ক্যারাকাস (ভেনেজুয়েলা): লাতিল আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা-নির্ণায়ক পর্বে বৃহস্পতিবার মাঠে নেমেছিল মহাদেশের দুই জায়ান্ট ব্রাজিল এবং আর্জেন্টিনা ৷ নেইমার-হীন ব্রাজিল পিছিয়ে পড়ে 3 পয়েন্ট তুলে নিলেও আটকে গেল আর্জেন্টিনা ৷ অ্যাওয়ে ম্যাচে এদিন আশানরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ দুই দলই ৷ সেলেকাওরা ভেনেজুয়েলাকে 3-1 গোলে হারালেও প্যারাগুয়ের বিরুদ্ধে গোলশূল্য ড্র করল আলবিসেলেস্তেরা ৷
আহত ক্যাশেমিরো এবং তারকা নেইমারকে ছাড়াই এদিন মাঠে নেমেছিল শীর্ষে থাকা ব্রাজিল ৷ অ্যাওয়ে ম্যাচে লিগ টেবিলে তলানিতে থাকা দলের বিরুদ্ধে এদিন 71 মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ইয়েলো ব্রিগেড ৷ ডিফেন্ডার মার্কুইনহোসের সমতা ফেরানোর পর 85 মিনিটে সেলেকাওদের এগিয়ে দেন গ্যাব্রিয়েল বারবোসা ৷ এরপর সংযুক্তি সময়ে ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেক পুঁতে ব্রাজিলের জয় নিশ্চিত করেন পরিবর্ত অ্যান্তনি ৷
পারফরম্যান্স আশানরূপ না হলেও সরাসরি মূলপর্বে জায়গা করে নিতে এই জয় গুরুত্বপূর্ণ ছিল ব্রাজিলের ৷ 9 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে আপাতত আট পয়েন্ট এগিয়ে ব্রাজিল ৷ গত ম্যাচে দুরন্ত হ্যাটট্রিকে বলিভিয়ার বিরুদ্ধে জয় এনে দেওয়া লিও মেসি এদিন নিশ্চুপ থাকায় জয় ধরা দিল না কোপা চ্যাম্পিয়নদের ৷
আরও পড়ুন: সুনীলদের হতশ্রী পারফরম্যান্স অব্যাহত, কড়া সমালোচনায় প্রাক্তনরা
প্রথম 12 মিনিটে এদিন তিনটি গোলের সুযোগ পেলেও প্যারাগুয়ে দুর্গের শেষ প্রহরী সিলভার দস্তানায় আটকে যায় আলবিসেলেস্তেরা ৷ তেকাঠির নীচে এদিন দুরন্ত ছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজও ৷ দ্বিতীয়ার্ধেও দুই দল সুযোগ তৈরি করলেও কিন্তু গোল পায়নি কোনও দলই ৷
উল্লেখ্য, গত মাসে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচটি 7 মিনিট চলার পর কোভিড উদ্বেগে বাতিল হয়ে যায় ৷ অভিযোগ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার ব্রাজিলে পৌঁছে বাধ্যতামূলক নিভৃতবাস না সেরেই মাঠে নেমে পড়েছিলেন ৷