ETV Bharat / sports

বাগানের বিরুদ্ধে হার ভুলে কাল জিততে মরিয়া চার্চিল - বার্নার্ড তাভারেজ

ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ সামলাতে তৈরি । মোহনবাগানের বিরুদ্ধে ভুল আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবে তারা । এটা চার্চিলের মূলমন্ত্র ৷

Churchill
Churchill
author img

By

Published : Feb 28, 2020, 6:56 PM IST

কলকাতা,28 ফেব্রুয়ারি : মোহনবাগানের বিরুদ্ধে হারের ধাক্কাটা ভুলতে পারছেন না চার্চিল ব্রাদার্স কোচ বার্নার্ড তাভারেজ । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে গোয়ার ক্লাব দলটি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামবে । পয়েন্ট টেবিলে লাল-হলুদ ব্রিগেডের উপরে রয়েছেন প্লাজারা । চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নানা অনুপাতের উপর দাঁড়িয়ে । সেই সম্ভাবনা সরিয়ে পয়েন্ট টেবিলে যতটা সম্ভব উপরে ওঠাই লক্ষ্য চার্চিলের ।

চলতি মরশুমে প্লাজা, সিসেদের নিয়ে গড়া আক্রমণ ভাগ অন্যতম সেরা এই দলের । তবে রক্ষণভাগ তুলনায় দুর্বল । মোহনবাগান প্রতিপক্ষ চার্চিলের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে বাজিমাত করেছিল । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে দলকে এই ব্যাপারে সতর্ক করেছেন বার্নাড তাভারেজ। বলছেন গত তিনটে ম্যাচে তাঁদের পারফরমেন্স ভালো হয়নি । নিজেদের শুধরে নেওয়ার কাজটা ইস্টবেঙ্গল ম্যাচ থেকে শুরু করতে চান ।

যুবভারতীতে আই লিগে মুখোমুখি ইস্টবেঙ্গল ও চার্চিল ব্রাদার্স

লাল-হলুদ ব্রিগেড যে গত দুটো ম্যাচে জয় পেয়েছে তা জানেন চার্চিল কোচ । ঘরের মাঠে তাঁরা যে জয়ের অভ্যাস বজায় রাখতে মরিয়া চেষ্টা করবে তা বুঝতে পেরে চার্চিল কোচ বলছেন "লড়াই কঠিন ৷" গোয়ায় উইলিস প্লাজার শেষ মিনিটের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল চার্চিল । কলকাতার দলের বিরুদ্ধে গোল করার সুঅভ্যাস রয়েছে ক্যারিবীয় স্ট্রাইকারের । কলকাতায় জয় পেতে চার্চিলের ভরসা তিনি । কোচের পাশে বসে সিসে জানান, "ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ সামলাতে আমরা তৈরি ।' মোহনবাগানের বিরুদ্ধে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবেন বলেও আশ্বস্ত করেন । তবে এখন তাঁদের পাখির চোখ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন পয়েন্ট ।

কলকাতা,28 ফেব্রুয়ারি : মোহনবাগানের বিরুদ্ধে হারের ধাক্কাটা ভুলতে পারছেন না চার্চিল ব্রাদার্স কোচ বার্নার্ড তাভারেজ । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে গোয়ার ক্লাব দলটি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামবে । পয়েন্ট টেবিলে লাল-হলুদ ব্রিগেডের উপরে রয়েছেন প্লাজারা । চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নানা অনুপাতের উপর দাঁড়িয়ে । সেই সম্ভাবনা সরিয়ে পয়েন্ট টেবিলে যতটা সম্ভব উপরে ওঠাই লক্ষ্য চার্চিলের ।

চলতি মরশুমে প্লাজা, সিসেদের নিয়ে গড়া আক্রমণ ভাগ অন্যতম সেরা এই দলের । তবে রক্ষণভাগ তুলনায় দুর্বল । মোহনবাগান প্রতিপক্ষ চার্চিলের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে বাজিমাত করেছিল । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে দলকে এই ব্যাপারে সতর্ক করেছেন বার্নাড তাভারেজ। বলছেন গত তিনটে ম্যাচে তাঁদের পারফরমেন্স ভালো হয়নি । নিজেদের শুধরে নেওয়ার কাজটা ইস্টবেঙ্গল ম্যাচ থেকে শুরু করতে চান ।

যুবভারতীতে আই লিগে মুখোমুখি ইস্টবেঙ্গল ও চার্চিল ব্রাদার্স

লাল-হলুদ ব্রিগেড যে গত দুটো ম্যাচে জয় পেয়েছে তা জানেন চার্চিল কোচ । ঘরের মাঠে তাঁরা যে জয়ের অভ্যাস বজায় রাখতে মরিয়া চেষ্টা করবে তা বুঝতে পেরে চার্চিল কোচ বলছেন "লড়াই কঠিন ৷" গোয়ায় উইলিস প্লাজার শেষ মিনিটের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল চার্চিল । কলকাতার দলের বিরুদ্ধে গোল করার সুঅভ্যাস রয়েছে ক্যারিবীয় স্ট্রাইকারের । কলকাতায় জয় পেতে চার্চিলের ভরসা তিনি । কোচের পাশে বসে সিসে জানান, "ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ সামলাতে আমরা তৈরি ।' মোহনবাগানের বিরুদ্ধে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবেন বলেও আশ্বস্ত করেন । তবে এখন তাঁদের পাখির চোখ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন পয়েন্ট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.