ETV Bharat / sports

Brazil vs Argentina : দুটি দলের কাছেই মজুত কোপার ফাইনাল জেতার রসদ - লিওনেল মেসি

ফাইনালে ব্রাজিলের কাছে ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ রয়েছে ৷ তবে মেসি ও নেইমার সমৃদ্ধ দুটি দলের কাছেই খেতাব জেতার রসদ রয়েছে ৷

Brazil and Argentina
Brazil and Argentina
author img

By

Published : Jul 10, 2021, 10:15 PM IST

রিও ডি জেনেইরো, 10 জুলাই : ব্রাজিল নাকি আর্জেন্টিনা ৷ মারাকানায় শেষ হাসি হাসবে কে? রবিবার সকালেই মিলবে এর উত্তর ৷ তার আগে ফাইনাল নিয়ে বিশেষজ্ঞদের বিস্তর কাঁটাছেড়া চলছে ৷ কে এগিয়ে, কে পিছিয়ে? পাড়া পাড়ায় দুই দলের অনুরাগীদের মধ্যে চলছে জোর তর্ক ৷ ফাইনালে ব্রাজিলের কাছে ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ রয়েছে ৷ তবে মেসি ও নেইমার সমৃদ্ধ দুটি দলের কাছেই খেতাব জেতার রসদ রয়েছে ৷

কোপায় লিওনেল মেসির আর্জেন্টিনাকে দেখে মনে হচ্ছে 28 বছরের খেতাবের খরা এবার তারা মিটিয়ে ফেলবে ৷ মনে হচ্ছে দলটি মেসি নির্ভরতা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে ৷ মেসি ছাড়াও বাকিরা দলের জয়ে অবদান রাখছেন ৷ অন্যদিকে নেইমার ও গ্যালারিতে সমর্থন ছাড়াই দুবছর আগে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল ৷ সেই দলটির থেকেও দুরন্ত দেখাচ্ছে এবারের ব্রাজিলকে ৷ ব্রাজিল দশম এবং আর্জেন্টিনা কোপার 15তম খেতাব জয়ের জন্য ঝাঁপাবে ৷ দেখা যাক দুটি দলের খেতাব জয়ের কারণগুলি -

মেসি : সেই 2005 সালে জাতীয় দলের অভিষেকের হয়েছিল মেসির ৷ চলতি কোরা আমেরিকায় সেরাটা দিয়ে আসছেন ৷ টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট রয়েছে তাঁর ৷ প্লেমেকারের ভূমিকা ছাড়াও 34 বছরের মেসি মাঠে বেশ স্বস্তিতে রয়েছেন মনে হচ্ছে ৷ অন্তত অতীতের টুর্নামেন্টগুলি বিচার করলে তেমনই মনে হয় ৷

এমিলিয়ানো মার্টিনেজ : আর্জেন্টিনাকে ফাইনালে তুলে নায়ক বনে গিয়েছেন ৷ সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে তিন তিনটি শট বাঁচিয়ে দিয়েছিলেন ৷ আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যা প্রথম ৷ ম্যাচের পর এমির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মেসি ৷ ফাইনালে মহারণেও কি তেকাঠির নিচে এমি শো দেখা যাবে ?

আরও পড়ুন : Copa America final : দশ শতাংশ দর্শকের মধ্যেই মুক্তির স্বাদ খুঁজছে মারাকানা

লাউতেরো মার্টিনেজ : টুর্নামেন্টের প্রথম দিকটায় মার্টিনেজকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি ৷ কিন্তু শেষ তিনটি ম্যাচে গোল করে নজর কেড়েছেন মার্টিনেজ ৷

এবার আসা যাক ব্রাজিলের কথায় ৷ টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ জিতেছে ব্রাজিল ৷ ইকুয়েডরের বিরুদ্ধে ড্র করেছে ৷ এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন সেলেকাও-নেইমাররা ৷ গ্রুপ স্টেজে মাত্র দুটি গোল হজম করেছিল তারা ৷ প্রতিটি ম্যাচেরই দ্বিতীয় ভাগে তারা ভাল খেলছে ৷ যখন প্রতিপক্ষ অনেকটাই অবসন্ন হয়ে পড়ে ৷ পরিবর্ত খেলোয়াড়রা মাঠে নামার পর দলের ইন্টেনসিটি বজায় রেখেছে ৷

