আলমানসিল (পর্তুগাল), 2 সেপ্টেম্বর : দেশের হয়ে বিশ্ব ফুটবলের সর্বাধিক গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ইরানের আলি দাইকে টপকে গিয়ে বিশ্বের শীর্ষ গোলদাতার শিরোপা নিজের নামে করলেন সিআর সেভেন ৷ গতকাল ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের বিরুদ্ধে দু’টি গোল করেন তিনি ৷ প্রথম গোল করার পরেই তিনি ইরানের কিংবদন্তী ফুটবলারকে টপকে যান ৷ এই মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 180 ম্যাচ খেলে 111টি গোল করেছেন ৷ এতদিন 109 গোল করে আলি দাই-র সঙ্গে যুগ্মভাবে একনম্বরে ছিলেন রোনাল্ডো ৷
প্রসঙ্গত, গতকাল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে আয়ারল্যান্ড 1 গোল দিয়ে দেয় ৷ তার পর দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করেও গোল করতে পারছিল না পর্তুগিজরা ৷ ম্যাচের শেষ মুহূর্তে 89 মিনিটে রোনাল্ডোর থেকে আসে বহু কাঙ্খিত সেই গোল ৷ যার ফলে স্কোর লাইন 1-1 হয়ে যায় ৷ এর পর ইনজুরি টাইমে 99 মিনিটে দ্বিতীয় গোলটি করেন সিআর সেভেন ৷ পর্তুগালকে 2-1 গোলে জেতানোর পাশাপাশি 111 টি গোল করে বিশ্ব ফুটবলে এই মুহূর্তে সবার আগে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ৷
আরও পড়ুন : BAN vs NZ : নিউজিল্যান্ডকে 60 রানে অল আউট করে সাত উইকেটে জয় বাংলাদেশের
প্রাক্তন ইরানি ফুটবলার আলি দাই তাঁর 13 বছরের দীর্ঘ আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে 109 গোল করেছেন ৷ এ বছর জুন মাসে ইউরো কাপে গোল করার সুবাদে ইরানি কিংবদন্তীর সঙ্গে একসারিতে চলে আসেন রোনাল্ডো ৷ সেই টুর্নামেন্টেই পর্তুগাল তারকা আলি দাইকে পিছনে ফেলে দিতে পারতেন ৷ কিন্তু, রাউন্ড অফ সিক্সটিনে পর্তুগাল হেরে যাওয়ায় তখনের মতো রেকর্ড স্পর্শ করা হয়নি ক্রিশ্চিয়ানোর ৷ এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সেই লক্ষ্যে পৌঁছলেন তিনি ৷ এবার তাঁর শীর্ষ গোলদাতা হওয়ার এই রেকর্ডকে আরও মজবুত করার পালা ৷ কাতারের বিরুদ্ধে আগামী 4 সেপ্টেম্বর ফের মাঠে নামবে পর্তুগাল ৷
আরও পড়ুন : IND VS ENG : ওভালের বাইশ গজের চরিত্রে দাঁড়িয়ে অশ্বিনের ভাগ্য
সম্প্রতি রোনাল্ডো তাঁর পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছে ৷ 2009 সালে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব ছেড়ে লা লিগা-র রিয়াল মাদ্রিদে যান রোনাল্ডো ৷ সেখান থেকে 2018 সালে ইতালির সেরি আ-তে জুভেন্তাস হয়ে ফের একবার ম্যান ইউ-তে ফিরলেন সিআর সেভেন ৷ আর এই প্রত্যাবর্তনে বড় ভূমিকা পালন করেছেন রোনাল্ডোর প্রাক্তন গুরু স্যর অ্যালেক্স ফার্গুসন ৷ তাঁর অনুরোধেই জুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