ETV Bharat / sports

বাগানের প্র্যাকটিস শুরু 4 জুলাই, ইস্টবেঙ্গলের 10 থেকে - i league

4 জুলাই দল নিয়ে নেমে পড়বেন মোহনবাগান কোচ । 10 জুলাই শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের অনুশীলন ।

বাগানের প্র্যাকটিস শুরু 4 জুলাই, ইস্টবেঙ্গলের 10 থেকে
author img

By

Published : Jul 2, 2019, 10:36 AM IST

কলকাতা, 2 জুলাই : মোহনবাগান কোচ শহরে পা দিয়ে অনুশীলন শুরু করার ব্যাপারে তোড়জোড় শুরু করেছেন । 4 জুলাই তিনি দল নিয়ে নেমে পড়বেন । তার আগে আজ ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব সারবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন । গতকাল সকালে মোহনবাগানের বিদেশি ফিজ়িও চলে এলেন ।

পড়শি ক্লাবের অনুশীলনের খবরে স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের নতুন মরসুমের বল গড়ানো নিয়ে উৎকণ্ঠা বাড়ছিল । তবে চিন্তা দূর করে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা মরসুমের প্রথম অনুশীলনের দিন ঘোষণা করল । 10 জুলাই শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের অনুশীলন । গতকাল সকালে কোয়েস ইস্টবেঙ্গলের সোশাল মিডিয়া পেজে সরকারিভাবে এ খবর ঘোষণা করা হয় । ফলে লাল হলুদ সমর্থকদের প্রতীক্ষার অবসান হতে চলেছে । নতুন মরসুমের জন্য অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল, ঘোষণা হতেই সদস্য সমর্থকরা তাদের স্বস্তি প্রকাশ করেছে ।

তবে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো কবে আসবেন তা এখনও জানা যায়নি । এই বিষয়ে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার কর্তারা বলছেন দ্রুতই তাঁর আসার দিন জানানো হবে । 10 জুলাই প্র্যাকটিস শুরু হলে তার অন্তত দিন পাঁচেক আগে আলেয়ান্দ্রো সহরে পা দেবেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে । তিন সপ্তাহের প্রিসিজ়ন ট্রেনিং করানোর কথা ।

এই মরসুমে লিগ ও ডুরান্ড কাপ একই সঙ্গে চলবে । ফলে দুটো টুর্নামেন্টের জন্য দলকে তৈরি রাখতে হবে । প্রিসিজ়ন ট্রেনিংয়ের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার ভাবনা রয়েছে লাল হলুদ কোচিং ব্রিগেডের । ইতিমধ্যে ফুটবলারদের চুক্তি সম্পন্ন করা হচ্ছে । চলতি সপ্তাহে চুক্তিবদ্ধ ফুটবলারদের তালিকা প্রকাশ করা হবে । তিন বিদেশি চূড়ান্ত । কোচ স্বয়ং একজন বিদেশি স্ট্রাইকার নিয়ে কলকাতায় পা দিতে চলেছেন । ইতিমধ্যেই ভারতীয় ফুটবলারদের দলের প্র্যাকটিসে যোগ দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া শুরু হয়েছে । সব মিলিয়ে জুলাইয়ের 10 তারিখ থেকেই, নতুন মরসুমের জন্য স্বপ্ন দেখা শুরু ইস্টবেঙ্গল সমর্থকদের ।

কলকাতা, 2 জুলাই : মোহনবাগান কোচ শহরে পা দিয়ে অনুশীলন শুরু করার ব্যাপারে তোড়জোড় শুরু করেছেন । 4 জুলাই তিনি দল নিয়ে নেমে পড়বেন । তার আগে আজ ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব সারবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন । গতকাল সকালে মোহনবাগানের বিদেশি ফিজ়িও চলে এলেন ।

পড়শি ক্লাবের অনুশীলনের খবরে স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের নতুন মরসুমের বল গড়ানো নিয়ে উৎকণ্ঠা বাড়ছিল । তবে চিন্তা দূর করে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা মরসুমের প্রথম অনুশীলনের দিন ঘোষণা করল । 10 জুলাই শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের অনুশীলন । গতকাল সকালে কোয়েস ইস্টবেঙ্গলের সোশাল মিডিয়া পেজে সরকারিভাবে এ খবর ঘোষণা করা হয় । ফলে লাল হলুদ সমর্থকদের প্রতীক্ষার অবসান হতে চলেছে । নতুন মরসুমের জন্য অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল, ঘোষণা হতেই সদস্য সমর্থকরা তাদের স্বস্তি প্রকাশ করেছে ।

