রিও ডি জেনেইরো, 13 জুন : ফুটবল জ্বরে কাবু ইউরোপ ৷ চলছে ইউরো 2020 ৷ অন্যদিকে ব্রাজিলে শুরু হতে চলেছে লাতিন আমেরিকার সবথেকে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা ৷ প্রথম ম্যাচেই মুখোমুখি আয়োজক ব্রাজিল ও ভেনেজুয়েলা ৷ ভারতীয় সময় আজ রাত 2টো 30 মিনিটে মহারণে মুখোমুখি হচ্ছে দুই দেশ ৷
ঘরের মাঠে খেলার সুযোগ ৷ তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রথম ম্যাচ থেকেই জয়ের জন্য ঝাঁপাবে তা বলাই বাহুল্য ৷ বলাই যায় টুর্নামেন্টে ফেভারিট সেলেকাওরা ৷ প্রথম দিকে প্রচুর অনিশ্চিয়তা থাকলেও, ব্রাজিলের মাটিতে আমেরিকার মেগা টুর্নামেন্ট নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷
প্রথমে কলোম্বিয়াতে মেগা টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা ছিল ৷ কিন্তু দেশে রাজনৈতিক ডামাডোল থাকায় শেষ মুহূর্তে সরে আসে কলোম্বিয়া ৷ এরপর সিদ্ধান্ত নেওয়া হয় টুর্নামেন্টের আয়োজন করবে আর্জেন্টিনা ৷ কিন্তু করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে তাঁরাও পিছিয়ে আসে ৷ শেষ মুহূর্তে ব্রাজিল প্রেসিডেন্ট টুর্নামেন্ট আয়োজনের গ্রিন সিগন্যাল দেন ৷ প্রথমে টুর্নামেন্টটি 12 জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরে সেটি 13 জুন( ভারতীয় সময়ে 14 জুন) থেকে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
আয়োজক ব্রাজিলের ভেনেজুয়েলার বিরুদ্ধে দুরন্ত রেকর্ড আছে ৷ এখনও পর্যন্ত দুই দল মোট 27 টি ম্যাচে মুখোমুখি হয়েছে ৷ তারমধ্যে 22টিতেই সেলেকাওরা জয় লাভ করেছে ৷ ভেনেজুয়েলা জিতেছে মাত্র 2টি ম্যাচ ৷ রবিবারের ম্যাচেও তাই ব্রাজিলই ফেভারিট ৷
শেষবার 2020 সালে দুই দেশ মুখোমুখি হয়েছিল ৷ সেখানে ভেনেজুয়েলাকে 1-0 গোলে হারায় নেইমাররা ৷ দলেও ও ম্যাচের একমাত্র গোলটি করেন রবার্তো ফিরমিনো ৷ কোপা আমেরিকা 2021 খেলতে নামার আগের শেষ পাঁচটি ম্যাচে জিতেছে ব্রাজিল ৷ অন্যদিকে শেষ পাঁচটি ম্যাচের তিনটিতে হারে ভেনেজুয়েলা ৷ মাত্র একটি ম্যাচে জয়লাভ করে তাঁরা ৷ তবে এই ম্যাচে ব্রাজিল পাবে না সেন্ট্রাল ডিফেন্ডার ড্যানি অ্যালভেসকে ৷ চোটের কারণে খেলবেন না তিনি ৷ এছাড়া আরেক ডিফেন্ডার থিয়াগো সিলভার খেলা নিয়েও সংশয় আছে ৷
আরও পড়ুন : WTC Final : বিরাটদের মুখোমুখি হওয়ার আগে টেস্টে এক নম্বরে নিউজিল্যান্ড
তবে আমেরিকার সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভেনেজুয়েলার 8 জন ফুটবলার করোনা আক্রান্ত ৷ তাই, তাঁদের এই ম্যাচে কোন দল খেলবে, তা বলা বেশ মুশকিল ৷