ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের মিশন কাশ্মীর সফল - ileague

লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রইল ইস্টবেঙ্গল

ম্যাচের দুই গোলদাতা
author img

By

Published : Feb 28, 2019, 5:47 PM IST

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : রিয়াল কাশ্মীর FC-কে ২-১ গোলে হারিয়ে আইলিগ তালিকায় দ্বিতীয় স্থানে রইল ইস্টবেঙ্গল। ১৮ ম্যাচে লাল হলুদের পয়েন্ট ৩৬। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন এনরিকে ও কোলাডো। রিয়াল কাশ্মীরের হয়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান অ্যারন ক্যাটাবে।

আইলিগের সবচেয়ে নাটকীয় ম্যাচ ঘিরে উত্তেজনা কম ছিল না। মাঠের বাইরের অস্থিরতা এই দুই দলের মেঠো পারফরম্যান্সের চেয়ে বেশি আকর্ষনীয় হয়ে উঠেছিল। অবশেষে ম্যাচটি দিল্লির নেহরু স্টেডিয়ামে আয়োজন করতে পেরে স্বস্তির হাসি ফেডারেশন কর্তাদের মুখে।

কলকাতায় ট্যাকটিকাল ফুটবল খেলে পয়েন্ট কেড়েছিলেন রবার্টসন। আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলে ১-১ গোলে ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল রিয়াল কাশ্মীর। দিল্লির মাটিতে তাই প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন এনরিকে, লালরিনডিকা রালতেরা। তাদের কাজ সহজ হয়ে যায় ২৮ মিনিটে টিটে রেড কার্ড দেখায়। ফলে ১০ জনের রিয়াল কাশ্মীরের পক্ষে ইস্টবেঙ্গলকে থামানো সম্ভব হয়নি। ম্যাচের ২০ মিনিটে ডানমাওয়াইয়ার সেন্টার নিখুঁত হেডে জালে পাঠান এনরিকে। এসময় একের পর এক লাল হলুদ আক্রমণে কাশ্মীর কার্যত ব্যাকফুটে চলে যায়। ঝোড়ো আক্রমণের ফসল হিসেবে ইস্টবেঙ্গলের ৪৩ মিনিটে দ্বিতীয় গোল। এনরিকে পাস থেকে দুরন্ত ভলিতে গোল জাইমে স্যান্টোস কোলাডোর।

undefined

বিরতির পরে খেলায় ফেরার চেষ্টা করে কাশ্মীর। কিন্তু ১০ জনের পক্ষে লাল হলুদ রক্ষণ ভাঙা সহজ ছিল না। ইস্টবেঙ্গল ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে। কিন্তু ৬৬ মিনিটে রক্ষিত ডাগার বক্সের মধ্যে বাজি আর্মান্ডাকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল কাশ্মীর। গোল করতে ভুল করেননি অ্যারন ক্যাটাবে।

বাকি সময় দু‘দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে গোল করার চেষ্টা করলেও কাজের কাজটি হয়নি। সুযোগ নষ্টের খেসারত দিয়েছে দু'দলই। তবে আবার কার্ডের ধাক্কা ইস্টবেঙ্গলে। ৮৭ মিনিটে বোরখা গোমেজ হলুদ কার্ড দেখেন। এরফলে স্প্যানিশ ডিফেন্ডার মোট চারটে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : রিয়াল কাশ্মীর FC-কে ২-১ গোলে হারিয়ে আইলিগ তালিকায় দ্বিতীয় স্থানে রইল ইস্টবেঙ্গল। ১৮ ম্যাচে লাল হলুদের পয়েন্ট ৩৬। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন এনরিকে ও কোলাডো। রিয়াল কাশ্মীরের হয়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান অ্যারন ক্যাটাবে।

আইলিগের সবচেয়ে নাটকীয় ম্যাচ ঘিরে উত্তেজনা কম ছিল না। মাঠের বাইরের অস্থিরতা এই দুই দলের মেঠো পারফরম্যান্সের চেয়ে বেশি আকর্ষনীয় হয়ে উঠেছিল। অবশেষে ম্যাচটি দিল্লির নেহরু স্টেডিয়ামে আয়োজন করতে পেরে স্বস্তির হাসি ফেডারেশন কর্তাদের মুখে।

কলকাতায় ট্যাকটিকাল ফুটবল খেলে পয়েন্ট কেড়েছিলেন রবার্টসন। আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলে ১-১ গোলে ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল রিয়াল কাশ্মীর। দিল্লির মাটিতে তাই প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন এনরিকে, লালরিনডিকা রালতেরা। তাদের কাজ সহজ হয়ে যায় ২৮ মিনিটে টিটে রেড কার্ড দেখায়। ফলে ১০ জনের রিয়াল কাশ্মীরের পক্ষে ইস্টবেঙ্গলকে থামানো সম্ভব হয়নি। ম্যাচের ২০ মিনিটে ডানমাওয়াইয়ার সেন্টার নিখুঁত হেডে জালে পাঠান এনরিকে। এসময় একের পর এক লাল হলুদ আক্রমণে কাশ্মীর কার্যত ব্যাকফুটে চলে যায়। ঝোড়ো আক্রমণের ফসল হিসেবে ইস্টবেঙ্গলের ৪৩ মিনিটে দ্বিতীয় গোল। এনরিকে পাস থেকে দুরন্ত ভলিতে গোল জাইমে স্যান্টোস কোলাডোর।

undefined

বিরতির পরে খেলায় ফেরার চেষ্টা করে কাশ্মীর। কিন্তু ১০ জনের পক্ষে লাল হলুদ রক্ষণ ভাঙা সহজ ছিল না। ইস্টবেঙ্গল ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে। কিন্তু ৬৬ মিনিটে রক্ষিত ডাগার বক্সের মধ্যে বাজি আর্মান্ডাকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল কাশ্মীর। গোল করতে ভুল করেননি অ্যারন ক্যাটাবে।

বাকি সময় দু‘দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে গোল করার চেষ্টা করলেও কাজের কাজটি হয়নি। সুযোগ নষ্টের খেসারত দিয়েছে দু'দলই। তবে আবার কার্ডের ধাক্কা ইস্টবেঙ্গলে। ৮৭ মিনিটে বোরখা গোমেজ হলুদ কার্ড দেখেন। এরফলে স্প্যানিশ ডিফেন্ডার মোট চারটে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.