কলকাতা, ৫ ফেব্রুয়ারি : যত কান্ড ইস্টবেঙ্গলে । সাজঘরে অশান্তি, ক্লাব বিনিয়োগ সংস্থার আভ্যন্তরীন বিবাদ, কোচ বদল সব কিছু মিলে লাল-হলুদ ব্রিগেডে চরম অস্বস্তি । ফলে মাঠের খেলায় এর জোরালো প্রভাব পড়ছে ।
এবার সমস্যাটা আরও জটিল হয়ে উঠছে । মঙ্গলবার ক্লাব এবং বিনিয়োগকারীর বৈঠকের পরে প্রাক্তন ফুটবলার চন্দন দাসকে দলের সঙ্গে জুড়ে দেওয়া হয় । প্রাক্তন লাল হলুদ মিডফিল্ডার ক্লাবের ফুটবল স্কুলের সঙ্গে যুক্ত । এবার সিনিয়র দলের সমস্যা ধরার চেষ্টা করবেন । বুধবার অনুশীলনে এসেছিলেন । দলের ফুটবলার, কোচিং ব্রিগেডের সঙ্গে কথা বললেন । ৭ ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল । আই লিগের প্রথম পর্বের শেষ ম্যাচ খেলতে নামবেন লালরিনডিকা রালতেরা ।
৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল মোটেই ভালো অবস্থায় নেই। কার্ড সমস্যার জন্য এই ম্যাচে খেলতে পারবেন না মার্কোস এসপাদা । এদিকে শৃঙ্খলাজনিত কারণে শোকজ করা হয়েছে কাশিম আইদারা এবং গোলরক্ষক রালতেকে । ফলে কোচের দায়িত্ব নেওয়া মারিও রিবেরার কাজটা মোটেই সহজ হবে না ।