ETV Bharat / sports

EURO 2020 : ভাল আছেন এরিকসন, ফের শুরু ফিনল্যান্ড-ডেনমার্কের ম্যাচ

ফিনল্যান্ডের সঙ্গে ম্যাচ চলছিল । সেইসময় হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে যান । মাঠেই প্রাথমিক চিকিৎসা করা হয় । চেস্ট পাম্প করা হয় ৷ মুখে মুখ দিয়ে এয়ার সাকশন করা হয় ৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর জ্ঞান ফেরে । এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসনকে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আপাতত স্থিতিশীল ডেনমার্কের মিডফিল্ডার ৷ ম্যাচ প্রাথমিকভাবে স্থগিত করা হলেও পরে তা ফের শুরু হয় ।

author img

By

Published : Jun 12, 2021, 11:12 PM IST

Updated : Jun 13, 2021, 7:00 AM IST

মাঠেই অচৈতন্য এরিকসন
মাঠেই অচৈতন্য এরিকসন

কোপেনহেগেন, (ডেনমার্ক), 12 জুন : ফিনল্যান্ডের সঙ্গে ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন ৷ মাঠেই অচৈতন্য হয়ে পড়েন তিনি ৷ কান্নায় ভেঙে পড়েন সতীর্থরা ৷ তবে তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানা যাচ্ছে । অসুস্থ হয়ে পড়ার কারণে ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচটি প্রথমে স্থগিত করা হলেও পরে ম্যাচটি শুরু হয় ৷

ফিনল্যান্ডের সঙ্গে ম্যাচ চলছিল । সেইসময় হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে যান । মাঠেই প্রাথমিক চিকিৎসা করা হয় । চেস্ট পাম্প করা হয় ৷ মুখে মুখ দিয়ে এয়ার সাকশন করা হয় ৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর জ্ঞান ফেরে । মেডিকেল স্টাফরা 10 মিনিট তাঁর চিকিৎসা করেন । এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসনকে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আপাতত স্থিতিশীল ডেনমার্কের মিডফিল্ডার ৷ ডেনমার্কের ফুটবল ফেডারেশনের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, আপাতত সুস্থ রয়েছেন এরিকসন । হাসপাতালে তাঁর শারীরিক কিছু পরীক্ষা করা হবে ।

আরও পড়ুন, EURO 2020 : হারলেও ফুটবল স্কিলে ব্রাজিলকে মনে করাল তুরস্ক

এরিকসন অসুস্থ হয়ে যাওয়ার পরই ম্যাচ স্থগিত করে দেওয়া হয় । পরে তাঁর অবস্থা স্থিতিশীল হলে দুই দল ও ম্যাচের আধিকারিকদের নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈঠক হয় । ম্যাচ পুনরায় শুরু করা যায় কি না তা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলে । এরপরেই ম্যাচ পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় ।

এরিকসন অসুস্থ হয়ে যাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন ডেনমার্কের খেলোয়াড় থেকে সমর্থকরা । কিছুক্ষণ আগে পর্যন্ত স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, কিছুক্ষণের জন্য সব নিস্তব্ধ হয়ে যায় । তবে, তা কিছুক্ষণের জন্য । এরিকসনের সুস্থতার খবর আসতেই সমর্থকরা যেন হাঁফ ছেড়ে বাঁচেন । স্টেডিয়ামে তখন ফের উচ্ছ্বাস সমর্থকদের । কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ইউরোর ম্যাচ ।

কোপেনহেগেন, (ডেনমার্ক), 12 জুন : ফিনল্যান্ডের সঙ্গে ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন ৷ মাঠেই অচৈতন্য হয়ে পড়েন তিনি ৷ কান্নায় ভেঙে পড়েন সতীর্থরা ৷ তবে তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানা যাচ্ছে । অসুস্থ হয়ে পড়ার কারণে ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচটি প্রথমে স্থগিত করা হলেও পরে ম্যাচটি শুরু হয় ৷

ফিনল্যান্ডের সঙ্গে ম্যাচ চলছিল । সেইসময় হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে যান । মাঠেই প্রাথমিক চিকিৎসা করা হয় । চেস্ট পাম্প করা হয় ৷ মুখে মুখ দিয়ে এয়ার সাকশন করা হয় ৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর জ্ঞান ফেরে । মেডিকেল স্টাফরা 10 মিনিট তাঁর চিকিৎসা করেন । এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসনকে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আপাতত স্থিতিশীল ডেনমার্কের মিডফিল্ডার ৷ ডেনমার্কের ফুটবল ফেডারেশনের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, আপাতত সুস্থ রয়েছেন এরিকসন । হাসপাতালে তাঁর শারীরিক কিছু পরীক্ষা করা হবে ।

আরও পড়ুন, EURO 2020 : হারলেও ফুটবল স্কিলে ব্রাজিলকে মনে করাল তুরস্ক

এরিকসন অসুস্থ হয়ে যাওয়ার পরই ম্যাচ স্থগিত করে দেওয়া হয় । পরে তাঁর অবস্থা স্থিতিশীল হলে দুই দল ও ম্যাচের আধিকারিকদের নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈঠক হয় । ম্যাচ পুনরায় শুরু করা যায় কি না তা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলে । এরপরেই ম্যাচ পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় ।

এরিকসন অসুস্থ হয়ে যাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন ডেনমার্কের খেলোয়াড় থেকে সমর্থকরা । কিছুক্ষণ আগে পর্যন্ত স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, কিছুক্ষণের জন্য সব নিস্তব্ধ হয়ে যায় । তবে, তা কিছুক্ষণের জন্য । এরিকসনের সুস্থতার খবর আসতেই সমর্থকরা যেন হাঁফ ছেড়ে বাঁচেন । স্টেডিয়ামে তখন ফের উচ্ছ্বাস সমর্থকদের । কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ইউরোর ম্যাচ ।

Last Updated : Jun 13, 2021, 7:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.