তার পরেই ডার্বির পরিকল্পনা শুরু করতে চান আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া।ট্রাও ম্যাচের একাদশের ফুটবলাররা ফিজিও কার্লোস নোদারের অধীনে অনুশীলন করলেও বাকিদের পরখ করলেন লাল হলুদ কোচ স্বয়ং। সেখানে পাসিং ফুটবলে জোর।কলকাতায় কোচিং করতে এসে ডার্বিতে তিনি অপরাজিত।বিষয়টিকে লাল হলুদের স্প্যানিশ হেডস্যার পাত্তা দিচ্ছেন না।কারন ডার্বির আবেগ গুরুত্ব তার জানা।একই সঙ্গে শীর্ষস্থান দখলে রাখার চ্যালেঞ্জ তো রয়েছে।আলেয়ান্দ্রো তাই মোহনবাগান কে সমীহ করার বার্তা দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টায়।অনুশীলনে বল পায়ে নেমে পড়েছেন বোরহা গোমেজ।তবে তাকে ডার্বিতে নামানো যাবে কি না তা নিয়ে কয়েক দিন দেখার পরে সিদ্ধান্ত নিতে চান।এব্যাপারে ফিজিও নোদারের রিপোর্ট বড় ভূমিকা নেবে।শনিবার ছিল ডিফেন্ডার আসির আখতারের জন্ম দিন।ম্যাচ থাকায় সেলিব্রেশন হয়নি।তাই রবিবার রিকভারি সেশনের পরে কেক কেটে উদযাপন করা হল।হাসি ঠাট্টা, হালকা মেজাজের মধ্যেই ডার্বি নিয়ে সচেতনতা র চোরা স্রোত লাল হলুদ সাজঘরে।যা ধীরে ধীরে জাকিয়ে বসবে। ধাপে ধাপে লক্ষ্য স্থির করতে চাইছেন লাল হলুদ চাণক্য।


Body:ডি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.