লন্ডন, 19 ফেব্রুয়ারি : ব্যক্তিগত কুরুচিকর মন্তব্যের জন্য কয়েকজন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফ্যানকে ব্যান করল চেলসি ফুটবল ক্লাব ৷ প্রিমিয়ার লিগের ম্যাচের সময় ওই তারা ব্যক্তিগত কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ ৷
সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের খেলায় মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসি ৷ ঘরের মাঠে ম্যান ইউয়ের কাছে 2-0 গোলে হারতে হয় চেলসিকে ৷
কিন্তু ম্যাচ শুরুর আগেই ওই দর্শকদের স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হয়নি ৷ তাদের বিরুদ্ধে কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ ছিল ৷ আরও কয়েকজনকে ম্যাচ চলাকালীন স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয় ৷
বিবৃতি দিয়ে চেলসি FC-র তরফে জানানো হয়, ‘‘গতরাতের ম্যাচে একদল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফ্যান স্টেডিয়ামের বাইরে কুরুচিকর মন্তব্য করেন ৷ এর ফলে তাদের মধ্যে কয়েকজনকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি ৷ বাকিদের ম্যাচ চলাকালীন বের করে দেওয়া হয় ৷’’
দা ব্লুজদের তরফে আরও বলা হয়, ‘‘চেলসি ফুটবল ক্লাবে এই প্রকার আচরণ সহ্য করা হবে না ৷ ওই দর্শকদের ভবিষ্যতেও স্ট্যামফোর্ড ব্রিজে ঢুকতে দেওয়া হবে না ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবকেও এই দর্শকদের তথ্য দেওয়া হবে, যাতে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারে ৷’’
এদিকে ঘরের মাঠে চেলসিকে 2-0 গোলে হারায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ রেড ডেভিলসদের হয়ে গোল করেন অ্যান্থোনি মার্টিয়াল ও হ্যারি মেগুয়ার ৷