ETV Bharat / sports

এবার কলকাতা লিগ নিয়ে IFA-র নির্দেশিকা চাইছেন ক্লাব কর্তারা

কলকাতা লিগ নিয়ে জল্পনা অব্যাহত । ক্লাব কর্তারা লিগ শুরুর পক্ষে হলেও এই বিষয়ে IFA-এর নির্দিষ্ট নির্দেশিকা চাইছেন তাঁরা ।

Club officials are seeking IFA's guidelines
কলকাতা
author img

By

Published : May 28, 2020, 12:13 AM IST

কলকাতা, 27 মে: কলকাতা লিগে বল গড়ানো নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে । সপ্তাহ দুয়েক আগে কলকাতা লিগ কীভাবে করা সম্ভব, সেই বিষয়ে ক্লাবগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিল IFA । ইতিমধ্যেই তিন প্রধান তাদের বক্তব্য রাজ্য ফুটবল নিয়ামক সংস্থাকে জানিয়েছে । সেখানে মারণ ভাইরাসের সংক্রমণ এড়িয়ে কোনপথে খেলা শুরু করা যাবে তার নির্দেশিকা তৈরির কথা বলা হয়েছে। পাশাপাশি কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে লিগের সঙ্গে যুক্ত সকলকে বিমার আওতায় আনার দাবি করা হয়। একই সুরে কথা বলছে প্রিমিয়ার ডিভিশনের অন্য ক্লাবগুলিও।

প্রায় প্রত্যেক ক্লাব লিগ শুরুর পক্ষে হলেও কীভাবে তা সম্ভব তা নিয়ে সংশয়ে সকলেই। মাঝের কয়েক মরশুম পর ফের প্রিমিয়ার এ গ্রুপে উঠেছে ইউনাইটেড স্পোর্টিং । ক্লাবের শীর্ষ কর্তা নবাব ভট্টাচার্য বলেন, তাঁরা লিগ শুরু র পক্ষে। তবে তার জন্য পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি। বিশেষ করে ট্রেন চলাচল শুরু না হলে ফুটবলারদের যাওয়া-আসা কঠিন হবে বলে মত ইউনাইটেড স্পোর্টিং কর্তার । যেহেতু ক্লাবের অনুশীলন হয়ে থাকে কল্যাণী স্টেডিয়ামে। এমন অবস্থায় লিগ শুরুর আগে সবকিছু খতিয়ে দেখে পদক্ষেপ করার পক্ষে তিনি । মানসিকভাবে লিগ শুরুর পক্ষে হলেও বর্তমানে পরিস্থিতিতে তা কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁর।

বড় ক্লাবকে পিছনে ফেলে গতবারের লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস। দলের অন্যতম কর্তা অশোক দাশগুপ্ত লিগ শুরুর কথা বললেও নির্দেশিকা চাইছেন IFA-র তরফে। অশোক দাশগুপ্ত বলেন, "সরকারি নির্দেশিকা মেনে লিগ করার পক্ষে আমরা। IFA-র পাশে আছি।"

জর্জ টেলিগ্রাফের সচিব অনির্বাণ দত্তও রাজ্য ফুটবল নিয়ামক সংস্থাকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। বলেন, "বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সব ডিভিশনের লিগ আয়োজন করা সম্ভব হবে না । প্রিমিয়ার ডিভিশনের খেলা হতে পারে। সেভাবে ব্যবস্থা নেওয়া দরকার। ইতিমধ্যে তা IFA-কে জানিয়েছি।"

কলকাতা ময়দানে বল না গড়ানোয় ফুটবলাররা যেমন ক্ষতিগ্রস্ত তেমনই সমস্যায় রেফারিরা । ময়দানের ক্যান্টিনের মালিকরাও লকডাউনে রীতিমতো অসুবিধায় পড়েছেন। এই অবস্থায় কোন পথে সমস্যার সমাধান হবে তা নিয়ে দোটানায় IFA । IFA সূত্রে খবর, সচিব জয়দীপ মুখার্জি ও চেয়ারম্যান সুব্রত দত্ত ছোটো করে প্রিমিয়ার ডিভিশন লিগ করার পক্ষে। যাতে স্পনসরের টাকা পাওয়া যায়। অন্যদিকে প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি ভিন্ন মত পোষণ করেন। সব মিলিয়ে ময়দানের লিগ ফুটবল নিয়ে দোটানা অব্যাহত‌।