নেইমার : তাঁর ড্রিবল, পাস, শট ব্রাজিলের একাগ্রতায় অন্য মাত্রা যোগ করেছে ৷ টুর্নামেন্টে দুটি গোল করেছেন নেইমার ৷ পাঁচ ম্যাচে তিনটি অ্যাসিস্ট রয়েছে ৷ ইকুয়েডরের বিরুদ্ধে নেইমারকে বিশ্রাম দেওয়া হয়েছিল ৷ লুকাস পাকুয়েতার সঙ্গে তাঁর বোঝাপড়া দারুণ ৷ ফাইনালেও তাঁর পায়ের জাদু দেখতে মুখিয়ে ব্রাজিল সমর্থকরা ৷

আরও পড়ুন : Mega Sunday : ক্রীড়াপ্রেমীদের সোনালি রবিবার

তিতে : এই টুর্নামেন্ট থেকে 2022 কাতার বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোচ তিতে ৷ সব খেলোয়াড়দেরই ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিয়ে দেখে নিচ্ছেন ৷ ফলে দিনের শেষে নেইমারের উপর নির্ভরতা কমে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা রপ্ত করে নিয়েছে ব্রাজিল ৷ উইঙ্গার হিসেবে গ্যাব্রিয়েল জেসুসকে ব্যবহার করে নতুন খেলোয়াড়দের জন্য সুযোগ করে দিয়েছেন ৷ যার মধ্যে রয়েছেন রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা ৷ বক্স টু বক্স খেলোয়াড় হিসেবে পাকুয়েতাকে খুঁজে পেয়েছেন ৷

ডিফেন্ডার : ব্রাজিলের ডিফেন্স চমৎকার দেখাচ্ছে ৷ টুর্নামেন্টে মাত্র দুটি গোল হজম করেছেন নেইমাররা ৷ অভিজ্ঞ থিয়েগো সিলভা এখনও টপ ফর্মে রয়েছেন ৷

রিও ডি জেনেইরো, 10 জুলাই : ব্রাজিল নাকি আর্জেন্টিনা ৷ মারাকানায় শেষ হাসি হাসবে কে? রবিবার সকালেই মিলবে এর উত্তর ৷ তার আগে ফাইনাল নিয়ে বিশেষজ্ঞদের বিস্তর কাঁটাছেড়া চলছে ৷ কে এগিয়ে, কে পিছিয়ে? পাড়া পাড়ায় দুই দলের অনুরাগীদের মধ্যে চলছে জোর তর্ক ৷ ফাইনালে ব্রাজিলের কাছে ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ রয়েছে ৷ তবে মেসি ও নেইমার সমৃদ্ধ দুটি দলের কাছেই খেতাব জেতার রসদ রয়েছে ৷

কোপায় লিওনেল মেসির আর্জেন্টিনাকে দেখে মনে হচ্ছে 28 বছরের খেতাবের খরা এবার তারা মিটিয়ে ফেলবে ৷ মনে হচ্ছে দলটি মেসি নির্ভরতা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে ৷ মেসি ছাড়াও বাকিরা দলের জয়ে অবদান রাখছেন ৷ অন্যদিকে নেইমার ও গ্যালারিতে সমর্থন ছাড়াই দুবছর আগে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল ৷ সেই দলটির থেকেও দুরন্ত দেখাচ্ছে এবারের ব্রাজিলকে ৷ ব্রাজিল দশম এবং আর্জেন্টিনা কোপার 15তম খেতাব জয়ের জন্য ঝাঁপাবে ৷ দেখা যাক দুটি দলের খেতাব জয়ের কারণগুলি -

