ETV Bharat / sports

ISL-এ কোরোনা, আক্রান্ত সহকারী কোচ ও সাত ফুটবলার - কোরোনায় আক্রান্ত ISL-এর সাতজন ফুটবলার

আক্রান্ত আটজনের মধ্যে একজনের শরীরেও উপসর্গ নেই ৷

ISL-এ কোরোনা, আক্রান্ত সহকারি কোচ সহ সাত ফুটবলার
ISL-এ কোরোনা, আক্রান্ত সহকারি কোচ সহ সাত ফুটবলার
author img

By

Published : Oct 13, 2020, 2:23 PM IST

গোয়া, 13 অক্টোবর : কোরোনার মধ্যেই ISL-এর সপ্তম সিজ়নের জন্য সেজে উঠছে গোয়া ৷ একমাত্র ইস্টবেঙ্গল ছাড়া বাকি দশটি টিমই গোয়া পৌঁছে গেছে ৷ কোরোনা প্রোটোকল অনুযায়ী গোয়ায় পা রাখতেই কোরোনা পরীক্ষা করা হয়েছে প্রত্যেক ফুটবলার থেকে কোচ, সাপোর্ট স্টাফের ৷ সেই পরীক্ষার ফলাফল আসতেই চোখ কপালে ISL কর্তৃপক্ষের ৷ সাতজন ফুটবলার ও এক সহকারী কোচের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ আক্রান্ত আটজনই উপসর্গহীন ৷

নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে 2020-21 মরশুমের ISL ৷ কোরোনার কারণে এবারের ISL খেলা হবে শুধুমাত্র গোয়ায় ৷ তার আগে প্রি-সিজ়ন ক্যাম্পের জন্য SC ইস্টবেঙ্গল ছাড়া বাকি দলগুলি গোয়ায় পৌঁছে গেছে ৷ তারপরই ফুটবলারদের কোরোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে ৷ সংবাদসংস্থা PTI-কে সূত্র জানিয়েছে, "সাতজন ফুটবলার ও একজন সহকারী কোচ কোরোনায় আক্রান্ত ৷ সকলেই উপসর্গহীন ৷ বায়ো সিকিওর বাবলে তাদের আইসোলেশনে রাখা হয়েছে ৷ ওই কোচ ও ফুটবলারদের সংস্পর্শে আসা লোকজনেরও পরীক্ষা করা হবে ৷"

কোরোনার কারণে এবারের ISL খেলা হবে শুধুমাত্র গোয়াতে
কোরোনার কারণে এবারের ISL খেলা হবে শুধুমাত্র গোয়াতে

সাতদিনের মধ্যে তিনবার কোরোনা পরীক্ষা হবে তাঁদের ৷ রিপোর্ট নেগেটিভ এলে তবেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তাঁরা ৷ এমনিতে গোয়ায় পৌঁছেই প্রথমে প্রত্যেক ফুটবলারকে 10 দিনের বাধ্যতামূলক কোয়ারানটিনে থাকতে হচ্ছে ৷ এই সময়ের মধ্যে তাঁদের পাঁচবার কোরোনা পরীক্ষা করা হচ্ছে ৷ পাশাপাশি গোয়া যাওয়ার আগেও প্রতিটি দলের ফুটবলারদের তিনবার করে টেস্ট করানো বাধ্যতামূলক ৷

তবে কোন দলের ফুটবলাররা আক্রান্ত হয়েছেন সেই বিষয়ে জানা যায়নি ৷ প্রতিটি দলকে গোয়ার আলাদা আলাদা হোটেলে রাখা হয়েছে ৷ ISL-এর ম্যাচগুলি খেলা হবে মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম, ব্যাম্বোলিমের GMC অ্যাথলেটিক স্টেডিয়াম ও ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়াম- এই তিনটি ভেনুতে ৷ ইতিমধ্যেই FC গোয়া, বেঙ্গালুরু FC, হায়দরাবাদ FC ও কেরালা ব্লাস্টার্স অনুশীলন শুরু করে দিয়েছে ৷

গোয়া, 13 অক্টোবর : কোরোনার মধ্যেই ISL-এর সপ্তম সিজ়নের জন্য সেজে উঠছে গোয়া ৷ একমাত্র ইস্টবেঙ্গল ছাড়া বাকি দশটি টিমই গোয়া পৌঁছে গেছে ৷ কোরোনা প্রোটোকল অনুযায়ী গোয়ায় পা রাখতেই কোরোনা পরীক্ষা করা হয়েছে প্রত্যেক ফুটবলার থেকে কোচ, সাপোর্ট স্টাফের ৷ সেই পরীক্ষার ফলাফল আসতেই চোখ কপালে ISL কর্তৃপক্ষের ৷ সাতজন ফুটবলার ও এক সহকারী কোচের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ আক্রান্ত আটজনই উপসর্গহীন ৷

নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে 2020-21 মরশুমের ISL ৷ কোরোনার কারণে এবারের ISL খেলা হবে শুধুমাত্র গোয়ায় ৷ তার আগে প্রি-সিজ়ন ক্যাম্পের জন্য SC ইস্টবেঙ্গল ছাড়া বাকি দলগুলি গোয়ায় পৌঁছে গেছে ৷ তারপরই ফুটবলারদের কোরোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে ৷ সংবাদসংস্থা PTI-কে সূত্র জানিয়েছে, "সাতজন ফুটবলার ও একজন সহকারী কোচ কোরোনায় আক্রান্ত ৷ সকলেই উপসর্গহীন ৷ বায়ো সিকিওর বাবলে তাদের আইসোলেশনে রাখা হয়েছে ৷ ওই কোচ ও ফুটবলারদের সংস্পর্শে আসা লোকজনেরও পরীক্ষা করা হবে ৷"

কোরোনার কারণে এবারের ISL খেলা হবে শুধুমাত্র গোয়াতে
কোরোনার কারণে এবারের ISL খেলা হবে শুধুমাত্র গোয়াতে

সাতদিনের মধ্যে তিনবার কোরোনা পরীক্ষা হবে তাঁদের ৷ রিপোর্ট নেগেটিভ এলে তবেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তাঁরা ৷ এমনিতে গোয়ায় পৌঁছেই প্রথমে প্রত্যেক ফুটবলারকে 10 দিনের বাধ্যতামূলক কোয়ারানটিনে থাকতে হচ্ছে ৷ এই সময়ের মধ্যে তাঁদের পাঁচবার কোরোনা পরীক্ষা করা হচ্ছে ৷ পাশাপাশি গোয়া যাওয়ার আগেও প্রতিটি দলের ফুটবলারদের তিনবার করে টেস্ট করানো বাধ্যতামূলক ৷

তবে কোন দলের ফুটবলাররা আক্রান্ত হয়েছেন সেই বিষয়ে জানা যায়নি ৷ প্রতিটি দলকে গোয়ার আলাদা আলাদা হোটেলে রাখা হয়েছে ৷ ISL-এর ম্যাচগুলি খেলা হবে মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম, ব্যাম্বোলিমের GMC অ্যাথলেটিক স্টেডিয়াম ও ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়াম- এই তিনটি ভেনুতে ৷ ইতিমধ্যেই FC গোয়া, বেঙ্গালুরু FC, হায়দরাবাদ FC ও কেরালা ব্লাস্টার্স অনুশীলন শুরু করে দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.