ETV Bharat / sports

ডুরান্ড কাপ : শিলটনের বদলে শংকর, চামারোহীন প্রথম একাদশ ? - kibu vikuna

আজ ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ ATK । ডুরান্ডের মঞ্চে প্রাক্তন আই লিগ চ্যাম্পিয়ন ও প্রাক্তন ISL চ্যাম্পিয়ন দলের দ্বৈরথ ঘিরে টেনশনের চোরা স্রোত রয়েছে । প্রথমবার সিনিয়র পর্যায়ে মোহনবাগান ও ATK পরস্পরের মুখোমুখি । ATK তাদের দ্বিতীয় দল নিয়ে ডুরান্ড কাপে অংশ নিলেও অদৃশ্য প্রত্যাশার চাপ কিবু ভিকুনার ওপর থাকবে । তাই ম্যাচের আগে মোহনবাগানে সতর্কতার আবহ ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 8, 2019, 6:08 AM IST

Updated : Aug 8, 2019, 7:35 AM IST

কলকাতা, 8 অগাস্ট : কলকাতা লিগে পিয়ারলেসের বিরুদ্ধে তিন গোলে পরাজয়ের পরে এখন রদবদলের হাওয়া মোহনবাগানে । আজ ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ ATK । ডুরান্ডের মঞ্চে প্রাক্তন আই লিগ চ্যাম্পিয়ন ও প্রাক্তন ISL চ্যাম্পিয়ন দলের দ্বৈরথ ঘিরে টেনশনের চোরা স্রোত রয়েছে । প্রথমবার সিনিয়র পর্যায়ে মোহনবাগান ও ATK পরস্পরের মুখোমুখি । ATK তাদের দ্বিতীয় দল নিয়ে ডুরান্ড কাপে অংশ নিলেও অদৃশ্য প্রত্যাশার চাপ কিবু ভিকুনার ওপর থাকবে । তাই ম্যাচের আগে মোহনবাগানে সতর্কতার আবহ । ইতিমধ্যে পিয়ারলেস ম্যাচের ভুলত্রুটির ভিডিয়ো টিম মিটিংয়ে দেখিয়েছেন বাগান কোচ । রক্ষণের বেহাল দশা পতনের কারণ তা বুঝতে পারছেন । তাই মহমেডানের বিরুদ্ধে যারা খেলেছিলেন তাঁদেরই ATK-এর বিরুদ্ধে নামানোর পরিকল্পনা ।

দেখুন ভিডিয়ো

পিয়ারলেসের বিরুদ্ধে শিলটন পালের খারাপ গোলরক্ষা ভিকুনার নজর এড়ায়নি । তাই শিলটনকে বসিয়ে শংকর রায় প্রথম একাদশে আসছেন । লিগে প্রথম ম্যাচ হারার পরে ভিকুনা ডুরান্ড কাপে ATK-র ম্যাচ দেখতে গেছিলেন । প্রতিপক্ষকে মেপে নেওয়ার ভাবনা ছিল তাঁর মাথায় । সেই ভাবনা থেকে রক্ষণের ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত ভিকুনা দিয়েছেন ৷ তেমনই সালভো চামারোকে পরিবর্ত হিসেবে নামানোর পরিকল্পনা রয়েছে । সেক্ষেত্রে জেসুরাজ ও সুয়ের ভিপি শুরু করবেন । ফুটবলারদের ফিটনেস সমস্যা রয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন । ভিকুনা দুই ম্যাচের পরে এই প্রশ্ন ওঠার কারণ দেখছেন না । বরং থিতু হতে দলকে সময় দেওয়া দরকার বলে মনে করছেন । ATK দ্বিতীয় দল নামালেও কেভিন লোবো, কোমল থাতারের মত ফুটবলার রয়েছেন । তাঁরা যে বৃষ্টি ভেজা মাঠে মোহনবাগানের জন্য কঠিন পরীক্ষা নিতে অপেক্ষা করবেন তা ধরে নেওয়া যায় । অবস্থা কঠিন বুঝতে পেরে তাই মোহনবাগান কোচের গলায় সমীহের সুর ।

কলকাতা, 8 অগাস্ট : কলকাতা লিগে পিয়ারলেসের বিরুদ্ধে তিন গোলে পরাজয়ের পরে এখন রদবদলের হাওয়া মোহনবাগানে । আজ ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ ATK । ডুরান্ডের মঞ্চে প্রাক্তন আই লিগ চ্যাম্পিয়ন ও প্রাক্তন ISL চ্যাম্পিয়ন দলের দ্বৈরথ ঘিরে টেনশনের চোরা স্রোত রয়েছে । প্রথমবার সিনিয়র পর্যায়ে মোহনবাগান ও ATK পরস্পরের মুখোমুখি । ATK তাদের দ্বিতীয় দল নিয়ে ডুরান্ড কাপে অংশ নিলেও অদৃশ্য প্রত্যাশার চাপ কিবু ভিকুনার ওপর থাকবে । তাই ম্যাচের আগে মোহনবাগানে সতর্কতার আবহ । ইতিমধ্যে পিয়ারলেস ম্যাচের ভুলত্রুটির ভিডিয়ো টিম মিটিংয়ে দেখিয়েছেন বাগান কোচ । রক্ষণের বেহাল দশা পতনের কারণ তা বুঝতে পারছেন । তাই মহমেডানের বিরুদ্ধে যারা খেলেছিলেন তাঁদেরই ATK-এর বিরুদ্ধে নামানোর পরিকল্পনা ।

