ETV Bharat / sports

কাশ্মীরে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ইস্টবেঙ্গল

কাশ্মীরে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেডারেশনকে অনুরোধ করল ইস্টবেঙ্গল।

ফাইল ফোটো
author img

By

Published : Feb 22, 2019, 12:05 AM IST

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : ফুটবলার বা সাপোর্ট স্টাফরাই নয়, কাশ্মীরে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেডারেশনকে অনুরোধ করল ইস্টবেঙ্গল। ২৮ ফেব্রুয়ারি, রিয়াল কাশ্মীরের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে মাঠে নামছে লাল-হলুদ। আইলিগের খেতাবি দৌড়ের অঙ্কে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে, পুলওয়ামার ঘটনার পর উত্তপ্ত উপত্যাকা। তাই খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ইস্টবেঙ্গল।

নিরাপত্তার নিয়ে প্রশ্ন তুলে কাশ্মীরে খেলতে যায়নি মিনার্ভা পঞ্জাব। রিয়াল কাশ্মীর ম্যাচটিতে ওয়াক ওভার পেলেও বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ইস্টবেঙ্গল খেলতে যাব না বললেও পরিস্থিতির দিকে নজর রাখছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বারবার তুলে ধরে ফেডারেশনের দ্বারস্থ হয়েছে তারা। কাশ্মীরে খেলা দেখতে যাওয়া লাল-হলুদ সমর্থকদেরও নিরাপত্তায় নিয়ে অনুরোধ করা হয়েছে, জানিয়ে কথা ক্লাবের পক্ষ থেকে যে করা হয়েছে তা জানিয়েছেন কোয়েস ইস্টবেঙ্গলের CEO সঞ্জিত সেন।

২৫ ফেব্রুয়ারি, সোমবার আইজল এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। সেই ম্যাচের প্রস্তুতির সঙ্গে শুরু করার পাশাপাশি কাশ্মীর ম্যাচের মাঠের বাইরের প্রস্তুতি চলছে একই সঙ্গে। কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া অবশ্য ধাপে ধাপে এগোনোর কথা বলছেন। আপাতত তাই আইজ়ল FC ম্যাচ ছাড়া অন্য কিছু তাঁর চিন্তাভাবনায় নেই। মাঝমাঠে লালরিনডিকা রালতে ও টনি ডোভালকে নিয়ে আলাদাভাবে ভাবছেন। একইভাবে কার্ড সমস্যায় ছিটকে যাওয়া জনি অ্যাকোস্টারের পরিবর্তে সালাম রঞ্জন সিংকে তৈরি করছেন কোচ। চার্চিল ম্যাচে পয়েন্ট হারানোর খামতি মিটিয়ে ফের জয়ের সরণিতে ফেরাই গার্সিয়ার পাখির চোখ।

undefined

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : ফুটবলার বা সাপোর্ট স্টাফরাই নয়, কাশ্মীরে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেডারেশনকে অনুরোধ করল ইস্টবেঙ্গল। ২৮ ফেব্রুয়ারি, রিয়াল কাশ্মীরের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে মাঠে নামছে লাল-হলুদ। আইলিগের খেতাবি দৌড়ের অঙ্কে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে, পুলওয়ামার ঘটনার পর উত্তপ্ত উপত্যাকা। তাই খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ইস্টবেঙ্গল।

নিরাপত্তার নিয়ে প্রশ্ন তুলে কাশ্মীরে খেলতে যায়নি মিনার্ভা পঞ্জাব। রিয়াল কাশ্মীর ম্যাচটিতে ওয়াক ওভার পেলেও বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ইস্টবেঙ্গল খেলতে যাব না বললেও পরিস্থিতির দিকে নজর রাখছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বারবার তুলে ধরে ফেডারেশনের দ্বারস্থ হয়েছে তারা। কাশ্মীরে খেলা দেখতে যাওয়া লাল-হলুদ সমর্থকদেরও নিরাপত্তায় নিয়ে অনুরোধ করা হয়েছে, জানিয়ে কথা ক্লাবের পক্ষ থেকে যে করা হয়েছে তা জানিয়েছেন কোয়েস ইস্টবেঙ্গলের CEO সঞ্জিত সেন।

