ETV Bharat / sports

অ্যাকোস্টার কাছে ইস্টবেঙ্গল সম্বন্ধে খোঁজখবর নিলেন অস্কার রামিরেজ - Eastbengal

পুরো নাম অস্কার অ্যান্তোনিও রামিরেজ হার্নান্ডেজ । কোস্টারিকার ফুটবল জগতে খুব পরিচিত একটি নাম । ফুটবল কেরিয়ারের ইতি টানার পর কোচ হিসেবে নিজের ভাগ্য যাচাই করে নিতে চেয়েছিলেন । সেই ইচ্ছে থেকেই কোচিংয়ে আসা ।

অ্যাকোস্টার কাছে ইস্টবেঙ্গল সম্বন্ধে খোঁজখবর নিলেন অস্কার রামিরেজ
অ্যাকোস্টার কাছে ইস্টবেঙ্গল সম্বন্ধে খোঁজখবর নিলেন অস্কার রামিরেজ
author img

By

Published : Apr 19, 2020, 9:26 PM IST

Updated : Apr 19, 2020, 10:46 PM IST

কলকাতা, 19 এপ্রিল: জনি অ্যাকোস্টার থেকে ইস্টবেঙ্গল সম্বন্ধে খবরাখবর নিলেন অস্কার রামিরেজ । 55 বছর বয়সি রামিরেজ 2018 রাশিয়া বিশ্বকাপে কোস্টা রিকার জাতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন । দুবছর প্রতিযোগিতামূলক ফুটবলের কোচিং থেকে দূরে থাকা রামিরেজের কাছে ইস্টবেঙ্গল নতুন মরশুমের কোচ হওয়ার প্রস্তাব পাঠিয়েছে বলে খবর । তাঁর সঙ্গে যোগাযোগের মাধ্যম ইস্টবেঙ্গলের কোস্টারিকান বিশ্বকাপার ডিফেন্ডার জনি অ্যাকোস্টা । রাশিয়া বিশ্বকাপে খেলেছিলেন অ্যাকোস্টা । সেই অ্যাকোস্টার থেকেই কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করে নিয়েছেন কোস্টারিকার কোচ ।

পুরো নাম অস্কার অ্যান্তোনিও রামিরেজ হার্নান্ডেজ । কোস্টারিকার ফুটবল জগতে খুব পরিচিত একটি নাম । 1964 সালে কোস্টা রিকার জাতীয় দলে খেলা শুরু করেছিলেন রামিরেজ । ফুটবল কেরিয়ারের ইতি টানার পর কোচ হিসেবে নিজের ভাগ্য যাচাই করে নিতে চেয়েছিলেন । সেই ইচ্ছে থেকেই কোচিংয়ে আসা । 2008-09 সালে কোস্টা রিকার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেন অস্কার রামিরেজ । 2015 সালে পুরোপুরিভাবে তাঁর হাতেই জাতীয় দলের দায়িত্ব এসে পড়ে । তারপরে যা হল সেটা ইতিহাস । কোস্টা রিকার প্রাক্তন ফুটবলার এবং বর্তমান কোচ তাঁর দেশকে FIFA বিশ্বকাপের মঞ্চ পর্যন্ত টেনে নিয়ে গেলেন । নতুন মরশুমে বছর পঞ্চান্নর সেই তুখোড় ফুটবল মস্তিষ্ককে দলে পাওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে লাল-হলুদ ।

এদিকে নতুন মরশুমে কোন লিগে খেলবে ইস্টবেঙ্গল সেটাই এখনও স্পষ্ট নয় । যদিও নতুন মরশুমের জন্য দল গড়তে নেমে একের পর এক চমক দিচ্ছে লাল-হলুদ । ইতিমধ্যেই বেশ কয়েকজন নামজাদা ফুটবলারকে ঘরে তুলেছে তারা । শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন ATK থেকে বলবন্ত সিং, মোহনবাগান থেকে চুলোভা, গোলরক্ষক শঙ্কর রায়, হায়দরাবাদ FC-র ডিফেন্ডার গুরতেজ সিং, রিয়াল কাশ্মীরের সাইডব্যাক নবীন গুরুং, চার্চিল ব্রাদার্সের মিডফিল্ডার কুয়ান গোমস, দুই প্রধানে খেলে যাওয়া শেহনাজ সিং তাঁদের ক্লাবে সই করেছেন । এছাড়াও নজরে রয়েছেন মোহনবাগানের স্ট্রাইকার সুহের ভিপি । গোলরক্ষক হিসেবে শঙ্কর রায়কে চূড়ান্ত করার পরে ইস্টবেঙ্গল জামশেদপুর FC-র তরুণ বাঙালি গোলরক্ষক রফিক আলি সর্দারকে নিতে চায় । বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতিতে চলছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা । স্পেনীয় ফুটবলার কোলাডোর সঙ্গে আরও এক মরশুমের চুক্তি রয়েছে । জনি অ্যাকোস্টাকে রেখে দেওয়া হবে ।

তবে শক্তিশালী দল গড়ার পাশাপাশি ভালোমানের কোচ নেওয়ার চেষ্টায় ইস্টবেঙ্গল । সেই জন্য জনি অ্যাকোস্টার মাধ্যমে কোস্টা রিকার জাতীয় দলের কোচ অস্কার রামিরেজকে নেওয়ার প্রস্তাব দিয়েছে। দুবছর প্রতিযোগিতামূলক কোচিংয়ের মধ্যে না থাকলেও অস্কার রামিরেজ এই প্রস্তাব নিয়ে ভেবে দেখছেন । তাই অ্যাকোস্টার থেকে ইস্টবেঙ্গল সম্বন্ধে খবর নিয়েছেন ।

