ETV Bharat / sports

World Cup Qualifiers : বড় জয়ে মূলপর্বের আরও কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা - Neymar Jr.

নভেম্বরে কলম্বিয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবেন নেইমাররা ৷ 11 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা জোনে শীর্ষে অবস্থান সেলেকাওদের ৷

World Cup Qualifier
বড় জয়ে মূলপর্বের আরও কাছে ব্রাজিল, জয় আর্জেন্টিনারও
author img

By

Published : Oct 15, 2021, 5:19 PM IST

রিও ডি জেনেইরো, 15 অক্টোবর : গত ম্য়াচে পয়েন্ট নষ্টের পর বিশ্বকাপ কোয়ালিফায়ারে ফের জয়ের সরণিতে ফিরল ব্রাজিল ৷ ঊরুগুয়েকে বৃহস্পতিবার বড় ব্যবধানে হারালেন নেইমাররা ৷ সুয়ারেজদের বিরুদ্ধে এদিন 4-1 গোলে জয় তুলে নিল তিতের দল ৷ কোয়ালিফায়ারে টানা দ্বিতীয় ম্য়াচে জয় পেল আর্জেন্টিনাও ৷ লাউতারো মার্টিনেজের গোলে পেরুকে 1-0 হারাল আলবিসেলেস্তেরা ৷

ঊরুগুয়ের বিরুদ্ধে এদিন গোলে ফিরলেন ব্রাজিলের 'পোস্টার বয়' নেইমার ৷ সুয়ারেজ-কাভানিদের বিরুদ্ধে ম্য়াচের 10 মিনিটে দলের হয়ে গোলের খাতা খোলেন পিএসজি তারকা ৷ দেশের জার্সিতে এটি 70তম গোল নেইমারের ৷ কিংবদবন্তি পেলেকে ছুঁতে আর মাত্র সাত গোল চাই তাঁর ৷ 18 মিনিটে রাফিনহার গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল ৷ দ্বিতীয়ার্ধে লিডস উইঙ্গার জোরালো শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল তুলে নেন ৷

77 মিনিটে সুয়ারেজ ব্যবধান কমালেও 83 মিনিটে গ্যাব্রিয়েল বারবোসা চতুর্থ তথা শেষ পেরেকটি পুঁতে দেন ঊরুগুয়ের কফিনে ৷ যা পরিস্থিতি তাতে নভেম্বরে কলম্বিয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবেন নেইমাররা ৷ 11 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও মজবুত করল সেলেকাওরা ৷

আরও পড়ুন : মালদ্বীপকে উড়িয়ে সাফ কাপের ফাইনালে ভারত, নায়ক সুনীল

অন্য ম্যাচে পেরুর বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের গোলটি এল লাউতারো মার্টিনেজের পা থেকে ৷ ঘরের মাঠে এদিন একেবারেই ছন্দে ছিলেন না লিওনেল মেসি ৷ যদিও প্রথমার্ধেই জয়সূচক গোল পেয়ে যায় কোপা চ্যাম্পিয়নরা ৷ দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হারায় পেরু ৷ পেনাল্টি থেকে শট ক্রসবারে মারেন যোশিমার ৷

রিও ডি জেনেইরো, 15 অক্টোবর : গত ম্য়াচে পয়েন্ট নষ্টের পর বিশ্বকাপ কোয়ালিফায়ারে ফের জয়ের সরণিতে ফিরল ব্রাজিল ৷ ঊরুগুয়েকে বৃহস্পতিবার বড় ব্যবধানে হারালেন নেইমাররা ৷ সুয়ারেজদের বিরুদ্ধে এদিন 4-1 গোলে জয় তুলে নিল তিতের দল ৷ কোয়ালিফায়ারে টানা দ্বিতীয় ম্য়াচে জয় পেল আর্জেন্টিনাও ৷ লাউতারো মার্টিনেজের গোলে পেরুকে 1-0 হারাল আলবিসেলেস্তেরা ৷

ঊরুগুয়ের বিরুদ্ধে এদিন গোলে ফিরলেন ব্রাজিলের 'পোস্টার বয়' নেইমার ৷ সুয়ারেজ-কাভানিদের বিরুদ্ধে ম্য়াচের 10 মিনিটে দলের হয়ে গোলের খাতা খোলেন পিএসজি তারকা ৷ দেশের জার্সিতে এটি 70তম গোল নেইমারের ৷ কিংবদবন্তি পেলেকে ছুঁতে আর মাত্র সাত গোল চাই তাঁর ৷ 18 মিনিটে রাফিনহার গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল ৷ দ্বিতীয়ার্ধে লিডস উইঙ্গার জোরালো শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল তুলে নেন ৷

77 মিনিটে সুয়ারেজ ব্যবধান কমালেও 83 মিনিটে গ্যাব্রিয়েল বারবোসা চতুর্থ তথা শেষ পেরেকটি পুঁতে দেন ঊরুগুয়ের কফিনে ৷ যা পরিস্থিতি তাতে নভেম্বরে কলম্বিয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবেন নেইমাররা ৷ 11 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও মজবুত করল সেলেকাওরা ৷

আরও পড়ুন : মালদ্বীপকে উড়িয়ে সাফ কাপের ফাইনালে ভারত, নায়ক সুনীল

অন্য ম্যাচে পেরুর বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের গোলটি এল লাউতারো মার্টিনেজের পা থেকে ৷ ঘরের মাঠে এদিন একেবারেই ছন্দে ছিলেন না লিওনেল মেসি ৷ যদিও প্রথমার্ধেই জয়সূচক গোল পেয়ে যায় কোপা চ্যাম্পিয়নরা ৷ দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হারায় পেরু ৷ পেনাল্টি থেকে শট ক্রসবারে মারেন যোশিমার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.