দেখুন ভিডিয়ো

পিয়ারলেসের বিরুদ্ধে শিলটন পালের খারাপ গোলরক্ষা ভিকুনার নজর এড়ায়নি । তাই শিলটনকে বসিয়ে শংকর রায় প্রথম একাদশে আসছেন । লিগে প্রথম ম্যাচ হারার পরে ভিকুনা ডুরান্ড কাপে ATK-র ম্যাচ দেখতে গেছিলেন । প্রতিপক্ষকে মেপে নেওয়ার ভাবনা ছিল তাঁর মাথায় । সেই ভাবনা থেকে রক্ষণের ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত ভিকুনা দিয়েছেন ৷ তেমনই সালভো চামারোকে পরিবর্ত হিসেবে নামানোর পরিকল্পনা রয়েছে । সেক্ষেত্রে জেসুরাজ ও সুয়ের ভিপি শুরু করবেন । ফুটবলারদের ফিটনেস সমস্যা রয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন । ভিকুনা দুই ম্যাচের পরে এই প্রশ্ন ওঠার কারণ দেখছেন না । বরং থিতু হতে দলকে সময় দেওয়া দরকার বলে মনে করছেন । ATK দ্বিতীয় দল নামালেও কেভিন লোবো, কোমল থাতারের মত ফুটবলার রয়েছেন । তাঁরা যে বৃষ্টি ভেজা মাঠে মোহনবাগানের জন্য কঠিন পরীক্ষা নিতে অপেক্ষা করবেন তা ধরে নেওয়া যায় । অবস্থা কঠিন বুঝতে পেরে তাই মোহনবাগান কোচের গলায় সমীহের সুর ।

Intro:কলকাতা লিগে পিয়ারলেসের বিরুদ্ধে তিন গোলে পরাজয়ের পরে এখন রদবদলের হাওয়া মোহনবাগানে। বৃহস্পতিবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ এটিকে। ডুরান্ডের মঞ্চে প্রাক্তন আই লিগ চ্যাম্পিয়ন ও প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়ন দলের দ্বৈরথ ঘিরে টেনশনের চোরা স্রোত রয়েছে। প্রথমবার কোন সিনিয়র পর্যায়ে মোহনবাগানে ও এটিকে পরস্পরের মুখোমুখি। তাই এটিকে যতই তাদের দ্বিতীয় দল নিয়ে ডুরান্ড কাপে অংশ নিলেও অদৃশ্য প্রত্যাশার চাপ কিবু ভিকুনা র ওপর থাকবে। তাই ম্যাচের 24ঘণ্টা আগে মোহনবাগানে সতর্কতার আবহ। ইতিমধ্যে পিয়ারলেস ম্যাচের ভুলত্রুটি র ভিডিও টিম মিটিং এ দেখিয়েছেন বাগান কোচ। রক্ষনের বেহাল দশা পতনের কারন তা বুঝতে পারছেন। তাই মহমেডানের বিরুদ্ধে যারা খেলে ছিলেন তাদেরই এটিকের বিরুদ্ধে নামানোর পরিকল্পনা। পিয়ারলেসের বিরুদ্ধে শিলটন পালের খারাপ গোলরক্ষা ভিকুনার নজর এড়ায়নি। তাই শিলটনকে বসিয়ে শংকর রায় প্রথম একাদশে আসছেন। লিগে প্রথম ম্যাচ হারার পরে ভিকুনা ডুরান্ড কাপে এটিকের ম্যাচ দেখতে গিয়েছিলেন। প্রতিপক্ষ কে মেপে নেওয়ার ভাবনা ছিল তার মাথায়। সেই ভাবনা থেকে রক্ষনের ব্যাপক পরিবর্তন হওয়ার ইঙ্গিত ভিকুনা দিয়েছেন তেমনই সালভো চামারো কে পরিবর্ত হিসেবে নামানোর পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে জেসুরাজ ও সুয়ের ভিপি শুরু করবেন। ফুটবলারদের ফিটনেস সমস্যা রয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। ভিকুনা দুই ম্যাচের পরে এই প্রশ্ন ওঠার কারন দেখছেন না। বরং থিতু হতে দলকে সময় দেওয়া দরকার বলে মনে করছেন। এটিকে দ্বিতীয় দল নামালেও কেভিন লোবো, কোমল থাতারের মত ফুটবলার রয়েছেন। তারা যে বৃষ্টি ভেজা মাঠে মোহনবাগানের জন্য কঠিন পরীক্ষা নিতে অপেক্ষা করবেন তা ধরে নেওয়া যায়। অবস্থা কঠিন বুঝতে পেরে তাই মোহনবাগানের কোচের গলায় সমীহের সুর।


Body:ডুরান্ড


Conclusion:
Last Updated : Aug 8, 2019, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.