ETV Bharat / sports

Champions League 2021: চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ মেসি-নেইমার জুটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির জার্সিতে নেমে ব্যর্থ হল মেসি-নেইমার জুটি ৷ ক্লাব বুর্জের বিপক্ষে নেমে ম্যাচ 1-1 ড্র হয় ৷ প্রথমে এগিয়ে থেকেও পরে পয়েন্ট ভাগাভাগি হয়েই ম্যাচ শেষ হয় ৷ ম্যাচের শেষে চোট পান এমব্যাপে ৷

Champions League 2021
চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ মেসি-নেইমার জুটি
author img

By

Published : Sep 16, 2021, 1:07 PM IST

বেলজিয়াম, 16 সেপ্টেম্বর: উয়েফা চ্যাম্পিয়ন লিগের অভিষেক ম্যাচে পিএসজির জার্সিতে নেমেও খালি হাতে ফিরতে হল মেসি-নেইমার জুটিকে ৷ ম্যাচে কার্যত ছায়া হয়েই থাকলেন লিওনেল মেসি ৷ শুধু মেসি নন ব্যর্থ নেইমার, এব্যাপেরাও ৷ ব্রুজের বিরুদ্ধে নেমে কার্যত ব্যর্থ মেসি-নেইমাররা ৷ জাঁ ব্রেইডেল স্টেডিয়ামে ক্লাব বুর্জের বিপক্ষে নেমে ম্যাচের প্রর্থমার্ধে 15 মিনিটে অ্যান্ডার হেরেরা গোল করে দলকে এগিয়ে দেন ৷ এরপর ক্লাব বুর্জের হয়ে হ্যান্স ভানাকিন 27 মিনিটে ম্যাচে সমতা ফেরান ৷

দ্বিতীয়ার্ধে এমব্যাপে চোট পেয়ে মাঠ ছাড়ার পর পিএসজির আক্রমণভাগ আরও গুটিয়ে যায় ৷ শেষের দিকে মরিয়া চেষ্টা চালিয়েও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি পিএসজির ফুটবলাররা ৷ ম্যাচ জিততে না পারলেও আগাগোড়া আধিপত্য বজায় রেখেছিল ব্রুজ ৷ ম্যাচের পর পিএসজি ম্যানেজার মুরিসিও পাচিত্তিনো বলেন, "মেসি-নেইমার জুটির জ্বলে উঠতে আরও কিছুটা সময় লাগবে ৷ তাঁদের আরও কঠোর পরিশ্রমের প্রয়োজন ৷ আমাদের দলকে তৈরি করতে আরও কিছুদিন সময় লাগবে ৷"

আরও পড়ুন: সুতীর্থা থাকলেও এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বাদ মনিকা বাত্রা

ম্যাচের 70 মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি ৷ তবে প্রতিপক্ষের গোলকিপার সাইমন মিঙ্গোলেট এলএম 30-এর সেই আক্রমণকে প্রতিহত করেন ৷ ম্যাচের শেষে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় ৷ পরবর্তী ম্যাচগুলিতে মেসি-নেইমার কেমন পারফরম্যান্স করেন সেদিকেই তাকিয়ে রয়েছেন পিএসজি কর্তারা ৷ অন্যদিকে গ্রুপ-এ ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি 6-3 গোলে আরবি লিপজিগকে পরাস্ত করে ৷

বেলজিয়াম, 16 সেপ্টেম্বর: উয়েফা চ্যাম্পিয়ন লিগের অভিষেক ম্যাচে পিএসজির জার্সিতে নেমেও খালি হাতে ফিরতে হল মেসি-নেইমার জুটিকে ৷ ম্যাচে কার্যত ছায়া হয়েই থাকলেন লিওনেল মেসি ৷ শুধু মেসি নন ব্যর্থ নেইমার, এব্যাপেরাও ৷ ব্রুজের বিরুদ্ধে নেমে কার্যত ব্যর্থ মেসি-নেইমাররা ৷ জাঁ ব্রেইডেল স্টেডিয়ামে ক্লাব বুর্জের বিপক্ষে নেমে ম্যাচের প্রর্থমার্ধে 15 মিনিটে অ্যান্ডার হেরেরা গোল করে দলকে এগিয়ে দেন ৷ এরপর ক্লাব বুর্জের হয়ে হ্যান্স ভানাকিন 27 মিনিটে ম্যাচে সমতা ফেরান ৷

দ্বিতীয়ার্ধে এমব্যাপে চোট পেয়ে মাঠ ছাড়ার পর পিএসজির আক্রমণভাগ আরও গুটিয়ে যায় ৷ শেষের দিকে মরিয়া চেষ্টা চালিয়েও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি পিএসজির ফুটবলাররা ৷ ম্যাচ জিততে না পারলেও আগাগোড়া আধিপত্য বজায় রেখেছিল ব্রুজ ৷ ম্যাচের পর পিএসজি ম্যানেজার মুরিসিও পাচিত্তিনো বলেন, "মেসি-নেইমার জুটির জ্বলে উঠতে আরও কিছুটা সময় লাগবে ৷ তাঁদের আরও কঠোর পরিশ্রমের প্রয়োজন ৷ আমাদের দলকে তৈরি করতে আরও কিছুদিন সময় লাগবে ৷"

আরও পড়ুন: সুতীর্থা থাকলেও এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বাদ মনিকা বাত্রা

ম্যাচের 70 মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি ৷ তবে প্রতিপক্ষের গোলকিপার সাইমন মিঙ্গোলেট এলএম 30-এর সেই আক্রমণকে প্রতিহত করেন ৷ ম্যাচের শেষে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় ৷ পরবর্তী ম্যাচগুলিতে মেসি-নেইমার কেমন পারফরম্যান্স করেন সেদিকেই তাকিয়ে রয়েছেন পিএসজি কর্তারা ৷ অন্যদিকে গ্রুপ-এ ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি 6-3 গোলে আরবি লিপজিগকে পরাস্ত করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.