ETV Bharat / sports

মারাদোনার সই জাল করে তথ্য হাতানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে - লিওপোল্ডো লুকে

মারাদোনার প্রয়াণের পর আগেই এই চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল ফুটবলারের পরিবার ৷

diego maradona doctor forge signature
diego maradona doctor forge signature
author img

By

Published : Jan 25, 2021, 2:44 PM IST

বুয়েনস আইরেস, 25 জানুয়ারি : রীতিমতো অনুশীলন করে দিয়োগো মারাদোনার সই জাল করেছেন ৷ তারপর কিংবদন্তি ফুটবলারের মেডিকেল রেকর্ড হাতিয়েছেন ৷ এমনই অভিযোগ উঠল মারাদোনার ব্যক্তিগত চিকিৎসায় নিযুক্ত থাকা চিকিৎসক লিওপোল্ডো লুকের বিরুদ্ধে ৷

মারাদোনার প্রয়াণের পর এই চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল ফুটবলারের পরিবার ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছিল তাঁর দুই মেয়ে ডালমা ও জিয়ান্নিয়া ৷ অভিযোগ পেয়ে লুকের বিরুদ্ধে তদন্তও শুরু করেছিল আর্জেন্টাইন পুলিশ ৷ যদিও অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন লুকে ৷ বলেন তাঁকে বলির পাঁঠা বানানো হচ্ছে ৷

আরও পড়ুন : চোয়াল-শক্ত লড়াই জিতে একরত্তির খুনসুটিতে চওড়া হাসি পূজারাদের

কিন্তু সম্প্রতি তদন্তে উঠে এসেছে মারাত্মক তথ্য ৷ মারাদোনার মেডিকেল রেকর্ড হাতানোর জন্য রীতিমতো সই জাল করেছিলেন ওই চিকিৎসক ৷ লুকের বাড়ি ও চেম্বারে তল্লাশি চালিয়ে এই সংক্রান্ত প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা ৷

বুয়েনস আইরেস, 25 জানুয়ারি : রীতিমতো অনুশীলন করে দিয়োগো মারাদোনার সই জাল করেছেন ৷ তারপর কিংবদন্তি ফুটবলারের মেডিকেল রেকর্ড হাতিয়েছেন ৷ এমনই অভিযোগ উঠল মারাদোনার ব্যক্তিগত চিকিৎসায় নিযুক্ত থাকা চিকিৎসক লিওপোল্ডো লুকের বিরুদ্ধে ৷

মারাদোনার প্রয়াণের পর এই চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল ফুটবলারের পরিবার ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছিল তাঁর দুই মেয়ে ডালমা ও জিয়ান্নিয়া ৷ অভিযোগ পেয়ে লুকের বিরুদ্ধে তদন্তও শুরু করেছিল আর্জেন্টাইন পুলিশ ৷ যদিও অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন লুকে ৷ বলেন তাঁকে বলির পাঁঠা বানানো হচ্ছে ৷

আরও পড়ুন : চোয়াল-শক্ত লড়াই জিতে একরত্তির খুনসুটিতে চওড়া হাসি পূজারাদের

কিন্তু সম্প্রতি তদন্তে উঠে এসেছে মারাত্মক তথ্য ৷ মারাদোনার মেডিকেল রেকর্ড হাতানোর জন্য রীতিমতো সই জাল করেছিলেন ওই চিকিৎসক ৷ লুকের বাড়ি ও চেম্বারে তল্লাশি চালিয়ে এই সংক্রান্ত প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.