কলকাতা, 16 অক্টোবর : দল গঠনের প্রক্রিয়া শুরুর মধ্য়েই এবার গোয়ার উদ্দেশে রওনা দেন এসসি ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলাররা ৷ শুক্রবার সাতসকালে কলকাতা বিমানবন্দর থেকে জৈব সুরক্ষা বলয়ের মধ্য়ে তাঁরা গোয়া রওনা দেন ৷ ISL-র এগারো নম্বর দল হিসেবে ইস্টবেঙ্গল গোয়ায় পা রাখছে ৷ সেই দলে ছিলেন জেজে, নারায়ণ দাস, মহম্মদ রফিক, চুলোভা, বলবন্ত সিং সহ 18 জন ভারতীয় ফুটবলার ৷ কয়েকজন বিদেশি ফুটবলারও আজ গোয়ায় পা রাখবেন ৷ লালহলুদ শিবিরের ব্রিটিশ কোচ রবি ফাওলারও এ দিন তাঁর সাত সদস্য়ের কোচিং ব্রিগেড নিয়ে গোয়ায় পৌঁছাবেন ৷ জৈব সুরক্ষা বলয়ের মধ্য়ে হোটেলের ঘরে আইসোলেশনে থাকার পর পুরোদমে অনুশীলনে নামবেন লালহলুদ ফুটবলাররা ৷
লিভারপুলের কিংবদন্তী ফুটবলা রবি ফাওলার কোচিং-এর দায়িত্ব নিয়েই নয়া চমক দিয়েছেন ৷ কোচিং টিমে একজন গোলরক্ষক কোচ ছাড়াও, একজন সেটপিস কোচ নিয়োগ করেছেন তিনি ৷ রবি ফাওলার ইতিমধ্য়ে জানিয়েছেন, ইস্টবেঙ্গলের ইতিহাস, অবদান এবং কৃতিত্ব সম্বন্ধে তিনি জানেন ৷ ভারতের মাটিতে তাই তাঁর কাজ করা নতুন চ্য়ালেঞ্জ হতে চলেছে ৷ তিনি বলেন,
এটা আমার কাছে নতুন লিগ এবং নতুন চ্যালেঞ্জ। তাই অধীর আগ্রহে তাকিয়ে আছি।নিসন্দেহে বড় চ্যালেঞ্জ আমার কাছে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করতে আমরা কিছুটা হলেও দেরি করে ফেলেছি। কিন্তু আমি এবং আমার কোচিং দলের ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী। ডার্বির গুরুত্ব আগ্রহ সম্বন্ধে আমরা সচেতন। লাখ লাখ সমর্থক ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে। তাদের মুখে হাসি ফোটানো চ্যালেঞ্জ হবে ৷
তবে, এখনই সব বিদেশি ফুটবলারদের নাম প্রকাশ্য়ে আনছে না ইস্টবেঙ্গলের নয়া স্পনসর শ্রী সিমেন্ট ৷ কারণ হিসেবে জানানো হয়েছে, ISL খেলার জন্য় ক্লাবের নয়া লাইসেন্স প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ফুটবলারদের নাম সরকারিভাবে প্রকাশ করা যাচ্ছে না ৷ তবে, স্কট নেভিলের মতো অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব দল থেকে ফুটবলার নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে আয়োজনের ফলে কোনও ত্রুটি রাখতে চাইছে না এসসি ইস্টবেঙ্গল। সলতে পাকানোর কাজ শুরু হয়েছে । এখন দেখার অভিষেকের বছরে লাল হলুদ চমক দিতে পারে কি না ।