রিও ডি জেনেইরো, 22 জুন : কোপা অ্যামেরিকার শেষ আটে পৌঁছে গেল আর্জেন্টিনা । আজ ভোরে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিলেন মেসি, অ্যাগুয়েরো, দি মারিয়ারা । তিন ম্যাচে সংগ্রহ 7 পয়েন্ট । কোপার তৃতীয় দল হিসেবে শেষ আটে পৌঁছে গেল আর্জেন্টিনা । এর আগে ব্রাজ়িল ও চিলি শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ।
আর্জেন্টিনার হেড কোচ লিয়োনেল স্কালোনি তাঁর ছেলেদের মাঠে নামান 4-2-3-1 ছকে । প্রথম থেকেই পায়ে আগুন ঝরছিল মেসিদের । মারাত্মক দেখাচ্ছিল প্রত্যেককেই । সুযোগও আসছিল শুরু থেকেই । মাত্র 8 মিনিটের মাথায় গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে যান অ্যাগুয়েরো । গোলের একেবারে সামনেই বল পয়ে যান । কিন্তু লক্ষ্য স্থির রাখতে পারলেন না । জালে জড়াতে পারলেন না বল ।
বল মাঠে গড়ানোর শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন দি মারিয়া । অ্যাগুয়েরো ব্যর্থ হলেও পরের মুহূর্তেই আবার প্যারাগুয়ের ডিফেন্সে চাপ বাড়াতে থাকেন দি মারিয়া । মাত্র 10 মিনিটের মধ্যেই বিপক্ষ ডিফেন্সকে ভেদ করে গোলের জন্য পাস এগিয়ে দেন আলেয়ান্দ্রা গোমেজ়কে । বল নেটে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি গোমেজ়ও । এটাই ম্যাচের ফলাফল নির্ণায়ক একমাত্র গোল ।
আরও পড়ুন : EURO 2020 : আরও পাঁচ দলের রাস্তা পরিষ্কার করে বেলজিয়ামের সঙ্গে শেষ ষোলোয় ডেনমার্ক
একইসঙ্গে আজকের ম্যাচের পর দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হলেন লিয়োনেল মেসি ৷ ভেঙে ফেললেন জেভিয়ের মাসচেরানোর রেকর্ড ৷ প্যারাগুয়ের বিরুদ্ধে আজকের ম্যাচটি নিয়ে নীল সাদা জার্সিতে দেশের হয়ে 147 তম ম্যাচ খেললেন মেসি ৷