কলকাতা, 27 মে: কলকাতা লিগে বল গড়ানো নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে । সপ্তাহ দুয়েক আগে কলকাতা লিগ কীভাবে করা সম্ভব, সেই বিষয়ে ক্লাবগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিল IFA । ইতিমধ্যেই তিন প্রধান তাদের বক্তব্য রাজ্য ফুটবল নিয়ামক সংস্থাকে জানিয়েছে । সেখানে মারণ ভাইরাসের সংক্রমণ এড়িয়ে কোনপথে খেলা শুরু করা যাবে তার নির্দেশিকা তৈরির কথা বলা হয়েছে। পাশাপাশি কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে লিগের সঙ্গে যুক্ত সকলকে বিমার আওতায় আনার দাবি করা হয়। একই সুরে কথা বলছে প্রিমিয়ার ডিভিশনের অন্য ক্লাবগুলিও।

প্রায় প্রত্যেক ক্লাব লিগ শুরুর পক্ষে হলেও কীভাবে তা সম্ভব তা নিয়ে সংশয়ে সকলেই। মাঝের কয়েক মরশুম পর ফের প্রিমিয়ার এ গ্রুপে উঠেছে ইউনাইটেড স্পোর্টিং । ক্লাবের শীর্ষ কর্তা নবাব ভট্টাচার্য বলেন, তাঁরা লিগ শুরু র পক্ষে। তবে তার জন্য পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি। বিশেষ করে ট্রেন চলাচল শুরু না হলে ফুটবলারদের যাওয়া-আসা কঠিন হবে বলে মত ইউনাইটেড স্পোর্টিং কর্তার । যেহেতু ক্লাবের অনুশীলন হয়ে থাকে কল্যাণী স্টেডিয়ামে। এমন অবস্থায় লিগ শুরুর আগে সবকিছু খতিয়ে দেখে পদক্ষেপ করার পক্ষে তিনি । মানসিকভাবে লিগ শুরুর পক্ষে হলেও বর্তমানে পরিস্থিতিতে তা কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁর।

বড় ক্লাবকে পিছনে ফেলে গতবারের লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস। দলের অন্যতম কর্তা অশোক দাশগুপ্ত লিগ শুরুর কথা বললেও নির্দেশিকা চাইছেন IFA-র তরফে। অশোক দাশগুপ্ত বলেন, "সরকারি নির্দেশিকা মেনে লিগ করার পক্ষে আমরা। IFA-র পাশে আছি।"

জর্জ টেলিগ্রাফের সচিব অনির্বাণ দত্তও রাজ্য ফুটবল নিয়ামক সংস্থাকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। বলেন, "বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সব ডিভিশনের লিগ আয়োজন করা সম্ভব হবে না । প্রিমিয়ার ডিভিশনের খেলা হতে পারে। সেভাবে ব্যবস্থা নেওয়া দরকার। ইতিমধ্যে তা IFA-কে জানিয়েছি।"

কলকাতা ময়দানে বল না গড়ানোয় ফুটবলাররা যেমন ক্ষতিগ্রস্ত তেমনই সমস্যায় রেফারিরা । ময়দানের ক্যান্টিনের মালিকরাও লকডাউনে রীতিমতো অসুবিধায় পড়েছেন। এই অবস্থায় কোন পথে সমস্যার সমাধান হবে তা নিয়ে দোটানায় IFA । IFA সূত্রে খবর, সচিব জয়দীপ মুখার্জি ও চেয়ারম্যান সুব্রত দত্ত ছোটো করে প্রিমিয়ার ডিভিশন লিগ করার পক্ষে। যাতে স্পনসরের টাকা পাওয়া যায়। অন্যদিকে প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি ভিন্ন মত পোষণ করেন। সব মিলিয়ে ময়দানের লিগ ফুটবল নিয়ে দোটানা অব্যাহত‌।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.