কলকাতা, 9 এপ্রিল : "বি অ্যাকটিভ" স্লোগানে জন সচেতনতা গড়ে তুলতে গলা মেলাবেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ফুটবলাররা । এই মর্মে দুই ক্লাব তাদের দু'জন করে ফুটবলার মনোনীত করেছে । বাংলা এবং হিন্দিতে এই সচেতনতার বার্তা প্রকাশ করা হবে । ইস্টবেঙ্গল থেকে অভিষেক আম্বেকর ও সামাদ আলি মল্লিক "বি অ্যাকটিভ" প্রচারে যোগ দেবেন বলে জানিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার । মোহনবাগানের হয়ে এই কাজে শিলটন পাল এবং ধনচন্দ্র সিংকে মনোনীত করা হয়েছে । ফিফার উদ্যোগে আয়োজিত এই সচেতনতার প্রচারে ফুটবলারদের নাম মনোনীত করলেন দুই প্রধান ।
দুই ক্লাবের ড্রেসিংরুমে এখন কসমোপলিটন কালচার । দুই দলে একাধিক স্প্যানিশ ফুটবলার রয়েছেন । তাঁদেরও ধাপে ব্যবহার করা হবে । যাতে সেই বার্তা কোরোনা আক্রান্ত স্পেনে দেখান সম্ভব হয় । কোরোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে ইউনাইটেড নেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে হাত মিলিয়ে আসরে নেমেছে ফিফা । 6 এপ্রিল দিনটিকে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্ট ডেভলপমেন্ট অ্যান্ড পিস বলে পালন করে থাকে । এ'বছর তাদের স্লোগান "বি অ্যাকটিভ"।
কোভিড-19 নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তুলতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে সামিল ফিফা । এই উদ্যোগকে জনপ্রিয় করতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা বিভিন্ন দেশের জনপ্রিয় ক্লাবের প্রতিনিধিদের মাধ্যমে প্রচার করতে চায় । বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডসহ বিশ্বের জনপ্রিয় ক্লাব তাদের তালিকায় রয়েছে । ভারত থেকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে এই সচেতনতা প্রসারে সামিল করা হয়েছে । ফিফা-র এই মনোনয়নে ক্লাবগুলোর ঐতিহ্য এবং সেই দেশের ফুটবলে দুই ক্লাবের পারস্পরিক মেঠো লড়াইয়ের ইতিহাসকে মাথায় রাখা হয়েছে । ইতিমধ্যে বার্সেলোনা এই সচেতনতা প্রসারে তাদের প্রতিনিধির নাম পাঠিয়েছে । ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে একই পথে হাটতে হবে । সেই পরিকল্পনা রূপায়ণে ফুটবলারদের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল-মোহনবাগান ।