কলকাতা, 29 জুলাই : প্রাক্তন সচিব আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে চুক্তি জট খোলার ভার দিল ইস্টবেঙ্গল । বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় বসেছিলেন । প্রায় ঘণ্টা দুয়েকের আলোচনার পরে দুঁদে আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে এই জটিলতা দূর করার ভার দেওয়া হয় । পার্থবাবু ক্লাবের প্রাক্তন সচিব এবং বর্তমান শাসকদলের বিরোধীপক্ষ । তাই লগ্নিকারীর সঙ্গে চুক্তি জট খোলার ব্যাপারে তাঁর দিকে বর্তমান প্রশাসনের সাহায্য চেয়ে হাত বাড়ানো ক্লাব রাজনীতিতে অন্য সমীকরণের ইঙ্গিত দিচ্ছে ।
ক্লাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্থবাবু এই সমস্যা সমাধান করতে সদর্থক উদ্যোগ গ্রহণ করবেন বলে তাঁরা আশাবাদী । বৃহস্পতিবার এসসি ইস্টবেঙ্গলের সিইও কর্ণেল শিবাজী সমাদ্দার বলেছেন, "চুক্তি জটের জটিলতা দূর করার বিষয়টি কোম্পানির আইনজীবীরা দেখছেন ।"
প্রসঙ্গত, এই মরসুমে দলকে যাতে মাঠে নামানো যায় তার জন্য এসসি ইস্টবেঙ্গল ইতিমধ্যে লাইসেন্সিংয়ের প্রক্রিয়ার কাগজপত্র জমা দিয়েছে । ক্লাব এবং লগ্নিকারীর চুক্তি জট মেটাতে উদ্যোগ নিয়েছে এফএসডিএল । তারাও মউ চুক্তিপত্র এবং চূড়ান্ত চুক্তিপত্রে কোথায় পার্থক্য এবং ক্লাবের কোথায় আপত্তি তা খতিয়ে দেখছে । পাশাপাশি বিচ্ছেদ শর্ত একপেশে যাতে না হয় সেই ব্যাপারে সদর্থক ভূমিকা নিচ্ছে বলে খবর ।
ইতিমধ্যে ক্লাব চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষরের বিষয়ে 57 জন প্রাক্তনীর মত নিয়েছে । তাঁরা এই ব্যাপারে ক্লাবের পাশে থাকার কথা বললেও প্রাথমিক চুক্তিতে স্বাক্ষরের সময় যত্নবান হওয়ার দরকার ছিল বলে মনে করিয়ে দিয়েছেন । অর্থাৎ চুক্তির খুঁটিনাটি এতদিন ক্লাব কর্তারা বুঝতে পারেননি তা পরিষ্কার হয়ে গেল । ক্লাবের প্রাক্তন সচিব আইনজীবী হলেও বিরোধীপক্ষ বলে তাঁর সাহায্য নেওয়ার কথা কর্তারা চিন্তা করেননি । এখন ক্লাব সদস্য-সমর্থকদের মত নেওয়ার সিদ্ধান্ত বৃহস্পতিবারের মিটিংয়ে নিয়েছে ।
পরিস্থিতি যতটা কঠিন, তাতে পার্থসারথি সেনগুপ্তের হস্তক্ষেপে আদৌ মিটবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে । কারণ হাতে সময় কম, দলগঠন না করার দায় ক্লাবের ঘাড়ে পড়ার সম্ভাবনা ।
আরও পড়ুন : Shibaji Banerjee : মরণোত্তর মোহনবাগান রত্নে সম্মানিত করা হল শিবাজি বন্দ্যোপাধ্যায়কে