লন্ডন, 22 জুন : প্রিমিয়ার লিগে চার নম্বর স্থানে থেকে লিগ শেষ করার সম্ভাবনা জাগিয়ে রাখল চেলসি ৷ রবিবার অ্যাওয়ে ম্যাচে রেলিগেশনের আওতায় থাকা অ্য়াস্টন ভিলাকে 2-1 গোলে হারাল তারা ৷ চেলসির হয়ে গোল দুটি করেন অলিভার জিরু ও ক্রিশ্চিয়ান পুলিসিক ৷ 1 গোলে পিছিয়ে থেকেও ম্যাচ বের করে আনে ব্লুজরা ৷
এই জয়ের ফলে 30 ম্যাচ পর চেলসি 51 পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চার নম্বর স্থানে রইল ৷ পাঁচ নম্বরে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের থেকে পাঁচ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল ৷ অন্যদিকে রেলিগেশনের আরও কাছে চলে গেল অ্যাস্টন ভিলা ৷ টেবিলের শেষ দিক থকে দুই নম্বর স্থানে আছে তারা ৷
যদিও এবার খেলার গতির বিরুদ্ধে ডিফেন্ডার কোর্টনি হাউজ়ের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা ৷ ম্যাচের 43 মিনিটে নিজের প্রথম প্রিমিয়ার লিগ গোল করেন কোর্টনি ৷ চেলসি অধিনায়ক কেপা অ্যারিজ়াবালাগা থেকে ফিরতি বলে গোলের দরজা খোলেন কোর্টনি ৷ ম্যাচের শুরু থেকই ভিলার উপর চাপ ধরে রেখেছিলেন চেলসির ফুটবলাররা ৷ গোটা ম্যাচে 76 শতাংশ বল দখল নিয়ে খেলে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ছেলেরা ৷ প্রথমে পর্বেই গোল করার সুয়োগ পেয়ে গিয়েছিল দা ব্লুজরা ৷ কিন্তু এদিন তেকাঠির নিচে দুরন্ত খেললেন অ্য়াস্টন ভিলা অধিনায়ক ওরেজান নেইল্যান্ড ৷ অনন্তপক্ষে দু’বার নিশ্চিত গোল রক্ষা করেন তিনি ৷
ম্যাচের 60 মিনিটে সিসার অ্যাজ়প্লিকিউয়েটার পাশ থেকে গোল করে যান অ্যামেরিকান পুলিসিক ৷ মাত্র 5 মিনিট আগেই মাঠে নামেন পুলিসিক ৷ ফার পোস্টে মারা পুলসিকের শটে বল পোস্টের ভিতর দিকে লেগে জালে জড়িয়ে যায় ৷ এরপর অ্যাজ়প্লিকিউয়েটারের আর একটি দুরন্ত থ্রু পাশ থকে গোল করেন অলিভার জিরু ৷ ফার পোস্টে মারা জিরুর এই শট ডিফ্লেক্ট হয়ে যায় ৷ ফলে গোলে দাঁড়িয়ে থাকা ওরেজান নেইল্য়ান্ড গোল আটকানোর কোনও সুযোগই পাননি ৷