ETV Bharat / sports

Durand Cup 2021: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মহমেডান - মহমেডান স্পোর্টিং

শুক্রবার সিআরপিএফ-কে 5-1 গোলে উড়িয়ে ডুরান্ড কাপের শেষ আটে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং ৷ খেলার প্রথমার্ধে 1-0 এগিয়ে ছিল মহমেডান। কিন্তু দ্বিতীয়ার্ধে সিআরপিএফ-কে আরও ৪ গোল দেয় সাদাকালো শিবির। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ বেঙ্গালুরু ইউনাইটেড ৷

Durand Cup 2021
Durand Cup 2021
author img

By

Published : Sep 10, 2021, 10:50 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: কলকাতা লিগে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে পয়েন্ট হারানোর ধাক্কা সামলে ডুরান্ড কাপে স্বমহিমায় ফিরল মহমেডান স্পোর্টিং। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে সাদাকালো ব্রিগেড 5-1 গোলে সিআরপিএফ-কে উড়িয়ে 130 বছরের ঐতিহ্যের টুর্নামেন্টেের কোয়ার্টার ফাইনালে পৌঁছল মহমেডান ৷ জোড়া গোল মার্কাস জোসেফ ও আজহারউদ্দিন মল্লিকের। অপর গোলটি করেন ব্রেন্ডন। তবে ম্যাচের সেরা আজহারউদ্দিন ৷ প্রথম থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণের ঝড় বইয়ে দেন সাদাকালো ফুটবলাররা।

13 মিনিটে শেখ ফৈজায়ের পাস থেকে দলের প্রথম গোলটি করেন আজহারউদ্দিন মল্লিক। দ্রুত গোল হজম করে প্রত্যাঘাতের জন্য মরিয়া হয়ে ওঠে সিআরপিএফ জওয়ানরা ৷ মহমেডানের আক্রমণ সামলে তারাও সাদাকালো বক্সে আঘাত হানতে থাকে ৷ বিরতির পরে 58 মিনিটে দরশতপ্রীত সিং-এর জোরাল শট বাঁচান মহমেডান গোলরক্ষক জোথানমাওয়াইয়া । কিন্তু তার পরেই সময় ফের এগিয়ে যায় সাদাকালো শিবির । 64 মিনিটে জোসেফ মার্কাসের জোরাল শটে দ্বিতীয় গোলটি পায় মহমেডান। দুই মিনিট পরে দলের তিন নম্বর এবং নিজের দু'নম্বর গোলটি করেন মার্কাস। এই সময় ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে সিআরপিএফ । কিন্তু সাদাকালো রক্ষণ ভাঙার পক্ষে তা যথেষ্ট ছিল না ৷ 86 মিনিটে চতুর্থ গোল পায় মহমেডান । এবার গোলদাতা আজহারউদ্দিন ।

আরও পড়ুন: সুব্রতর দুরন্ত গোল, মহমেডান-ইউনাইটেড ম্যাচ ড্র

নির্ধারিত সময়ের এক মিনিট আগে ব্যবধান কমায় সিআরপিএফ। ম্যাচের অতিরিক্ত সময়ে মহমেডানের পাঁচ নম্বর গোলটি করেন ব্র্যান্ডন। বড় ব্যবধানে জয়ের পরে খুশি মহমেডান কোচ। তিনি জানান, কম সময়ের মধ্যে ম্যাচ খেলতে হওয়ার চাপ সামলে ছেলেরা যে পারফরম্যান্স করছে তা আশাব্যঞ্জক। সমান্তরাল দুটো টুর্নামেন্ট খেলার চ্যালেঞ্জ সবসময় কঠিন। তবে ছেলেরা ক্লান্তিতে ভেঙে না-পড়ে আক্রমণাত্মক ফুটবল খেলছে ৷ তার কৃতিত্ব অবশ্যই দিতে হবে ৷ ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সাদাকালো কোচ ৷ মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মহমেডান স্পোর্টিং৷

কলকাতা, 10 সেপ্টেম্বর: কলকাতা লিগে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে পয়েন্ট হারানোর ধাক্কা সামলে ডুরান্ড কাপে স্বমহিমায় ফিরল মহমেডান স্পোর্টিং। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে সাদাকালো ব্রিগেড 5-1 গোলে সিআরপিএফ-কে উড়িয়ে 130 বছরের ঐতিহ্যের টুর্নামেন্টেের কোয়ার্টার ফাইনালে পৌঁছল মহমেডান ৷ জোড়া গোল মার্কাস জোসেফ ও আজহারউদ্দিন মল্লিকের। অপর গোলটি করেন ব্রেন্ডন। তবে ম্যাচের সেরা আজহারউদ্দিন ৷ প্রথম থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণের ঝড় বইয়ে দেন সাদাকালো ফুটবলাররা।

13 মিনিটে শেখ ফৈজায়ের পাস থেকে দলের প্রথম গোলটি করেন আজহারউদ্দিন মল্লিক। দ্রুত গোল হজম করে প্রত্যাঘাতের জন্য মরিয়া হয়ে ওঠে সিআরপিএফ জওয়ানরা ৷ মহমেডানের আক্রমণ সামলে তারাও সাদাকালো বক্সে আঘাত হানতে থাকে ৷ বিরতির পরে 58 মিনিটে দরশতপ্রীত সিং-এর জোরাল শট বাঁচান মহমেডান গোলরক্ষক জোথানমাওয়াইয়া । কিন্তু তার পরেই সময় ফের এগিয়ে যায় সাদাকালো শিবির । 64 মিনিটে জোসেফ মার্কাসের জোরাল শটে দ্বিতীয় গোলটি পায় মহমেডান। দুই মিনিট পরে দলের তিন নম্বর এবং নিজের দু'নম্বর গোলটি করেন মার্কাস। এই সময় ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে সিআরপিএফ । কিন্তু সাদাকালো রক্ষণ ভাঙার পক্ষে তা যথেষ্ট ছিল না ৷ 86 মিনিটে চতুর্থ গোল পায় মহমেডান । এবার গোলদাতা আজহারউদ্দিন ।

আরও পড়ুন: সুব্রতর দুরন্ত গোল, মহমেডান-ইউনাইটেড ম্যাচ ড্র

নির্ধারিত সময়ের এক মিনিট আগে ব্যবধান কমায় সিআরপিএফ। ম্যাচের অতিরিক্ত সময়ে মহমেডানের পাঁচ নম্বর গোলটি করেন ব্র্যান্ডন। বড় ব্যবধানে জয়ের পরে খুশি মহমেডান কোচ। তিনি জানান, কম সময়ের মধ্যে ম্যাচ খেলতে হওয়ার চাপ সামলে ছেলেরা যে পারফরম্যান্স করছে তা আশাব্যঞ্জক। সমান্তরাল দুটো টুর্নামেন্ট খেলার চ্যালেঞ্জ সবসময় কঠিন। তবে ছেলেরা ক্লান্তিতে ভেঙে না-পড়ে আক্রমণাত্মক ফুটবল খেলছে ৷ তার কৃতিত্ব অবশ্যই দিতে হবে ৷ ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সাদাকালো কোচ ৷ মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মহমেডান স্পোর্টিং৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.