ETV Bharat / sports

আরও অনেকটা পথ যেতে হবে, বলছেন রবি ফাওলার - স্টবেঙ্গল

15 ডিসেম্বর ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে । মাঝের কয়েকদিনে ড্যানিয়েল ফক্স এবং অ্যারন হ্যালোওয়েকে ফিট করে তোলার চেষ্টা চলছে । পাশাপাশি দলের খেলার সামগ্রিক মানের উন্নয়নকে পাখির চোখ করছেন ফাওলার। ইউজিন লিংডোকে লাল কার্ড দেখিয়ে বের করে দিয়েছিলেন রেফারি ।

east bengal coach ravi fowler happy with the performance of team
আরও অনেকটা পথ যেতে হবে, বলছেন রবি ফাওলার
author img

By

Published : Dec 11, 2020, 6:38 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : দলের হার না মানা মনোভাবের প্রশংসায় রবি ফাওলার । জামশেদপুর এফসির বিরুদ্ধে দশ জনে খেলে আইএসএলে প্রথম পয়েন্টের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল । পিছিয়ে পড়া অবস্থা থেকে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার প্রশংসায় সবাই । কোচ হিসেবে ফুটবলারদের এই লড়াইয়ের প্রশংসা করছেন ফাওলার নিজেও । বলেন, "আমরা চারিত্রিকভাবে কতটা দৃঢ়তা দেখাতে পারি, তার প্রমাণ জামশেদপুর ম্যাচ । তবে এখানেই শেষ নয় বরং শুরু বলতে পারেন । আরও অনেক কিছু দেখানোর এবং প্রমাণ করার রয়েছে আমাদের । ফুটবলারদের সামনে তাকাতে বলেছি।আরও অনেকটা পথ যাওয়ার কথাও বলেছি ওদের । এই পয়েন্ট পাওয়া ছেলেদের উদ্বুদ্ধ করবে।"

15 ডিসেম্বর ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে । মাঝের কয়েকদিনে ড্যানিয়েল ফক্স এবং অ্যারন হ্যালোওয়েকে ফিট করে তোলার চেষ্টা চলছে । পাশাপাশি দলের খেলার সামগ্রিক মানের উন্নয়নকে পাখির চোখ করছেন ফাওলার । ইউজিন লিংডোকে লাল কার্ড দেখিয়ে বের করে দিয়েছিলেন রেফারি । এক ঘণ্টার বেশি সময় দশজনে খেলতে হয়েছে । রেফারির সিদ্ধান্ত নিয়ে সরব সবাই। লাল হলুদ থিঙ্কট্যাঙ্ক থেকে বলা হয়েছে, "একটা সময় মনে হচ্ছিল বারো জনের বিরুদ্ধে খেলছি।"

দশজন হয়ে যাওয়ার পর দলকে নতুনভাবে সংঘবদ্ধ করতে হয়েছিল বলে জানিয়েছেন লাল হলুদ হেডস্যার । ফুটবলারদের বলেছিলেন প্রতিপক্ষ যেন গোল না দিতে পারে । কোচের কথা পালনের সঙ্গে মরিয়া লড়াই করে এক পয়েন্ট তুলে নিয়েছেন ইরশাদ, নারায়ণ দাসরা । যা লাল-হলুদ হেডস্যারের চোখে ইতিবাচক দিক । টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই নিজেকে মেলে ধরছেন পিলকিংটন, মাঘোমা জামশেদপুরের বিরুদ্ধে স্টেইনম্যানকে নতুনভাবে তুলে ধরেছিলেন। দলের বিদেশি ফুটবলারদের নিংড়ে দেওয়া পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে লিভারপুল কিংবদন্তির ।

আরও পড়ুন : অবশেষে আইএসএলে পয়েন্টের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল

পাল্লা দিয়ে ভালো খেলার চেষ্টা করছেন ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলাররা। লাল হলুদ কোচের মতে ফিটনেসের উন্নতির সঙ্গে খেলা আরও ভালো হবে। মহম্মদ ইরশাদের ম্যাচের সেরা হওয়া, ভালো খেলার স্বীকৃতি তা মনে করিয়ে দিয়েছেন ফাওলার। চোট আঘাত সমস্যা কাটিয়ে তোলার দায় রয়েছে । স্ট্রাইকারদের গোলের পথ খুঁজে পাওয়ার চেষ্টায় সাহায্য করার দায়িত্ব রয়েছে ফাওলারের । পয়েন্ট টেবিলে খাতা খোলার পর লাল হলুদ শিবির বলছে আর একটু গুছিয়ে নিতে পারলেই অন্য চেহারায় দেখা যাবে।