মেসি : সেই 2005 সালে জাতীয় দলের অভিষেকের হয়েছিল মেসির ৷ চলতি কোরা আমেরিকায় সেরাটা দিয়ে আসছেন ৷ টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট রয়েছে তাঁর ৷ প্লেমেকারের ভূমিকা ছাড়াও 34 বছরের মেসি মাঠে বেশ স্বস্তিতে রয়েছেন মনে হচ্ছে ৷ অন্তত অতীতের টুর্নামেন্টগুলি বিচার করলে তেমনই মনে হয় ৷

এমিলিয়ানো মার্টিনেজ : আর্জেন্টিনাকে ফাইনালে তুলে নায়ক বনে গিয়েছেন ৷ সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে তিন তিনটি শট বাঁচিয়ে দিয়েছিলেন ৷ আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যা প্রথম ৷ ম্যাচের পর এমির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মেসি ৷ ফাইনালে মহারণেও কি তেকাঠির নিচে এমি শো দেখা যাবে ?

আরও পড়ুন : Copa America final : দশ শতাংশ দর্শকের মধ্যেই মুক্তির স্বাদ খুঁজছে মারাকানা

লাউতেরো মার্টিনেজ : টুর্নামেন্টের প্রথম দিকটায় মার্টিনেজকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি ৷ কিন্তু শেষ তিনটি ম্যাচে গোল করে নজর কেড়েছেন মার্টিনেজ ৷

এবার আসা যাক ব্রাজিলের কথায় ৷ টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ জিতেছে ব্রাজিল ৷ ইকুয়েডরের বিরুদ্ধে ড্র করেছে ৷ এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন সেলেকাও-নেইমাররা ৷ গ্রুপ স্টেজে মাত্র দুটি গোল হজম করেছিল তারা ৷ প্রতিটি ম্যাচেরই দ্বিতীয় ভাগে তারা ভাল খেলছে ৷ যখন প্রতিপক্ষ অনেকটাই অবসন্ন হয়ে পড়ে ৷ পরিবর্ত খেলোয়াড়রা মাঠে নামার পর দলের ইন্টেনসিটি বজায় রেখেছে ৷

নেইমার : তাঁর ড্রিবল, পাস, শট ব্রাজিলের একাগ্রতায় অন্য মাত্রা যোগ করেছে ৷ টুর্নামেন্টে দুটি গোল করেছেন নেইমার ৷ পাঁচ ম্যাচে তিনটি অ্যাসিস্ট রয়েছে ৷ ইকুয়েডরের বিরুদ্ধে নেইমারকে বিশ্রাম দেওয়া হয়েছিল ৷ লুকাস পাকুয়েতার সঙ্গে তাঁর বোঝাপড়া দারুণ ৷ ফাইনালেও তাঁর পায়ের জাদু দেখতে মুখিয়ে ব্রাজিল সমর্থকরা ৷

আরও পড়ুন : Mega Sunday : ক্রীড়াপ্রেমীদের সোনালি রবিবার

তিতে : এই টুর্নামেন্ট থেকে 2022 কাতার বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোচ তিতে ৷ সব খেলোয়াড়দেরই ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিয়ে দেখে নিচ্ছেন ৷ ফলে দিনের শেষে নেইমারের উপর নির্ভরতা কমে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা রপ্ত করে নিয়েছে ব্রাজিল ৷ উইঙ্গার হিসেবে গ্যাব্রিয়েল জেসুসকে ব্যবহার করে নতুন খেলোয়াড়দের জন্য সুযোগ করে দিয়েছেন ৷ যার মধ্যে রয়েছেন রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা ৷ বক্স টু বক্স খেলোয়াড় হিসেবে পাকুয়েতাকে খুঁজে পেয়েছেন ৷

ডিফেন্ডার : ব্রাজিলের ডিফেন্স চমৎকার দেখাচ্ছে ৷ টুর্নামেন্টে মাত্র দুটি গোল হজম করেছেন নেইমাররা ৷ অভিজ্ঞ থিয়েগো সিলভা এখনও টপ ফর্মে রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.