লকডাউন পর্ব মিটলে ভারতীয় ফুটবলের গতিপ্রকৃতি পরিষ্কার হবে । ইস্টবেঙ্গল ISL খেলবে কি না তা জানা যাবে । যদিও লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যেই বলেছেন তাঁরা ISL-এ খেলছেন ।

কলকাতা, 19 এপ্রিল: জনি অ্যাকোস্টার থেকে ইস্টবেঙ্গল সম্বন্ধে খবরাখবর নিলেন অস্কার রামিরেজ । 55 বছর বয়সি রামিরেজ 2018 রাশিয়া বিশ্বকাপে কোস্টা রিকার জাতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন । দুবছর প্রতিযোগিতামূলক ফুটবলের কোচিং থেকে দূরে থাকা রামিরেজের কাছে ইস্টবেঙ্গল নতুন মরশুমের কোচ হওয়ার প্রস্তাব পাঠিয়েছে বলে খবর । তাঁর সঙ্গে যোগাযোগের মাধ্যম ইস্টবেঙ্গলের কোস্টারিকান বিশ্বকাপার ডিফেন্ডার জনি অ্যাকোস্টা । রাশিয়া বিশ্বকাপে খেলেছিলেন অ্যাকোস্টা । সেই অ্যাকোস্টার থেকেই কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করে নিয়েছেন কোস্টারিকার কোচ ।

পুরো নাম অস্কার অ্যান্তোনিও রামিরেজ হার্নান্ডেজ । কোস্টারিকার ফুটবল জগতে খুব পরিচিত একটি নাম । 1964 সালে কোস্টা রিকার জাতীয় দলে খেলা শুরু করেছিলেন রামিরেজ । ফুটবল কেরিয়ারের ইতি টানার পর কোচ হিসেবে নিজের ভাগ্য যাচাই করে নিতে চেয়েছিলেন । সেই ইচ্ছে থেকেই কোচিংয়ে আসা । 2008-09 সালে কোস্টা রিকার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেন অস্কার রামিরেজ । 2015 সালে পুরোপুরিভাবে তাঁর হাতেই জাতীয় দলের দায়িত্ব এসে পড়ে । তারপরে যা হল সেটা ইতিহাস । কোস্টা রিকার প্রাক্তন ফুটবলার এবং বর্তমান কোচ তাঁর দেশকে FIFA বিশ্বকাপের মঞ্চ পর্যন্ত টেনে নিয়ে গেলেন । নতুন মরশুমে বছর পঞ্চান্নর সেই তুখোড় ফুটবল মস্তিষ্ককে দলে পাওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে লাল-হলুদ ।

এদিকে নতুন মরশুমে কোন লিগে খেলবে ইস্টবেঙ্গল সেটাই এখনও স্পষ্ট নয় । যদিও নতুন মরশুমের জন্য দল গড়তে নেমে একের পর এক চমক দিচ্ছে লাল-হলুদ । ইতিমধ্যেই বেশ কয়েকজন নামজাদা ফুটবলারকে ঘরে তুলেছে তারা । শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন ATK থেকে বলবন্ত সিং, মোহনবাগান থেকে চুলোভা, গোলরক্ষক শঙ্কর রায়, হায়দরাবাদ FC-র ডিফেন্ডার গুরতেজ সিং, রিয়াল কাশ্মীরের সাইডব্যাক নবীন গুরুং, চার্চিল ব্রাদার্সের মিডফিল্ডার কুয়ান গোমস, দুই প্রধানে খেলে যাওয়া শেহনাজ সিং তাঁদের ক্লাবে সই করেছেন । এছাড়াও নজরে রয়েছেন মোহনবাগানের স্ট্রাইকার সুহের ভিপি । গোলরক্ষক হিসেবে শঙ্কর রায়কে চূড়ান্ত করার পরে ইস্টবেঙ্গল জামশেদপুর FC-র তরুণ বাঙালি গোলরক্ষক রফিক আলি সর্দারকে নিতে চায় । বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতিতে চলছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা । স্পেনীয় ফুটবলার কোলাডোর সঙ্গে আরও এক মরশুমের চুক্তি রয়েছে । জনি অ্যাকোস্টাকে রেখে দেওয়া হবে ।

তবে শক্তিশালী দল গড়ার পাশাপাশি ভালোমানের কোচ নেওয়ার চেষ্টায় ইস্টবেঙ্গল । সেই জন্য জনি অ্যাকোস্টার মাধ্যমে কোস্টা রিকার জাতীয় দলের কোচ অস্কার রামিরেজকে নেওয়ার প্রস্তাব দিয়েছে। দুবছর প্রতিযোগিতামূলক কোচিংয়ের মধ্যে না থাকলেও অস্কার রামিরেজ এই প্রস্তাব নিয়ে ভেবে দেখছেন । তাই অ্যাকোস্টার থেকে ইস্টবেঙ্গল সম্বন্ধে খবর নিয়েছেন ।

লকডাউন পর্ব মিটলে ভারতীয় ফুটবলের গতিপ্রকৃতি পরিষ্কার হবে । ইস্টবেঙ্গল ISL খেলবে কি না তা জানা যাবে । যদিও লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যেই বলেছেন তাঁরা ISL-এ খেলছেন ।

Last Updated : Apr 19, 2020, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.