২৫ ফেব্রুয়ারি, সোমবার আইজল এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। সেই ম্যাচের প্রস্তুতির সঙ্গে শুরু করার পাশাপাশি কাশ্মীর ম্যাচের মাঠের বাইরের প্রস্তুতি চলছে একই সঙ্গে। কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া অবশ্য ধাপে ধাপে এগোনোর কথা বলছেন। আপাতত তাই আইজ়ল FC ম্যাচ ছাড়া অন্য কিছু তাঁর চিন্তাভাবনায় নেই। মাঝমাঠে লালরিনডিকা রালতে ও টনি ডোভালকে নিয়ে আলাদাভাবে ভাবছেন। একইভাবে কার্ড সমস্যায় ছিটকে যাওয়া জনি অ্যাকোস্টারের পরিবর্তে সালাম রঞ্জন সিংকে তৈরি করছেন কোচ। চার্চিল ম্যাচে পয়েন্ট হারানোর খামতি মিটিয়ে ফের জয়ের সরণিতে ফেরাই গার্সিয়ার পাখির চোখ।

undefined
Intro:জয়ের আনন্দ দূরে সরিয়ে চার্চিল ব্রাদার্স ম্যাচের প্রস্তুতি তে ইস্টবেঙ্গল। শুক্রবার সকালের অনুশীলনে প্রথমে জঙ্গি হানায় শহীদ সেনাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি শেষে প্রকাশ সরকারের জন্মদিন পালন হল। শোক ও আনন্দের সহবস্থানের মাঝে লক্ষ্যে অবিচল লাল হলুদ ব্রিগেড।


Body:পাচ গোলের আনন্দের রেশ কাটতে না কাটতেই চার্চিল চ্যালেঞ্জ এর সামনে ইস্টবেঙ্গল। রবিবার যুবভারতী ক্রীড়া ঙ্গনে জোবি জাস্টিন এনরিকেদের প্রতি পক্ষ প্লাজা সিসেরা। ফলে রাশ আলগা করার বিলাসিতা করার সুযোগ নেই আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ও তার ছেলেদের সামনে। সময় কম কিন্তু চ্যালেঞ্জ সামলানো র ঝুকি রয়েছে। তাই লাজং এফসির বিরুদ্ধে খেলা একাদশে র ফুটবলারদের রিলাক্স সেশন ট্রেনিং করালেও বাকি দের তৈরি রাখার পাঠ সারলেন লাল হলুদ চাণক্য।সকালে অনুশীলন শুরু র আগে নিরবতা পালন। কাশ্মীরে জঙ্গি হানায় নিহত সেনাদের শ্রদ্ধার্ঘ তেই অনুশীলনে র কড়া মেজাজটা বাধা হয়ে গিয়ে ছিল। শেষে প্রকাশ সরকারের জন্মদিনের কেক কাটা ও হাসি ঠাট্ঠায় ফিল গুড পরিবেশে র কোলাজ। যেখানে কোচ থেকে ম্যানেজার,ফুটবলার থেকে গ্রাউন্ড স্টাফ সকলেই আনন্দে মাতলেন। তবে লক্ষ্য থেকে সরার ছবি দেখা গেল না। জন্মদিন পালনের ছোট্ট অনুষ্ঠানে র পরেই মাঠের মাঝখানে জোবি জাস্টিন ও জাইমে স্যান্টোস কোলাডোকে নিয়ে বিশেষ আলোচনা য় আলেয়ান্দ্রো।কারন তিনি জানেন লাজং ম্যাচের ফ্রি ফ্লোয়িং ফুটবল চার্চিলের বিরুদ্ধে খেলা কঠিন হবে। তাই ছক ও প্রস্তুতি নিয়ে বাড়তি সতর্কতা।



Conclusion:গোয়ার মাটিতে 2-1 গোলে চার্চিল কে হারিয়ে ছিল ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলে 17 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে চার নম্বরে দাড়িয়ে থাকা গোয়ার ক্লাব দলটি যে কলকাতায় ছোবল দেওয়ার চেষ্টা করবে আলেয়ান্দ্রো জানেন। তাই ফিলগুড পরিবেশে সুখী সাজঘরে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খেতাবের কাছে পৌঁছতে চান তিনি।

For All Latest Updates

TAGGED:

eb success
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.