কলকাতা, 11 ডিসেম্বর : দলের হার না মানা মনোভাবের প্রশংসায় রবি ফাওলার । জামশেদপুর এফসির বিরুদ্ধে দশ জনে খেলে আইএসএলে প্রথম পয়েন্টের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল । পিছিয়ে পড়া অবস্থা থেকে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার প্রশংসায় সবাই । কোচ হিসেবে ফুটবলারদের এই লড়াইয়ের প্রশংসা করছেন ফাওলার নিজেও । বলেন, "আমরা চারিত্রিকভাবে কতটা দৃঢ়তা দেখাতে পারি, তার প্রমাণ জামশেদপুর ম্যাচ । তবে এখানেই শেষ নয় বরং শুরু বলতে পারেন । আরও অনেক কিছু দেখানোর এবং প্রমাণ করার রয়েছে আমাদের । ফুটবলারদের সামনে তাকাতে বলেছি।আরও অনেকটা পথ যাওয়ার কথাও বলেছি ওদের । এই পয়েন্ট পাওয়া ছেলেদের উদ্বুদ্ধ করবে।"

15 ডিসেম্বর ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে । মাঝের কয়েকদিনে ড্যানিয়েল ফক্স এবং অ্যারন হ্যালোওয়েকে ফিট করে তোলার চেষ্টা চলছে । পাশাপাশি দলের খেলার সামগ্রিক মানের উন্নয়নকে পাখির চোখ করছেন ফাওলার । ইউজিন লিংডোকে লাল কার্ড দেখিয়ে বের করে দিয়েছিলেন রেফারি । এক ঘণ্টার বেশি সময় দশজনে খেলতে হয়েছে । রেফারির সিদ্ধান্ত নিয়ে সরব সবাই। লাল হলুদ থিঙ্কট্যাঙ্ক থেকে বলা হয়েছে, "একটা সময় মনে হচ্ছিল বারো জনের বিরুদ্ধে খেলছি।"

দশজন হয়ে যাওয়ার পর দলকে নতুনভাবে সংঘবদ্ধ করতে হয়েছিল বলে জানিয়েছেন লাল হলুদ হেডস্যার । ফুটবলারদের বলেছিলেন প্রতিপক্ষ যেন গোল না দিতে পারে । কোচের কথা পালনের সঙ্গে মরিয়া লড়াই করে এক পয়েন্ট তুলে নিয়েছেন ইরশাদ, নারায়ণ দাসরা । যা লাল-হলুদ হেডস্যারের চোখে ইতিবাচক দিক । টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই নিজেকে মেলে ধরছেন পিলকিংটন, মাঘোমা জামশেদপুরের বিরুদ্ধে স্টেইনম্যানকে নতুনভাবে তুলে ধরেছিলেন। দলের বিদেশি ফুটবলারদের নিংড়ে দেওয়া পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে লিভারপুল কিংবদন্তির ।

আরও পড়ুন : অবশেষে আইএসএলে পয়েন্টের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল

পাল্লা দিয়ে ভালো খেলার চেষ্টা করছেন ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলাররা। লাল হলুদ কোচের মতে ফিটনেসের উন্নতির সঙ্গে খেলা আরও ভালো হবে। মহম্মদ ইরশাদের ম্যাচের সেরা হওয়া, ভালো খেলার স্বীকৃতি তা মনে করিয়ে দিয়েছেন ফাওলার। চোট আঘাত সমস্যা কাটিয়ে তোলার দায় রয়েছে । স্ট্রাইকারদের গোলের পথ খুঁজে পাওয়ার চেষ্টায় সাহায্য করার দায়িত্ব রয়েছে ফাওলারের । পয়েন্ট টেবিলে খাতা খোলার পর লাল হলুদ শিবির বলছে আর একটু গুছিয়ে নিতে পারলেই অন্য চেহারায় দেখা যাবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.