তবে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো কবে আসবেন তা এখনও জানা যায়নি । এই বিষয়ে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার কর্তারা বলছেন দ্রুতই তাঁর আসার দিন জানানো হবে । 10 জুলাই প্র্যাকটিস শুরু হলে তার অন্তত দিন পাঁচেক আগে আলেয়ান্দ্রো সহরে পা দেবেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে । তিন সপ্তাহের প্রিসিজ়ন ট্রেনিং করানোর কথা ।

এই মরসুমে লিগ ও ডুরান্ড কাপ একই সঙ্গে চলবে । ফলে দুটো টুর্নামেন্টের জন্য দলকে তৈরি রাখতে হবে । প্রিসিজ়ন ট্রেনিংয়ের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার ভাবনা রয়েছে লাল হলুদ কোচিং ব্রিগেডের । ইতিমধ্যে ফুটবলারদের চুক্তি সম্পন্ন করা হচ্ছে । চলতি সপ্তাহে চুক্তিবদ্ধ ফুটবলারদের তালিকা প্রকাশ করা হবে । তিন বিদেশি চূড়ান্ত । কোচ স্বয়ং একজন বিদেশি স্ট্রাইকার নিয়ে কলকাতায় পা দিতে চলেছেন । ইতিমধ্যেই ভারতীয় ফুটবলারদের দলের প্র্যাকটিসে যোগ দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া শুরু হয়েছে । সব মিলিয়ে জুলাইয়ের 10 তারিখ থেকেই, নতুন মরসুমের জন্য স্বপ্ন দেখা শুরু ইস্টবেঙ্গল সমর্থকদের ।

Intro:বাগানের প্র্যাকটিস চার জুলাই, ইস্টবেঙ্গলের ১০ জুলাই

কলকাতা,১জুলাইঃ মোহনবাগান কোচ শহরে পা দিয়ে অনুশীলন শুরু করার ব্যাপারে তোড়জোড় শুরু করেছেন। চার জুলাই তিনি দল নিয়ে নেমে পড়বেন। তার আগে মঙ্গলবার ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব সারবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন। সোমবার সকালে মোহনবাগানের বিদেশি ফিজিও চলে এলেন।
পড়শি ক্লাবের অনুশীলনের খবরে স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের নতুন মরসুমের বল গড়ানো নিয়ে উৎকণ্ঠা বাড়ছিল। নতুন মাসের প্রথম দিন ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে মরসুমের প্রথম অনুশীলনের দিন ঘোষণা করা হল। ১০ ই জুলাই অনুশীলন শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের অনুশীলন। ফলে লাল হলুদ সমর্থকদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। মাঠে নেমে পড়েছে তাদের প্রিয় দল। নতুন মরসুমের জন্য অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল, ঘোষণা হতে সদস্য সমর্থকরা তাদের স্বস্তি প্রকাশ করেছে। সোমবার সকালে কোয়েস ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার পেজে সরকারিভাবে এ খবর ঘোষণা করা হয়। তবে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো কবে আসবেন তা এখনো জানা যায়নি। এব্যাপারে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার কর্তারা বলছেন দ্রুতই তাঁর আসার দিন জানানো হবে। ১০ জুলাই প্র্যাকটিস শুরু হলে তার অন্তত দিন পাঁচেক আগে আলেয়ান্দ্রো মহরে পা দেবেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তিন সপ্তাহের প্রিসিজন ট্রেনিং করানোর কথা। চলতি মাসের শেষ সপ্তাহে কলকাতা লিগে প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। এই মরসুমে লিগ ও ডুরাণ্ড কাপ একই সঙ্গে চলবে। ফলে দুটো টুর্নামেন্টের জন্য দলকে তৈরি রাখতে হবে। প্রিসিজন ট্রেনিংয়ের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার ভাবনা রয়েছে লাল হলুদ কোচিং ব্রিগেডের। ইতিমধ্যে ফুটবলারদের চুক্তি সম্পন্ন করা হচ্ছে। চলতি সপ্তাহে চুক্তিবদ্ধ ফুটবলারদের তালিকা প্রকাশ করা হবে। তিন বিদেশি চূড়ান্ত। কোচ স্বয়ং একজন বিদেশি স্ট্রাইকার নিয়ে কলকাতায় পা দিতে চলেছেন। ইতিমধ্যেই ভারতীয় ফুটবলারদের দলের প্র্যাকটিসে যোগ দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া শুরু হয়েছে। মনে করা হচ্ছে চলতি সপ্তাহের বুধবারের মধ্যে আলেজান্দ্রোর কলকাতায় আসা ও বাকি সবকিছুর ছবিটি পরিষ্কার হয়ে যাবে। সব মিলিয়ে জুলাইয়ের ১০ তারিখ থেকেই, নতুন মরসুমের জন্য স্বপ্ন দেখা শুরু ইস্টবেঙ্গল সমর্থকদের।Body:Eb mbConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.