ETV Bharat / sports

কোরোনার প্রভাবে ফুটবলার এখন সবজি বিক্রেতা - ফুটবলার এখন সবজি বিক্রেতা

নিজের প্রতিভার জোরে দুর্গাপুরের মোহনবাগান অ্যাকাডেমিতে জায়গা করে নেওয়া দীপ বাগ এখন ফুটপাতে এক টুকরো প্লাস্টিক পেতে সবজি বিক্রি করেন ।

image
ফুটবলার এখন সবজি বিক্রেতা
author img

By

Published : Jul 12, 2020, 6:07 AM IST

কলকাতা, 11 জুলাই : ফুটবলকে আঁকড়ে জীবনের মাঠে দীপ জ্বালতে চায় দীপ বাগ । কোন্ননগরের বাঞ্ছারাম মিত্র লেনে বাস তরুণ ফুটবল প্রতিভার । বাবা রিকসা চালিয়ে উপার্জন করেন । ছেলের ফুটবল নৈপুণ্যে আস্থা রেখে সুদিনের ভরসায় তিনি ।

ক‍োরোনা ভাইরাসের আগ্রাসী থাবা দীপের জীবনের রং বদলে দিয়েছে । নিজের প্রতিভার জোরে দুর্গাপুরের মোহনবাগান অ্যাকাডেমিতে জায়গা করে নেওয়া দীপ বাগ এখন ফুটপাতে এক টুকরো প্লাস্টিক পেতে সবজি বিক্রি করছেন । অনুর্ধ্ব 19 পর্যায়ে নজর কাড়া এই স্টপারকে ঘিরে আশার আলো তৈরি হয়েছে । কিন্তু, সব আশা তো বাস্তবের মাটি ছোঁয় না । কিছু ক্ষেত্রে বুদবুদ হয়ে মিলিয়ে যায় । সংসারের জোয়াল কঠিন সময়ে বহন করতে হলেও ফুটবলকে ছাড়তে নারাজ দীপ ।

ফুটবলার এখন সবজি বিক্রেতা

পাইকারি বাজারে যাওয়ার আগে নিয়ম করে ফুটবল অনুশীলন করছে সে । আশায় রয়েছে, লকডাউন উঠলেই বল নিয়ে মাঠে ফিরতে পারবে । মোহনবাগান অ্যাকাডেমিতে থাকার সময় এক হাজার টাকা করে ভাতা মিলত । এখন সেটাও বন্ধ । ফলে সমস্যা আরও বেড়েছে । এটিকে মোহনবাগান ফুটবল ক্লাব ISL মঞ্চে পা দেওয়ার আশায় যাত্রা শুরু করেছে । অথচ মোহনবাগান ক্লাবের ফুটবল অ্যাকাডেমিতে অন্ধকারের ছবি । যেখানে দীপ বাগের মতো ফুটবলারকে জীবনের যুদ্ধে রাস্তায় দাঁড়াতে হয় । তার এই অবস্থা দেখে পাশে দাঁড়াল ইস্টবেঙ্গল । ক্লাবের কর্মকর্তা তার পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে আর্থিক সাহায্য করেছেন । এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন । দীপ জ্বালিয়ে রাখার যে চেষ্টা দীপ বাগ করছে তা আদতে ভারতীয় খেলাধূলার কঠিন বাস্তব ।

কলকাতা, 11 জুলাই : ফুটবলকে আঁকড়ে জীবনের মাঠে দীপ জ্বালতে চায় দীপ বাগ । কোন্ননগরের বাঞ্ছারাম মিত্র লেনে বাস তরুণ ফুটবল প্রতিভার । বাবা রিকসা চালিয়ে উপার্জন করেন । ছেলের ফুটবল নৈপুণ্যে আস্থা রেখে সুদিনের ভরসায় তিনি ।

ক‍োরোনা ভাইরাসের আগ্রাসী থাবা দীপের জীবনের রং বদলে দিয়েছে । নিজের প্রতিভার জোরে দুর্গাপুরের মোহনবাগান অ্যাকাডেমিতে জায়গা করে নেওয়া দীপ বাগ এখন ফুটপাতে এক টুকরো প্লাস্টিক পেতে সবজি বিক্রি করছেন । অনুর্ধ্ব 19 পর্যায়ে নজর কাড়া এই স্টপারকে ঘিরে আশার আলো তৈরি হয়েছে । কিন্তু, সব আশা তো বাস্তবের মাটি ছোঁয় না । কিছু ক্ষেত্রে বুদবুদ হয়ে মিলিয়ে যায় । সংসারের জোয়াল কঠিন সময়ে বহন করতে হলেও ফুটবলকে ছাড়তে নারাজ দীপ ।

ফুটবলার এখন সবজি বিক্রেতা

পাইকারি বাজারে যাওয়ার আগে নিয়ম করে ফুটবল অনুশীলন করছে সে । আশায় রয়েছে, লকডাউন উঠলেই বল নিয়ে মাঠে ফিরতে পারবে । মোহনবাগান অ্যাকাডেমিতে থাকার সময় এক হাজার টাকা করে ভাতা মিলত । এখন সেটাও বন্ধ । ফলে সমস্যা আরও বেড়েছে । এটিকে মোহনবাগান ফুটবল ক্লাব ISL মঞ্চে পা দেওয়ার আশায় যাত্রা শুরু করেছে । অথচ মোহনবাগান ক্লাবের ফুটবল অ্যাকাডেমিতে অন্ধকারের ছবি । যেখানে দীপ বাগের মতো ফুটবলারকে জীবনের যুদ্ধে রাস্তায় দাঁড়াতে হয় । তার এই অবস্থা দেখে পাশে দাঁড়াল ইস্টবেঙ্গল । ক্লাবের কর্মকর্তা তার পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে আর্থিক সাহায্য করেছেন । এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন । দীপ জ্বালিয়ে রাখার যে চেষ্টা দীপ বাগ করছে তা আদতে ভারতীয় খেলাধূলার কঠিন বাস্তব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.